বাংলার মাঠে এখন অগুন্তি কাশফুল। বাতাসে শিউলির গন্ধ। আশ্বিনের আকাশে পেঁজা তুলোর মেলা মনে করায় আনন্দময়ীর আগমন বার্তা। এই সময় প্রতিবার আমাদের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’ য় এই কলমটি লেখার ডাক আসে।
এবার লিখতে বসে মনটা ভারাক্রান্ত। দেশের কি হবে। আমরা সবাই এক থাকতে পারব তো? এমন একটি সরকার দিল্লির ক্ষমতায় এসেছে যারা গণতন্ত্র মানে না। সংবিধান মানে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না। মানুষের মৌলিক অধিকারের কোনও মূল্য এরা দেয় না। দেশকে একদলীয় ব্যবস্থার পথে ঠেলে দিয়ে সুপার এমারজেন্সি কায়েম করা হয়েছে। শুধু বিজেপি থাকবে। আর সবাই জেলে যাবে। যে প্রতিবাদ করবে তার পিছনে এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। দেশের এত খারাপ সময় স্বাধীনতার এই ৭২ বছরে কখনও আসেনি।
এরা যদি রাজনীতি করত কিছু বলার ছিল না। এদের কাজ শুধু ভাগাভাগি। কোথাও ধর্মের ভিত্তিতে, কোথাও জাতির ভিত্তিতে। যেখানে যেমন সুট করে আর কী। ভুলভাল পদক্ষেপ করে দেশের অর্থনীতিকে দুমড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ অন্ধকার। যুবকদের হাহাকার। কোথাও চাকরি নেই। উল্টে চলছে ছাঁটাই। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় বিক্রি করে দেওয়া হচ্ছে, নতুবা বন্ধ করা হচ্ছে। অর্থনীতির এতটাই খারাপ অবস্থা যে হাত পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে। আগামী দিনে ব্যাঙ্কে গচ্ছিত টাকা মানুষ পাবে কি না আমার সন্দেহ আছে।
To read the full article, Click here
এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন