Grand ‘River Carnival’ in Kolkata in December

For the first time ever in Bengal, a River Carnival is going to be organised by the government along the Hooghly in Kolkata and Howrah. The carnival will be held on December 8, 9 and 10, whose main part is going to be cultural programmes at different spots along the river, among them Prinsep Ghat, Millennium Park Ghat and Baje Kadamtala Ghat in Kolkata, and Ramkrishnapur Ghat in Howrah.

Artistes from Kolkata and its adjoining areas as well as folk artistes will be performing in the cultural programmes. The folk artistes will be selected from among those enlisted in the Lok Prasar Prakalpa, an initiative of Chief Minister Mamata Banerjee to revive and popularise the folk songs and folk dances of Bengal.

As a part of the festival, there will also be a dart-throwing festival in which around 30,000 children are scheduled to take part.

The primary aim of the carnival is to attract more tourists to the state, both domestic and foreign. It will be another gift from the State Government to the people of the state as well as the country. The Tourism and Information and Cultural Affairs Departments are jointly organising the festival.

Source: Millennium Post

ডিসেম্বরে গঙ্গা কার্নিভালে মজবে কলকাতা

বাংলার ‘নবান্ন ’ উৎসবের মধ্যেই কলকাতা এবার মাতবে গঙ্গা কার্নিভালে৷ দুর্গা পুজোর বিসর্জন -কার্নিভালকে ঘিরে কলকাতা ইতিমধ্যেই পর্যটক মহলের নজর কেড়েছে৷ সেই রেশ ধরে রাখতেই রাজ্য সরকার ডিসেম্বরের গোড়াতেই কলকাতায় আয়োজন করতে চলেছে এই গঙ্গা উৎসবের৷ তবে শুধু কলকাতা নয় , হাওড়া শহরের একটা বড় অংশও এর সঙ্গে যুক্ত হবে৷ গঙ্গার দু’কূল জুড়েই চলবে এই কার্নিভাল৷

আপাতত ঠিক হয়েছে, ৮ ডিসেম্বর শুরু হবে এই গঙ্গা কার্নিভাল৷ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ মূল আয়োজক রাজ্য পর্যটন দন্তর হলেও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা ও হাওড়া পুর নিগম এবং কলকাতা পুলিশ সহযোগী সংস্থা হিসেবে থাকছে৷ এমনিতে প্রতি বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে সরকারি উদ্যোগে বড় দিনের উৎসব চলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ৷ ৩১ ডিসেম্বর বর্ষ বিদায়ের দিন পার্ক স্ট্রিটকে ঘিরে ফের উৎসব হয়৷

গঙ্গার দুই কূলের ছয় ঘাটকে কেন্দ্র করে হবে এই উৎসব৷ এই ঘাটগুলি হল, কলকাতার আর্মেনিয়ান ঘাট, মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, প্রিন্সেপ ঘাট এবং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট৷ ইতিমধ্যেই গঙ্গার পূর্ব কূল অর্থাৎ কলকাতার দিকে আর্মেনিয়ান থেকে প্রিন্সেপ ঘাট ও পশ্চিম কূলে হাওড়া স্টেশন থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত দু’কূল নতুন সাজে সেজেছে৷ নদীর ঘাটে বার্জ এনে তাতে মঞ্চ বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবা হচ্ছে৷ থাকবে গঙ্গা আরতির ব্যবস্থা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান , গোটা উৎসবে শিশুরা অংশ নিক৷ ওই সময় স্কুলের চাপ থাকে না৷ তাই কার্নিভালে বিভিন্ন স্কুলের অন্তত ৩০ হাজার ছাত্র-ছাত্রী যাতে উৎসবে যোগ দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে৷ বাচ্চাদের আনার জন্য বিশেষ বাস থাকবে৷ প্রতি ঘাটেই সন্ধে থেকে শুরু হবে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান৷ হবে বাউল ফকিরা, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ছৌ নাচের মতো কত কী৷ পর্যটন দন্তর থেকে এই কার্নিভালকে ঘিরে তিন দিন গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য বিলাসবহুল প্রমোদতরী চালানোর প্রস্তাব বিবেচনা করছে৷ এ নিয়ে সরকার ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলছে৷

After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.

During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.

During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.

The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.

The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.

 

আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ

দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।

কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”

এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।

Source: Millennium Post