Wow! Bengal to get a momo factory

Two announcements at the recently-concluded Bengal Global Business Summit (BGBS) have given a big boost to the food processing and fisheries sectors in Bengal.

While Wow! Momo announced the setting up of a state-of-the-art momo factory at Kasba Industrial Estate in Kolkata, Anjan Chatterjee, founder and managing director of Speciality Restaurants, announced the setting up of a skill development institute.

Wow! Momo is the country’s first and largest chain of branded momos, with over 130 outlets across eight cities. Speciality Restaurants runs a 14-brand chain of premier restaurants in India and outside the country. It also has a catering service and a sweet outlet in Mumbai selling Bengali sweets.

The momo factory will come up on 24,000 square metres (sq m) at Kasba Industrial Estate, and will employ state-of-the-art technology to make and export frozen momos. The company signed a memorandum of understanding (MoU) with the State Fisheries Department. Wow! Momo is also opening a chain of Bengali restaurants across the country.

বাংলায় ‘ওয়াও মোমো’র কারখানা চালু হবে

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে অভিনব ঘোষণা বেসরকারি সংস্থা ‘ওয়াও মোমো’-র। একদিকে রসনা তৃপ্তি ও অন্যদিকে কর্মসংস্থান।

এদিন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কলকাতায় মোমো তৈরির কারখানা বানাচ্ছে তারা। কসবা শিল্পতালুকে এ জন্য প্রায় ২৪ হাজার বর্গ ফুটের অফিস তৈরি হচ্ছে। সেখান থেকে ফ্রোজেন মোমো ভিন রাজ্য এমনকি বিদেশেও রপ্তানি করা হবে।

‘স্টেট অব দ্য আর্ট’ প্রযুক্তিতে তৈরি এই মোমোর কারখানার পাশাপাশিই বাঙালি রেস্তোরাঁ চেন চালু করছে ‘ওয়াও মোমো’। গোটা দেশেই ‘ওয়াও মোমো’র রেস্তোরাঁ চালু করবে।

 

Bengal Govt demarcates ‘green zones’ for Kolkata

The State Government has designated several areas of Kolkata, particularly those close to the airport and Nabanna, as ‘green zones’. This has been done with an eye on the Bengal Global Business Summit to be held on January 16 and 17, when many foreign delegates would be visiting the city.

The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all 125 municipal cities and towns of Bengal.

Specifically, the areas include Jessore Road upto Vivekananda Yuba Bharati Krirangan, along Biswa Bangla Sarani and EM Bypass, upto Parama Island, areas from the airport to Chinar Park via Kazi Nazrul Islam Sarani, and major arterial roads – Parama Island to Nabanna via Maa Flyover and AJC Bose Road Flyover and from Nabanna to New Alipore through Alipore Road.

The green zones would be cleaned up and beautified to make the city more eco-friendly and attractive. Measures include garbage cans along roads, regular cleaning of garbage, no stacking of building materials along the roads, smooth and bump-free roads, proper illumination, prohibition of open burning of disposable materials, CCTV camera surveillance, etc.

 

কলকাতায় ‘গ্রীন জোন’ তৈরী করছে রাজ্য সরকার

বিমানবন্দর ও নবান্নর সন্নিকটে বিভিন্ন জায়গাকে ‘গ্রীন জোন’ হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। আগামী ১৬ ও ১৭ই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে নজরে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রীন সিটি মিশন প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ‘গ্রীন জোন’ অঞ্চলের মধ্যে রয়েছে যশোর রোড থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, বিশ্ব বাংলা সরণি ও বাইপাস ধরে পরমা আইল্যান্ড, কাজী নজরুল ইসলাম সরণি ধরে বিমানবন্দর থেকে চিনার পার্ক, মা উড়ালপুল ও এজেসি বোস রোড উড়ালপুল ধরে পরমা আইল্যান্ড থেকে নবান্ন এবং আলিপুর রোড ধরে নবান্ন থেকে নিউ আলিপুর।

এই অঞ্চলগুলির সৌন্দর্যায়ন করা হবে। রাস্তার ধারে ধারে জঞ্জাল ফেলার জায়গা করা হবে, নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা হবে, রাস্তার ধারে কোনও প্রকার নির্মাণ সামগ্রী জমা হতে দেওয়া হবে না। রাস্তায় করা হবে আলোর ব্যবস্থা, সিসিটিভির নজরদারি ইত্যাদি।

Source: The Statesman

Investment Bengal

Kolkata to emerge as a financial centre of the world: McKinsey Global Institute report

Kolkata is poised to emerge as one of the top Indian cities and one of the epicentres of global financial activities by 2030, according to a recent report by McKinsey Global Institute.

According to the report, by virtue of its relative proximity to Singapore and Hong Kong, Kolkata also stands a brighter chance of becoming a big IT hub. Asia is already fast breaking the dominance of Silicon Valley in USA.

The State Government too is leaving no stone unturned to project itself as one of the major players in the financial and IT sectors, and combining both,  in the fintech sector too. In fact, the city is evolving in such a manner that, in the near future, if someone is seriously involved in top-ticket financial activities, they cannot really overfly Kolkata.

The State Government has laid a special emphasis on developing a financial hub in Rajarhat-New Town where as many as 23 financial institutions, including several insurance companies, have taken plots. Seventeen acres have also been earmarked for a fintech hub in New Town.

Not only do all IT majors have big presence at Salt Lake Sector V and Rajarhat-New Town, the Bengal Government has come up with a centre of excellence on cyber security at New Town. The planned Innovation Hub at Bantala is also expected to be operational by the second half of 2019.

Harnessing technology in the best possible way tops the Bengal Government’s priorities.

 

২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে কলকাতা

ম্যাকেঞ্জি গ্লোবাল ইন্সটিটিউটের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে কলকাতা বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হতে চলেছে। সিঙ্গাপুর ও হংকং এর সাথে নৈকট্যের ফলে কলকাতায় আইটি শিল্পের সম্ভামনা বিপুল।

অর্থনীতি ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে ফিনটেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে নিজেকে ইতিমধ্যেই তুলে ধরছে বাংলা।

কলকাতার অনতিদূরে নিউটাউনে গড়ে উঠেছে বাণিজ্যিক হাব। ইতিমধ্যেই ২৩টি অর্থনৈতিক সংস্থা জায়গা নিয়েছে এই হাবে। তৈরী হচ্ছে ফিনটেক হাবও। রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটির সেন্টার অফ এক্সসেলেন্স গড়ছে। বানতলায় তৈরী হচ্ছে সেন্টার অফ ইনভেশন যা ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে কাজ শুরু করে দেবে।

Source: Business Standard

After the successful U-17 World Cup, Transport Dept to promote Ganga Sagar Mela & Book Fair

The Bengal Transport Department’s branding of the FIFA Under-17 World Cup had caught everyone’s eyes, and became very successful. On all the buses the department had designated for ferrying the fans and players, was written ‘Ebar Khela Jombe Bangla’.

Now the department is planning similar branding for two of the most popular annual events that Bengal hosts – Ganga Sagar Mela and the Kolkata International Book Fair (KIBF). What exactly is to be written would be decided later.

While the former will be held in January, with the main events scheduled on January 14 and 15, on Sagar Island in the Sundarbans, the latter will be held from January 30 to February 11 at Central Park in Salt Lake (because the usual venue, the Milan Mela fairground, is being renovated).

The branding would appear on the buses (from Esplanade, Babughat and Howrah) and the 30 vessels (16 belonging to West Bengal Transport Corporation and 14 to Hooghly River Transport Corporation) to be designated for the Ganga Sagar Fair, and on the buses (both AC and non-AC) to be designated specially for ferrying people to and from the Book Fair.

বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে ব্র্যান্ডিং করার ভাবনা রাজ্যের

 

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ও গঙ্গাসাগর মেলাকে সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে এবার এই দুই উৎসবকে ব্র্যান্ডিং করার পরিকল্পনা রাজ্যের। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের সরকারি বাসে ব্র্যান্ডিং করা হবে।

দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত নানা মানুষ আসেন এই মেলায়। তাদের কাছে রাজ্যের মান বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে যাওয়ার জন্য রাখা হচ্ছে বিশেষ শাটল বাস পরিষেবা। এসি নন এসি সব রকম বাসই থাকছে। বাসের গায়ে বইমেলার ব্র্যান্ডিং করা থাকবে।

একই ভাবনা গঙ্গাসাগর মেলা উপলক্ষেও। এই বাসের গায়েও ব্র্যান্ডিং এর পরিকল্পনা রাজ্যের। বাংলা হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই এই ব্র্যান্ডিং থাকবে যাতে সব রকম মানুষের বুঝতে সুবিধা হয়।

ধর্মতলা, বাবুঘাট এবং হাওড়া থেকে ছাড়বে গঙ্গাসাগর যাওয়ার বাস, যাবে লট এইট পর্যন্ত। সেখান থেকে তীর্থযাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য থাকবে ভেসেলের ব্যবস্থা। এবার মেলা উপলক্ষে ৩০ টি ভেসেল রাখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

KMC to set up more night shelters

To accommodate people who come to Kolkata for various purposes but are too poor to put up in hotels or hire a place to stay, many of whom come to earn a living, and some for purposes like medical treatment, etc., as well as vagabonds and pavement and slum dwellers, the State Government and the Kolkata Municipal Corporation (KMC) run night shelters.

Now, KMC has decided to build more such shelters. So the civic body is holding talks with various government organisations like Kolkata Metropolitan Development Authority (KMDA), Kolkata Improvement Trust (KIT), Hooghly River Bridge Commissioners (HRBC), Port Trust and the Railways to request them to hand over some of the extra vacant land plots they have. It is already preparing a detailed project report (DPR) to set up a night shelter on Mahatma Gandhi Road in ward 122

At present, Kolkata has 40 night shelters, of which 35 have been set up by the State Government and five by the KMC. These five are located in Chetla, Bhowanipore, Galiff Street, Gauribari Lane and Raja Manindra Road, and can accommodate around 2,500 people on a daily basis.

শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান পুরসভার

 

রুটি-রুজির টানে রাতের শহরে থেকে যেতে হয় অনেককেই। এমন বহু মানুষ ফুটপাতে বা রাস্তার একধারে রাত কাটাতে বাধ্য হন। কলকাতায় এরকম মানুষজনের থাকার জন্য হিসেব অনুযায়ী প্রায় ৪৫টি নাইট শেল্টার থাকার কথা।

এখন শহরে রাজ্য সরকার ও পুরসভার ৪০টি নাইট শেল্টার রয়েছে। শহরে নাইট শেল্টারের জন্য জমির সন্ধান চালাচ্ছে পুরসভা। জমি দেখা চূড়ান্ত হয়ে গেলেই শুরু হবে কাজ।

শীঘ্রই কমপক্ষে আরও দু’টি নাইট শেল্টার তৈরির কাজে পুরসভা হাত দেবে বলে জানা গিয়েছে। বর্তমানে শহরে কলকাতা পুরসভার তৈরি পাঁচটি এবং রাজ্য সরকারের তৈরি প্রায় ৩৫টি নাইট শেল্টার রয়েছে।

Source: Millennium Post

Bengal CM inaugurates Kolkata Christmas Festival

Chief Minister Mamata Banerjee inaugurated the Kolkata Christmas Festival today at Allen Park on Park Street. The festival will continue till December 30.

The festival was inaugurated through the lighting of the Christmas tree. It was followed by the Blessing of the Crib by the Most Reverend Thomas D’Souza, Archbishop of Kolkata.

Present with the Chief Minister on stage were prominent members of the Christian community – the Most Reverend Thomas D’Souza, Archbishop of Kolkata, the Right Rev Ashoke Biswas, Bishop of Kolkata and the MLA representing the community in the State Assembly, Michael Shane Calvert.

The inauguration was followed by Christmas carols by two choirs and live music.

 

আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্ক স্ট্রিট। আজ অ্যালান পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

একই সঙ্গে ক্রিসমাস ট্রি আলোকিত করে সূচনা হল ক্রিসমাস ফেস্টিভালের। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন খাবারের স্টলও থাকবে এই উৎসবে। উৎসব চলবে ৩০সে ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে।

প্রতিদিন বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিত্ব উপস্থিত থাকবেন এই উৎসব প্রাঙ্গনে।

Grand ‘River Carnival’ in Kolkata in December

For the first time ever in Bengal, a River Carnival is going to be organised by the government along the Hooghly in Kolkata and Howrah. The carnival will be held on December 8, 9 and 10, whose main part is going to be cultural programmes at different spots along the river, among them Prinsep Ghat, Millennium Park Ghat and Baje Kadamtala Ghat in Kolkata, and Ramkrishnapur Ghat in Howrah.

Artistes from Kolkata and its adjoining areas as well as folk artistes will be performing in the cultural programmes. The folk artistes will be selected from among those enlisted in the Lok Prasar Prakalpa, an initiative of Chief Minister Mamata Banerjee to revive and popularise the folk songs and folk dances of Bengal.

As a part of the festival, there will also be a dart-throwing festival in which around 30,000 children are scheduled to take part.

The primary aim of the carnival is to attract more tourists to the state, both domestic and foreign. It will be another gift from the State Government to the people of the state as well as the country. The Tourism and Information and Cultural Affairs Departments are jointly organising the festival.

Source: Millennium Post

ডিসেম্বরে গঙ্গা কার্নিভালে মজবে কলকাতা

বাংলার ‘নবান্ন ’ উৎসবের মধ্যেই কলকাতা এবার মাতবে গঙ্গা কার্নিভালে৷ দুর্গা পুজোর বিসর্জন -কার্নিভালকে ঘিরে কলকাতা ইতিমধ্যেই পর্যটক মহলের নজর কেড়েছে৷ সেই রেশ ধরে রাখতেই রাজ্য সরকার ডিসেম্বরের গোড়াতেই কলকাতায় আয়োজন করতে চলেছে এই গঙ্গা উৎসবের৷ তবে শুধু কলকাতা নয় , হাওড়া শহরের একটা বড় অংশও এর সঙ্গে যুক্ত হবে৷ গঙ্গার দু’কূল জুড়েই চলবে এই কার্নিভাল৷

আপাতত ঠিক হয়েছে, ৮ ডিসেম্বর শুরু হবে এই গঙ্গা কার্নিভাল৷ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ মূল আয়োজক রাজ্য পর্যটন দন্তর হলেও রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর, কলকাতা ও হাওড়া পুর নিগম এবং কলকাতা পুলিশ সহযোগী সংস্থা হিসেবে থাকছে৷ এমনিতে প্রতি বছর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে সরকারি উদ্যোগে বড় দিনের উৎসব চলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ৷ ৩১ ডিসেম্বর বর্ষ বিদায়ের দিন পার্ক স্ট্রিটকে ঘিরে ফের উৎসব হয়৷

গঙ্গার দুই কূলের ছয় ঘাটকে কেন্দ্র করে হবে এই উৎসব৷ এই ঘাটগুলি হল, কলকাতার আর্মেনিয়ান ঘাট, মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, প্রিন্সেপ ঘাট এবং হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট৷ ইতিমধ্যেই গঙ্গার পূর্ব কূল অর্থাৎ কলকাতার দিকে আর্মেনিয়ান থেকে প্রিন্সেপ ঘাট ও পশ্চিম কূলে হাওড়া স্টেশন থেকে রামকৃষ্ণপুর পর্যন্ত দু’কূল নতুন সাজে সেজেছে৷ নদীর ঘাটে বার্জ এনে তাতে মঞ্চ বেঁধে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবা হচ্ছে৷ থাকবে গঙ্গা আরতির ব্যবস্থা৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান , গোটা উৎসবে শিশুরা অংশ নিক৷ ওই সময় স্কুলের চাপ থাকে না৷ তাই কার্নিভালে বিভিন্ন স্কুলের অন্তত ৩০ হাজার ছাত্র-ছাত্রী যাতে উৎসবে যোগ দিতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে৷ বাচ্চাদের আনার জন্য বিশেষ বাস থাকবে৷ প্রতি ঘাটেই সন্ধে থেকে শুরু হবে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান৷ হবে বাউল ফকিরা, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ছৌ নাচের মতো কত কী৷ পর্যটন দন্তর থেকে এই কার্নিভালকে ঘিরে তিন দিন গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য বিলাসবহুল প্রমোদতরী চালানোর প্রস্তাব বিবেচনা করছে৷ এ নিয়ে সরকার ট্যুর অপারেটরদের সঙ্গে কথা বলছে৷

Pollution-free buses – New initiative for Kolkata’s public transport

Commuters in the city will soon be able to travel on pollution-free buses. These buses will run, not on diesel or CNG, but on electricity with the help of rechargeable batteries.

Referred to as ‘electric buses’ by the Transport Department, 25 such vehicles will initially ply in the city on a trial basis. It has been decided that for starters, these buses would be recharged at the various tram depots in the city. Their routes would also be fixed from there.

A Department source said that the West Bengal Transport Corporation has experience in operating electric vehicles. Trams, which have been plying in Kolkata for over a century now, are a primary example. Hence, the electric buses would also have their depots in the tram depots, which already have electrical infrastructure.

It may be pointed out that running electric buses is comparatively much cheaper than running fuel-run buses. They are not just pollution-free from exhaust but also from noise, the levels of which are much less compared to conventional buses. Keeping all these advantages in mind, the Department has decided to go ahead with the pilot project. The number of such buses will be increased later.

 

কলকাতায় চালু হবে ইলেকট্রিক বাস

আর কিছু দিনের মধ্যে শহরের যাত্রীরা এবার দুষণহীন বাসে সফর করতে চলেছেন। কারণ বাসগুলো হবে ব্যাটারিচালিত। এ ধরনের বাসে থাকে রিচার্জেবল ব্যাটারি। আর সেই ব্যাটারির বিদ্যুতেই বাস চলে। পরিবহন দপ্তর এটিকেই বলছে ইলেকট্রিক বাস।

প্রথম দফায় ২৫টি বাস পরীক্ষামূলকভাবে চলবে কলকাতায়। এ ধরনের বাস সাধারণ বাস থেকে আলাদা হয়। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কলকাতার ট্রাম ডিপো থেকে এই বাসের রুট তৈরি করা হবে।

দপ্তরের এক সূত্রের বক্তব্য, বিদ্যুৎ চালিত যান চালানোর অভিজ্ঞতা পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের রয়েছে। বহু বছর ধরেই কলকাতায় চলছে বিদ্যুৎ চালিত ট্রাম। তাই ট্রাম ডিপোগুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু পরিকাঠামো তৈরিই রয়েছে। এখানেই নয়া বাসের ব্যাটারিগুলো চার্জ দেওয়া যেতে পারে।

ওই সূত্রের কথায়, এ ধরনের বাস চালানোর খরচ তুলনামূলকভাবে অনেক কম এবং এই বাস পরিবেশবান্ধব। এ ধরনের বাস থেকে শব্দও কম হয় এবং খনিজ তেলও লাগে না। সেসব বিবেচনায় এনেই এই বাস চালানোর পরিকল্পনা করা হচ্ছে।

পরবর্তীকালে ইলেকট্রিক বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহন মহল সূত্রের খবর।

Source: Sangbad Pratidin 

 

 

State Transport Dept’s day-long hop-on hop-off Durga Puja tours at just Rs 75 per person

At just Rs 75 per person per day, the State Transport Department will be organising hop-on hop-off tours in Kolkata for people wanting to visit Durga Puja pandals. A set of buses, trams and vessels would be covering the routes along the major pandals of the city.

The tours would start on the day of Chaturthi, that is, September 24. Tickets would be available at Jadavpur 8B Bus Stand, Garia, Galif Street, Howrah, Behala No. 14 Tram Depot and other places.

Those holding a ticket can get off at any pandal and then take the next bus or tram or even vessel to the nearest point of another pandal. The service would run from 12 pm till midnight.

For the purpose of the tours, Kolkata has been broken up into five zones – north, south, east, west and central. A set of modes of transport would be covering a pre-designated route to the well-known pandals of each zone.

The ‘bonedi bari pujas’, that is, pujas held at the old mansions of illustrious families, in central and north Kolkata, which have a special charm of their own, can be covered by trams, using the same tickets. The same tickets can also be used to travel on vessels too. For example, if one wants to visit the Durga Puja at Belur Math, the person can board from Baghbazar or any of the other designated ghats.

 

পরিবহণ দপ্তরের উদ্যোগে ঠাকুর দেখতে এক টিকিটেই বাস-ট্রাম-ভেসেল

খরচ করতে হবে মাত্র ৭৫টাকা। আর তা দিয়েই দেখে নেওয়া যাবে শহরের সমস্ত নামকরা পুজো। পায়ে হেঁটে নয়। এসি, নন-এসি বাসে। একদম প্যান্ডেলের দোরগোড়ায় নামিয়ে দেওয়া হবে। একটি ঠাকুর দেখে বেরিয়েই দেখবেন, পিছনের বাস এসে হাজির পরের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য। তাতে পা দিয়েই আরামে পৌঁছে যাবেন অন্য পুজোয়।

পুজোর কদিনের জন্য পরিবহণ দপ্তরের তরফে আনা হচ্ছে হপ অন হপ অফ পরিষেবা। এক টিকিটেই ঘুরে বেড়ানো যাবে গোটা দিন। চড়া যাবে সরকারি বাসে, ট্রামে, ভেসেলে। বাসগুলো ঘুরে বেড়াবে বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া নয়া রুটে। দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে এই পরিষেবা।

কলকাতাকে ভাঙা হয়েছে চার-পাঁচটি ভাগে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য কলকাতা। প্রত্যেক দিকের বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে একেকটি রুট। শুধু বাসে নয়, মধ্য কলকাতার পুরনো এবং বনেদি বাড়ির পুজো দেখানো হবে ট্রামেও। ওই একই টিকিটে।

Source: Sangbad Pratidin

KMC to build ‘resting places’ for commuters

Kolkata Municipal Corporation (KMC) has come up with a plan to build ‘resting places’ for commuters and travellers, in collaboration with private companies on a PPP mode.

Fifty spots have been identified in the southern and western areas of Kolkata – Behala and Garden Reach among them – for building these resting places in the jurisdiction of KMC. Each place would have seating arrangements as well as bathroom facilities.

The maintenance of these places would be in the hands of the private collaborator. Advertisements would pay for the cost of maintenance.

Source: Aajkal

 

যাত্রী প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার

বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রী প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার।

পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (‌পিপিপি) মডেলে বেহালা–সহ দক্ষিণ কলকাতায় তৈরি করা হবে এই যাত্রী প্রতীক্ষালয়।

পুরসভা সূত্রের খবর, বেহালা, গার্ডেনরিচ–সহ দক্ষিণ কলকাতায় ৫০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে মাথা ঢাকা সুদৃশ্য যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হবে। থাকবে যাত্রীদের বসার জায়গা।

এ জন্য দরপত্র দেওয়া হবে। দরপত্রের ভিত্তিতে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে সেই সংস্থার ওপর। বিজ্ঞাপনের মাধ্যমে ওই সংস্থা খরচ চালাতে সক্ষম হবে।