Bengal driving large percentage of India’s exports, says Centre

In terms of exports, Bengal is ahead of the rest of the states, as per the Union Commerce and Industry Minister. This is another confirmation of the fact that the policies on industry and investment being followed by the Chief Minister Mamata Banerjee-led Bengal Government are on the right track.

Following the initiatives of the Chief Minister, the variety and amount of exports that take place from Bengal have showed a direction to many states. Bengal has been able to leverage its traditional strengths, be it natural resources, industrial resources, food resources or anything else, for the export market and has been reaping the benefits. As a result, the income of Kolkata Port (including its subsidiary, Haldia Port) has also increased handsomely.

It must be mentioned that 14 per cent of Indian tea is exported through Kolkata. Haldia Petrochemicals exports 4 per cent of the country’s petro-products. Bengal exports a huge 61 per cent of the total leather goods from India. In food, 11 per cent of prawns and lobsters exported from India are from Bengal.

With so much activity happening, Bengal is now the sixth largest economic market in India.

 

 

বিশ্ববাজারে রপ্তানিতে দেশের সেরা বাংলা

ভারতবর্ষের মধ্যে রপ্তানি বানিজ্যে সবচেয়ে বেশী এগিয়ে এসেছে বাংলা। এমন দাবি করলেন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক অভিনব উদ্যোগের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন এবং প্রায় সারা পৃথিবীর শিল্পপতিদের আহ্বান করে বাংলাতে বিনিয়োগের জোয়ার এনেছেন, তার জেরে একদিকে যেমন বেড়েছে কলকাতা বিমানবন্দরে যাত্রী পরিবহনের সংস্থা, তেমনই দ্বিগুনেরও বেশী পণ্য পরিবহন করে কএকগুন বেশী আয় বাড়াতে সক্ষম হয়েছে কলকাতা ও হলদিয়া বন্দরও।

এছাড়াও বাংলা থেকে সারা দেশের ১৪ শতাংশ চা রপ্তানি হয়। হলদিয়া পেট্রোকেমিক্যাল দেশের মত পেট্রোলিয়ামজাত উৎপাদনের ৪ শতাংশ উৎপাদন করে। চামড়াজাত পণ্য যা রপ্তানি হয়, তার ৬১ শতাংশ বাংলাই করে। চিংড়ি রপ্তানি করে ১১ শতাংশ।

এই মুহূর্তে যে গতিতে বাংলার অর্থনীতি ও শিল্প বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির বাজার হিসেবে উঠে এসেছে পশ্চিমবঙ্গ।

Kolkata Police’s all-women SHE squad to make women feel safe

Kolkata Police (KP) has stepped up efforts to ensure the safety of women in the city. It has decided to create a squad of 20-odd female officers called SHE, which will patrol on scooters to watch over women in places where they are likely to need help. The officers will be handpicked from across the force.

The project is the will be a first for Kolkata in terms of an all-women squad on two-wheelers. In 2014, female officers had been deployed as part of the Reinforce City Patrol (RCP) fleet posted at strategic locations to react quickly to street crime.

The officers to be selected for the squad will be ones who already ride two-wheelers. They will all be given new scooters for official duty.

The focus of the SHE project is on the surrounding areas of girls’ schools and colleges, lakes and shopping malls where the footfall of women is high, according to sources in Kolkata Police.

A senior police officer said a project like SHE would go a long way in making women feel secure, especially when they are out alone.

Kolkata currently has eight all-women police stations, one in each division under Lalbazar except the East division that was created recently. These police stations have been set up for effective and sensitive handling of complaints about crimes against women.

Comprising the force of female personnel of Kolkata Police are 113 sub-inspectors, 131 assistant sub-inspectors and 444 constables.

On the eve of International Women’s Day on March 8, another all-women patrol squad called Knightingale was launched in the South Division jurisdictional area of KP.

কলকাতার রাস্তায় টহল দেবে মহিলা পুলিশের বাইকবাহিনী

এতদিন নজরে পড়ত পুরুষ পুলিশকর্মীদের মোটরবাইকে টহল। শহরের রাজপথে এবার দাপিয়ে বেড়াবে পুলিশের প্রমীলা মোটর বাইকবাহিনী।

লালবাজার ঠিক করেছে, ২৫টি মোটরবাইকে সারা শহরে টহলদারি দেবে মহিলা পুলিশ। মূলত মেয়েদের স্কুল-কলেজ চত্বর এবং যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে, এমন সব জায়গায় ওই বাহিনী চক্কর কাটবে। রাতে শহরে যেখানেই সমস্যা সৃষ্টি হবে, সেখানেই পৌঁছে যাবে বাহিনী। লালবাজার এবং বিভিন্ন থানা থেকে দু’তিনটি করে মোটরবাইক নিয়ে দল বেঁধে ওই টহলদারি চলবে।

লালবাজার সূত্রের খবর, প্রশিক্ষণ শেষ করে গত বুধবার ৯৬৯ জন কনস্টেবল পাকাপাকিভাবে কলকাতা পুলিশে কাজে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৯১ জন মহিলা। কাজে যোগ দেওয়া ওই ৯১ জন মহিলার মধ্যে অনেকেই মোটরবাইক চালানোর ব্যাপারে পারদর্শী।

তাঁদের মধ্যে থেকে ১৫ জন এবং বাকি যে মহিলা কনস্টেবলরা এখন র‌্যাফ বা অন্য শাখায় কর্মরত রয়েছেন, তাঁদের থেকে আরও ১০ জনকে নিয়ে ২৫ জনের একটি বাহিনী শুরুতে গঠন করা হবে। প্রত্যেক মহিলা কনস্টেবলকে মোটরবাইক চালানোর জন্য লাইসেন্সের ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ। এরপর রাস্তায় টহলদারিতে নেমে কী কী বিষয়ে নজর রাখতে হবে সে ব্যাপারে তাঁদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। টহলদারির সময় যোগাযোগের জন্য তাঁদের দেওয়া হবে সরঞ্জামও।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে কলকাতা পুলিশের ছ’টি ভ্যান চালাচ্ছেন মহিলা পুলিশকর্মীরা।

 

Kolkata best among 4 metros in quality of governance: Survey

Kolkata has ranked second among 23 major Indian cities in an annual survey that evaluates the quality of governance in cities, comfortably beating more fancied rivals like Delhi, Mumbai, Chennai, Bengaluru and Hyderabad.

Kolkata has scored over most of the other major metros in the four parameters, finishing second on empowered and legitimate political representation, third in urban planning & development, sixth in urban capacity and resources and 10th in transparency, accountability & participation.

This is the fifth year that the Janaagraha Centre for Citizenship and Democracy, a Bengaluru-based non-profit organisation, has released its report on Annual Survey of India’s City-Systems (ASICS).

The study has found that Kolkata’s per capita capital expenditure has increased steadily over the last three years and is currently around Rs 1,546. It is among the nine cities, out of the total 23, which has adhered to budget timelines as mandated by law. It is also among the 12 cities where audited financial statements are available online.

The city also performed well on parameters like credit rating, publishing e-newsletters and implementation of the double-entry accounting system. It has introduced a live e-procurement system and details on schemes and services and audited annual financial statements are available on the web.

Kolkata is also the only city that has not witnessed any municipal commissioner churn in the last five years.

 

দেশের সেরা মেট্রো শহর কলকাতা: রিপোর্ট

বেঙ্গালুরুর একটি সংস্থা জনাগ্রহ সেন্টার ফর সিটিজেনশিপ এন্ড ডেমোক্রেসি দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় আর্বান গভর্ন্যান্সের নিরিখে দেশের দ্বিতীয় সেরা শহর হিসেবে উঠে এল কলকাতার নাম। দেশের বাকি মেট্রো শহরগুলিকে – দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ – পেছনে ফেলে দিয়েছে কল্লোলিনী কলকাতা।

বেশিরভাগ মাপকাঠিতেই অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। “ক্ষমতায়ন এবং বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্ব” মাপকাঠিতে দ্বিতীয় স্থানে আমাদের গর্বের শহর। নগর পরিকল্পনা ও উন্নয়ন এর নিরিখে তৃতীয়, এবং আর্বান ক্যাপাসিটির নিরিখে ষষ্ঠ হয়েছে তিলোত্তমা।

সমীক্ষায় প্রকাশিত যে গত তিন বছরে কলকাতার মাথাপিছু মূলধন ব্যয় (per capita capital expenditure) অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে এই সংখ্যাটি হল ১৫৪৬ টাকা। আইন অনুযায়ী বাজেট নির্ধারিত সময়সীমা পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর্থিক ও অডিটের বিভিন্ন নথিও অনলাইন পাওয়ার ব্যবস্থা আছে কলকাতাতে।

ক্রেডিট রেটিং, ই-নিউজলেটার, ডাবল-এন্ট্রি একাউন্টিং ব্যবস্থার মাপকাঠিগুলোতেও ভালো ফল করেছে কলকাতা। পুরসভার তরফে চালু হয়েছে ই-প্রকিউরমেন্ট ব্যবস্থা।

সম্মিক্ষায় উল্লেখ করা হয়েছে কলকাতা একমাত্র শহর যেখানে গত পাঁচ বছরে পৌর কমিশনার পদ নিয়ে কোনও জটিলতা হয়নি।

 

 

Three-day Consumer Awareness Fair begins in Kolkata

The Bengal Government under Trinamool Congress has always recognised the need for the protection of consumers’ rights, and has fulfilled its obligations in terms of formulating and enforcing laws and holding awareness campaigns.

To this end, the Government has been organising consumer awareness fairs every year. The fair in Kolkata for 2018 was inaugurated today and will continue for three days.

The fair would begin at 12 PM and continue till 9 PM on each day. Stalls would be set up from where those attending would get to know about consumer rights, the areas where complaints can be lodged, how to lodge complaints and the procedure for redressal.

The areas range from telecom, electricity, banking and insurance to food adulteration and metrology, among others. Seminars would be held every afternoon. In the evenings, cultural programmes would add entertainment value to the event.

 

কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

 

জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তৎপর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা।

আজ উদ্বোধন হল তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Bengal Govt to install sanitary napkin vending machines in 69 women’s institutions

The Bengal Government has decided to install sanitary napkin vending machines along with incinerators for proper disposal in 69 women-specific educational institutions in the State. Of the 69, 68 are colleges and the other is the Diamond Harbour Women’s University.

The State Higher Education Department would be implementing the programme. The monetary sanction for this was recently granted by the Finance Department.

The setup in each institution would cost Rs 65,696. The total amount to be spent on the machines is approximately Rs 45.33 lakh.

As per the notice issued by the Higher Education Department, approximately 1.07 lakh female students, teachers and other personnel would be benefited through the deployment of these machines.

 

৬৯টি মহিলা কলেজে বসছে স্যানিটারি ন্যাপকিনের মেশিন

৬৯টি কলেজে স্যানিটারি ন্যাপকিনের মেশিন বসানোর জন্য ৪৫ লক্ষের বেশি টাকা বরাদ্দ করল শিক্ষা দপ্তর। এই তালিকায় আছে একটি বিশ্ববিদ্যালয়ও। সেটি হল ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, পুরোপুরি মহিলা কলেজ বা বিশ্ববিদ্যালয়কেই এই মেশিন বসানোর টাকা দেওয়া হবে।

এক বিজ্ঞপ্তি জারি করে দপ্তর জানিয়েছে, অর্থ দপ্তরের সম্মতি পাওয়ার পরই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

কলেজ পিছু একটি মেশিন বসানোর খরচ পড়বে ৬৫ হাজার ৬৯৬ টাকা। ৬৯টির মধ্যে কলকাতায় রয়েছে ৩০টি কলেজ। সরকারি উদ্যোগে এমন মেশিন বসানোর উদ্যোগ এই প্রথম।

Bengal Govt to launch new helicopter and plane services soon

The Bengal Government is soon going to launch helicopter and plane services across the state.

The new helicopter services will cover routes from Kolkata to Malda, Balurghat, Digha and Sagar Island for tourists every Sunday,Wednesday and Saturday. The services will however be suspended if government functions are scheduled on those days.

The tickets for Digha and Sagar Island have been priced at Rs 2,000 per person, for Malda at Rs 2,500 per person and for Balurghat at Rs 3,000 per person.

These announcements were made by the Transport Minister while replying to debates during the presentation of the budget for his Department. He also said that helicopter services would start from Kolkata to Santiniketan and Purulia.

Plane services would be introduced from Cooch Behar Airport. A double-engined nine-seater aircraft would be engaged for the purpose. The airports in Malda, Balurghat and Purulia would also be rebuilt/renovated.

 

কপ্টার , বিমান ভাড়া করছে রাজ্য সরকার

রাজ্য সরকার আরও একটি হেলিকপ্টার ভাড়া নিচ্ছে৷ কলকাতা-কোচবিহার রুটের জন্য ভাড়া নেওয়া হচ্ছে একটি বিমানও৷

পরিবহণমন্ত্রী পরিবহণ দপ্তরের ব্যায়বরাদ্দ নিয়ে বিতর্কের জবাবি ভাষণে বলেন, শীঘ্রই এই দুই পরিষেবা চালু হবে৷

বুধ, শনি ও রবিবার এই কপ্টার কলকাতা থেকে মালদহ, বালুরঘাট, দিঘা ও সাগরে পর্যটকদের নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে৷ তবে কোনও সরকারি কর্মসূচী থাকলে সেই পরিষেবা বন্ধ থাকবে৷

দিঘা ও সাগরে যাওয়া বা আসার জন্য মাথাপিছু ২ হাজার টাকা ভাড়া ধরা হয়েছে, মালদহ আড়াই হাজার টাকা, বালুরঘাটের ভাড়া তিন হাজার টাকা৷

পরিবহণমন্ত্রী বলেন, ‘কলকাতা থেকে পুরুলিয়া, শান্তিনিকেতনের মধ্যে হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে৷ এ ছাড়া কোচবিহার বিমানবন্দর চালু রাখতে ৯ আসন বিশিষ্ট ডবল ইঞ্জিনের বিমান চালানো হবে৷ টেন্ডার প্রক্রিয়া শেষ৷ মালদহ, বালুরঘাট এবং পুরুলিয়ার বিমানবন্দরগুলির পুনরুজ্জীবনের কাজ চলছে৷’

Kolkatans to get electric buses by June

Come this June, city dwellers will be travelling in electric buses at Kolkata and its suburbs. The state Transport minister, made the announcement of introducing the pollution-free bus service.
The tender process to procure 40 electric buses is complete and it will take another three months for the buses to hit the city roads. It may be mentioned that as per the initial plan, a total of 80 electric buses will be put into service, including the 40 procured in the first phase.
Twenty out of the 40 buses are 9 metres in length and they will have a seating capacity of around 30. The rest are 12 metres in length, with a seating capacity of 40. There will also be sufficient space for passengers to stand while travelling.
30 battery chargers will be bought which will be installed at the depots, while 10 ‘fast battery chargers’ will also be bought, which will be kept at different bus terminals.

 

জুন মাস থেকে কলকাতার রাস্তায় চলবে ইলেকট্রিক বাস

আগামী জুন মাস থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চলবে ইলেকট্রিক বাস। রাজ্যের পরিবহন মন্ত্রী এই ঘোষণা করেছেন।
৪০টি ইলেকট্রিক বাস কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ। এই বাসগুলি রাস্তায় নামতে আরও তিনমাস লাগবে। মোট ৮০টি ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা রয়েছে দপ্তরের।
এই ৪০টি বাসের মধ্যে ২০টি বাসের দৈর্ঘ্য ৯ মিটার এবং আসনসংখ্যা আনুমানিক ৩০। বাকিগুলি হবে ১২ মিটার লম্বা, আসন সংখ্যা হবে ৪০। এই দুই ধরণের বাসেই মানুষের দাঁড়ানোর জন্য যথেষ্ট জায়গা থাকবে।
শহরের বাস ডিপোগুলিতে ৩০টি ব্যাটারি চার্জার বসানো হবে। আরও ১০টি ফাস্ট ব্যাটারি চার্জার বসানো হবে কয়েকটি বাস টার্মিনালে।

KMC machines to replace manual cleaning of drains

In a move sure to bring cheer to both workers and activists, Kolkata Municipal Corporation (KMC) has decided to pumps and other machinery in order to do away with the manual cleaning of drains.

Trinamool Congress has always been vociferous about abolishing manual scavenging, and this move would add to that effort.

Several of the machines required for cleaning the underground sewage pipelines have already been bought. According to the mayor, the KMC wants to start the cleaning process well before monsoon.

ড্রেন পরিষ্কার করতে এবার যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা

ড্রেন পরিষ্কার করতে এবার থেকে পাম্প ও অন্যান্য যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা। এবার থেকে আর কর্মীদের ড্রেন পরিষ্কার করতে হবে না।

তৃণমূল কংগ্রেস চিরকালই মানুষের মাধ্যমে নালা পরিষ্কার করানোর (যাকে বলা হয় ম্যানুয়াল স্ক্যাভেনজিং) বিরোধী, এই উদ্যোগের ফলে সেই লক্ষ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া যাবে।

ভূগর্ভস্থ পাইপলাইনের ময়লা পরিষ্কার করতে প্রয়োজনীয় যন্ত্রের বেশীর ভাগ কেনা হয়ে গেছে। কলকাতার মহানাগরিক জানিয়েছেন আগামী বর্ষার আগেই এই কাজ শুরু হয়ে যাবে।

Source: The Statesman

Key MoUs signed in education sector at BGBS 2018

The Bengal Global Business Summit (BGBS) 2018 witnessed some major MoUs in the Education sector on Wednesday, with Jadavpur University alone signing three MoUs with three leading foreign universities for collaborative research and education.

Three MoUs have been signed with Edinburgh University, University of Exeter in UK and Eötvös Loránd University of Hungary. It may be mentioned that JU has been doing joint research projects with Edinburgh University (EU) and the university’s School of Oceanography has been working in collaboration with EU.

Chief Minister Mamata Banerjee announced at the summit that her government is providing 5 acres of land each to both JU and Calcutta University at New Town. Presidency University also signed an MoU with Edinburgh University at the summit for collaboration in higher education and life sciences.

শিক্ষা ক্ষেত্রে একগুচ্ছ মৌ বিদেশী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে

বিনিয়োগের মঞ্চে শিল্প-বাণিজ্যের সঙ্গে সমান গুরুত্ব পেল শিক্ষাও৷ দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে রাজ্যের তিন শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা, যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্লেনারি সেশনের শেষে ছিল মৌ স্বাক্ষর পর্ব৷ সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষকেন্দ্র গড়ার জন্য আরও পাঁচ একর করে জমি দেওয়া হবে৷ রাজারহাটে সেই জমিতে দুই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ে উঠবে৷ এ দিনই বিভিন্ন বিষয়ে একাধিক মৌ স্বাক্ষর করে যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও৷

এই মৌয়ের ফলে পড়ুয়া ও গবেষকদের মানোন্নয়নের জন্য বিদেশের নামজাদা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে এখানকার বিশ্ববিদ্যালয়গুলি৷ কিছুদিন আগেই কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে গবেষণা খাতে একশো কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷

বাণিজ্য সম্মেলনের শেষ পর্বে রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, যাদবপুর ও প্রেসিডেন্সি, এই দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই মৌ স্বাক্ষরিত হয়েছে স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের৷ জীবনবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের৷ এর পাশাপাশি হাঙ্গেরির লোরান্দ বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের এক্সিটার বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও মৌ স্বাক্ষর হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের৷ ডিজিট্যাল হিউম্যানিটি বিষয়ে এক্সিটার ও যাদবপুর একসঙ্গে কাজ করবে৷ এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসাবে আগেই যুক্ত রয়েছেন যাদবপুরের উপাচার্য৷

কলা বিভাগের পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য লোরান্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর৷ মূলত ইলেকট্রিক্যাল, মেটালার্জি ও মেকানিক্যাল শাখার পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই মৌ হয়েছে৷

এর ফলে এখানকার পড়ুয়ারা সুপারভাইজার হিসাবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবে৷ পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের মিলিত উদ্যোগে গবেষকদের জন্য যৌথ কর্মশালা, সেমিনারেরও আয়োজন হবে৷

 

Joint venture set to boost industrial and logistics parks in Bengal

Embassy Industrial Parks is entering a joint venture (JV) with Warbug Pincus and Embassy Group, that have partnered with PATTON Group of Kolkata to develop industrial and logistics parks in the state.

Embassy Industrial Parks has committed to invest Rs 1,000 crore in industrial and logistics parks in Bengal. A senior official of PATTON Group said that there will be phase-wise investment on a 1.1 million sq feet area in 50 acres of land of PATTON, with investment of Rs 400 crore.

Embassy and PATTON will explore more opportunities to develop industrial and logistics parks in the state.

State Urban Development Minister said that the state is eyeing investment in the logistics sector in a big way and will be laying special emphasis on the sector, with businessmen attending the summit expressing interest to invest in logistics.

“We do not need to take agricultural land. There are a number of factories that are lying closed. We will go for vertical expansion at these places and set up godowns and warehouses,” he added.

It may be mentioned that a new policy on Logistics Park Development and Promotion was announced at the summit.

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়বে প্যাটন-এমব্যাসি গ্রুপ

রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং লজিস্টিক পার্ক গড়ে তুলবে প্যাটন গ্রুপ। চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের মঞ্চে বেঙ্গালুরুর সংস্থা এমব্যাসির সঙ্গে মউ স্বাক্ষর করল কলকাতার প্যাটন গ্রুপ।

উলুবেড়িয়ার বম্বে রোড এর পাশে প্যাটন গ্রুপের ৫০ একর জমির ওপর ১১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে একটি লজিস্টিক পার্ক এবং একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রাথমিকভাবে প্রকল্পটিতে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে এই দুই গ্রুপ।

অণ্ডালে একটি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলা হবে। ইতিমধ্যেই লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান নীতি এনেছে রাজ্য সরকার।

ভারতের উত্তর পূর্বের রাজ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির প্রবেশদ্বার হিসেবে ক্রমেই গুরুত্ব বাড়ছে পশ্চিমবঙ্গের। তার সাথেই তাল মিলিয়ে বাড়ছে গুদামঘর ও পণ্য সরবরাহের চাহিদাও।ইতিমধ্যেই রাজ্যে মোট ১.১৬ কোটি বর্গফুট গুদামঘর রয়েছে। ভবিষ্যতে এর আয়তন আরও বৃদ্ধি পাবে।

Image is representative