Student-Youth Convention for North Bengal to be held today at Siliguri

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to address the party’s annual Student-Youth Convention for North Bengal at 3 pm today. It will take place at Kanchanjunga Stadium in Siliguri.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party will be present at the convention.

 

 

আজ শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলন, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হচ্ছে।

উত্তর বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।