Farmers’ income in Bengal has increased more than 2.5 times in 6 years

The condition of farmers in Bengal now is a far cry from the Left Front days. Over the last six years, the average annual income of farmers has increased by more than 2.5 times. From Rs 91,011 during financial year (FY) 2010-11, it has become Rs 2,39,123 during 2016-17 – an increase by 2.63 times.

This is the result of Chief Minister Mamata Banerjee’s thrust to the agriculture sector, a sector on which the majority of the people depend. For six years in a row, the latest being in 2017, the Bengal Government has received the Krishi Karman Award for highest production in different crops.

The biggest reason for the success in agriculture is the mapping of the soil introduced by the Trinamool Congress Government. As a result, farmers know exactly what to sow when. Then, the government is regular about buying at from farmers at minimum support price (MSP). It is building more warehouses, which is enabling much higher storage capacities of various crops, and hence higher buying capacities by the government.

Not just that, on Mamata Banerjee’s instructions, compensation is paid promptly to farmers whose crops are affected by natural disasters.

Source: Sangbad Pratidin

বাম আমলের তুলনায় রাজ্যে কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ

বিগত বাম আমলের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কৃষকের আয় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

আর্থিক সমীক্ষায় জানা গিয়েছে, ২০১০-’১১ আর্থিক বছরে একজন কৃষকের বার্ষিক গড় আয় ছিল ৯১ হাজার ১১ টাকা। ছ’বছর বাদে অর্থাৎ ২০১৬-’১৭ সালে সেই কৃষকেরই বার্ষিক গড় আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ১২৩ টাকা।

কৃষকদের আয় বাড়ানোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য। সেই কারণেই কৃষিজমিতে বহু ফসলি চাষের উপরে জোর দেওয়া হয়েছে। অনাবাদী জমিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে বিশেষ জোর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের বিনা পয়সায় বীজ, সার এবং যন্ত্রপাতি দিচ্ছে রাজ্য সরকার। আবার বাংলার ফসল বিমা যোজনায় কৃষকদের প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকার। যা আর কোনও রাজ্য করেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা শুরু হয়েছে। এ বছর বরাদ্দ হয়েছে ১,১৮১ কোটি টাকা। নানাভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে এই সরকার। তার ফলে কৃষকদের আয় বেড়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী দাবি করেন। এই মুহূর্তে রাজ্যে প্রায় ৭১.২৩ লক্ষ কৃষক রয়েছেন, তার মধ্যে ৯৬ শতাংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।

উৎপাদিত পণ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পরপর ছ’বার কৃষিকর্মণ পুরস্কার পেয়েছে রাজ্য সরকার। ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় রয়েছে এই রাজ্য। ডাল, ভুট্টা, তৈলবীজ উৎপাদনে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।

কৃষকদের আয় বাড়ানোর উদ্দেশ্যই হল, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করা। আর সে কারণেই গ্রামীণ পরিকাঠামোকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তার হাল ভালো করা হয়েছে। জমিতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিযন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন (এফএসএসএম) প্রকল্প চালু হয়েছে। এমনকী কৃষি যন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্র চালুর জন্য কৃষি দপ্তরকে প্রকল্প ব্যয়ের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Bengal Govt setting up system for alerts before lightning strikes

The State Government has decided to develop a state-of-the-art technology to predict lightning and to alert people at least one-and-a-half-hours ahead of its striking time at a particular location.

Bengal sees around 100 deaths per year due to lightning, and five to six people die on days when there is heavy lightning, according to a senior official at the state secretariat, Nabanna.

As per the planning, a network of eight gadgets will be installed in different parts of the state to collect information. Immediately after the prediction of lightning, the information will reach the central control room of the State Disaster Management Department at Nabanna.

The information will then be relayed to the concerned officials, starting from those in the districts to the top brass at the state secretariat and to the people’s representatives at the grassroots level.

The official gave an example: say, information is received about lightning occurring at a particular place; school children can then be asked to leave a bit early or to stay back to avoid accidents, and farmers can be asked to take shelter.

The entire project is expected to be completed before the monsoon sets in next year. The cost of running the system will be around Rs 45 lakh every year.

It may be mentioned that the State Government has taken several measures to ensure the safety of people during any natural calamity. Moreover, it is ensured that an affected person gets compensation within just seven days.

Source: Millennium Post

বাজ পড়ার আগেই সতর্কতা জারির ব্যবস্থা করছে রাজ্য সরকার

বাজ পড়ার আগেই সতর্কবার্তা জারি করার ব্যবস্থা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাজ পড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগে নির্দিষ্ট জায়গায় সতর্কতা জারি করতে পারবে সরকার।

এই প্রযুক্তিতে রাজ্যের আটটি জায়গায় গেজেট বসিয়ে তৈরী হবে একটি নেটওয়ার্ক, যা তথ্য সংগ্রহ করবে। বাজ পড়ার পূর্বাভাষের পরেই এই তথ্য পৌঁছবে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে। এরপর এই তথ্য বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এই পদ্ধতিতে বাজ পড়ার পূর্বাভাষ পাওয়া গেলে নানা রকম সুবিধে হতে পারে। যেমন, স্কুলপড়ুয়াদের নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়া হবে কিংবা ছুটির পরও সুরক্ষার খাতিরে স্কুলে থাকতে বলা হতে পারে। পাশাপাশি, যে কৃষকরা খোলা আকাশের নীচে কাজ করেন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়া হতে পারে।

পুরো প্রকল্পটি আগামী বছর বর্ষার আগেই শেষ হয়ে যাওয়ার কথা। এই প্রকল্পটির রূপায়ণ করতে খরচ হবে আনুমানিক ৪৫ লক্ষ টাকা।

Bengal Govt introduces ‘Matir Katha’ app for farmers

The Bengal Government has introduced the ‘Matir Katha – Krishoker Katha’ app for the benefit of the State’s farmers. Through this app, all important farming-related information would be available at the tips of farmers’ fingers, literally. The app is available through Google Play Store.

Information relating to crop problems, natural calamities, government schemes, farmers’ registration with the Department of Agriculture and contact details of block Agriculture Department offices are available in the app.

The app also contains the toll-free number where farmers can call and talk to experts, and register their complaints as well. The number is 18001031100.

The app contains the link to the website of Matir Katha.

 

CLICK HERE TO DOWNLOAD THE APP

 

 

এবার কৃষকদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন “মাটির কথা” আনল রাজ্য সরকার

কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করল রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশন।

দেখে নেওয়া যাক কি কি ধরনের সহায়তা পাওয়া যাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে। এখানে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে এখানে, আর সব কিছুতেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

এছাড়াও কৃষকদের সহায়তার জন্য খোলা হয়েছে টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।

 

এই লিঙ্ক-এ গিয়ে এপ ডাউনলোড করুন