Kolkata Police sets up ‘May I Help You’ booths to help students

Kolkata Police is always there to help school students in their times of need.

If any student is stuck in any part of the city due to traffic snarls, they or their guardians are requested to call the police at 1073 (Traffic Helpline) or 100. Kolkata Police promises to immediately help them to reach their schools on time.

Keeping in mind the examination schedules and the need for school children to reach their schools on time, Kolkata Police has set up special assistance points in the vicinity of many schools. These can also be contacted for any kind of assistance.

In a post it put up on its Facebook page, Kolkata Police has said that school children will always be a priority and so asks students and guardians to not hesitate to call up the helpline numbers or contact its special assistance units. The post assures people that ‘We are just a phone call away and ready to serve the school kids.’

Kolkata Police’s innovative campaign for road safety awareness

Kolkata Police (KP) has come up with another innovative way to reduce road accidents – using posters depicting scenes from famous films, both Bengali and Hindi, but with the original dialogues replaced with ones creating awareness about traffic safety rules.

A separate cell has been created by KP for this purpose. According to the police, such a move will draw the attention of people more quickly than just plain vanilla messages.

The bike scene from Sholay has been used well in this context – the one when the song ‘Ýeh dosti hum nahin todenge’ happens. Jai is shown saying, ‘Having fun, bro?’ to which Veeru replies, ‘Let’s try something different,’ and climbs on to Jai’s shoulder (second slide). The next scene shows a bloodied Jai lying on the ground, his head on Veeru’s lap, saying, ‘bro … paying the price of reckless driving.’

This series of posters has been posted in Twitter too. Seeing its popularity, Kolkata Police has decided to put up more such posters in the future.

Source: Sangbad Pratidin

Kolkata Police to set up one cyber crime cell in each of its 9 divisions

With the spurt in cyber crimes of various types, Kolkata Police has decided to set up a cyber crime cell in each of the nine police divisions in its jurisdiction. According to the police, there are a growing number of complaints of tech torment, especially from women.

The first two cyber crime cells have been planned to be in the Port and South Suburban divisions. Currently, there is only one such cell for the entire city – functioning from the police headquarters at Lalbazar.

The primary duty of the cyber crime cells will be to tackle trolling and provide the forensic back-up needed for investigating cyber offences. Complaints related to e-mail hacking, fake social media profiles and cheating through impersonation are common. A large number of such complaints are received from women.

On an average, around 200 cases are forwarded to the cyber crime cell at Lalbazar from the 79 police stations annually. Add to that the complaints the cell receives via emails and the social media. This year till May, the Lalbazar cell has received more than 1,700 complaints.

Last October, 86 posts had been created for tackling cyber crime. Apart from new recruits, select officers from police stations are being trained to investigate cyber offences.

 

Successful ‘Sukanyas’ to be felicitated today

After the successful completion of the first two batches of the project, Sukanya that was taken up to provide self-defence training to schoolgirls, the Bidhannagar, Barrackpore and Howrah Police

Commissionerates have now taken steps to start the third batch.
Participants of all the three commissionerates will be felicitated at a programme to be held at Howrah Sarat Sadan on March 28. They will be given certificates.

It may be mentioned that the Sukanya project for all these three commissionerates was launched in July 2017. The project was introduced in the three commissionerates after it became immensely successful in Kolkata.

It is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the initiative has provided an international platform to the girls who underwent self-defence training. Six girls had participated in the Kickboxing World Cup in 2016 held in Russia and won five gold medals, two silvers and two bronzes.

In the first phase, girl students of 26 schools in the jurisdiction of the three police commissionerates underwent training and they will be performing at the March 28.

 

 

কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে আজ

 

মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে শহরের কিছু স্কুলগুলিকে নিয়ে কলকাতা পুলিশ চালু করেছিল ‘সুকন্যা’ প্রকল্প। সেই প্রকল্পের সাফল্যের পর ২০১৭ সালে বিধাননগর, ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ২৬টি স্কুলে শুরু করা হয় এই প্রকল্প।

এই প্রকল্পের প্রথম দুই ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে শীঘ্রই। আজ হাওড়ার শরৎ সদনে এই কৃতী সুকন্যাদের সংবর্ধিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ৬ জন সুকন্যা রাশিয়ায় অনুষ্ঠিত কিক-বক্সিং বিশ্বকাপে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় তারা পাঁচটি সোনার পদক, দুটি রুপোর পদক, দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

Source: Millennium Post

Kolkata Police receives overwhelming response for ‘Project Shuddhi’

On February 8, 2018, Kolkata Police had launched Project Shuddhi, a path-breaking attempt to rehabilitate petty criminals who are also victims of substance abuse.
‘Shuddhi’ is not just another community policing tool. Most of the candidates identified under the project are involved in petty crimes owing to their addiction. Repeated arrests and imprisonment will not change their lives for the better, but a more holistic approach will. ‘Shuddhi’ gives these youth a chance to reclaim their lives and rejoin the mainstream.
For the first time in the history of Indian policing, Kolkata Police had reached out to ordinary citizens as part of this unique initiative, as a source of ‘crowd funding’, in order to raise funds for the project.
“Overwhelming support from all of you has both surprised and delighted us. Since the project’s launch, our mailbox has been flooded with requests, both from families of potential candidates and rehabilitation centres who wish to be part of the project,” Kolkata Police wrote on their Facebook page.
What moved the Kolkata Police most was the generosity of those who offered to ‘adopt’ the substance abuse victims — strangers who are presumably ‘criminals’ and belong to the lowermost rung of society, people who may not even be able to fathom the implication of the ‘help’ that they are receiving, people with a past.
“Today, as we send off our first batch of candidates to their treatment centres, we’d like to salute these sponsors, the real heroes in our fight against drug abuse and crime. With such heroes on our side, victory shall be ours” Kolkata Police wrote on their Facebook Page.

 

কলকাতা পুলিশের অভিনব উদ্যোগ ‘শুদ্ধি’

নতুন বছরের ৮ই ফেব্রুয়ারি কলকাতা পুলিশ চালু করলো তাদের অভিনব প্রকল্প ‘শুদ্ধি’। বিভিন্ন নেশায় আসক্ত হয়ে অপরাধের স্রোতে ভেসে যাওয়া লোকেদের পুনর্বাসন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পের জন্য যাদের বেছে নেওয়া হয়েছে, তারা বিভিন্ন আসক্তির জন্য ছোট খাটো অপরাধের সঙ্গে যুক্ত। বারবার গ্রেপ্তার করে তাদের জীবন কোনওভাবে বদলানো যাচ্ছে না। কলকাতা পুলিশ তাই ঠিক করেছে যে এই পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
সারা দেশে কলকাতা পুলিশই প্রথম এরকম একটা প্রচেষ্টা করছে। এই প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে সাধারন মানুষদের কাছে পৌঁছেছেন তারা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শুরু হয়েছে ‘ক্রাউড ফান্ডিং’।
জনসাধারণের বিপুল সাড়া কলকাতা পুলিশকে দিয়েছে অনুপ্রেরনা। ফেসবুকে এই প্রকল্পের ঘোষণার পর থেকে কলকাতা পুলিশের মেল বক্স ভরে গেছে অনুরোধে। রিহ্যাব সেন্টার থেকে শুরু করে সমাজের নানা শ্রেণীর মানুষ এই প্রকল্পের অংশ হতে চাইছে।
তথাকথিত অপরাধী বা নেশায় আসক্ত সমাজের প্রান্তিক মানুষদের মুলস্রোতে ফিরিয়ে আনতে এই বিপুল উৎসাহের ফলে অভিভূত কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে ধন্যবাদ বার্তাও দিয়েছে।

Kolkata Police Cyber Wing bags NASSCOM-DSCI Excellence Award

The cyber wing of Kolkata Police (KP) has received the NASSCOM-Data Security Council of India (DSCI) Excellence Award this year for ‘Capacity Building of Law Enforcement’. The award was handed over during an all-India seminar on cyber security in which police personnel from different districts were present.

As part of the application for the award, KP had put forward the cases it has handled covering different forms of cyber crime, and the equipment and technology used.

Kolkata Police also creates awareness among school students about the effect of different social networking sites and online activities on them.

 

কলকাতা পুলিশের সাইবার শাখা পেল উৎকর্ষের সম্মান

বিরল সম্মান পেল কলকাতা পুলিশের সাইবার সেল। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে ন্যাসকম-এর ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া এক্সিলেন্স পুরস্কার তুলে দেওয়া হল কলকাতা সাইবার সেলের হাতে।

সর্বভারতীয় ক্ষেত্রে সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয় গুড়গাঁওয়ে। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল এনফোর্সমেন্ট বিভাগে সেরা হয় কলকাতা পুলিশের সাইবার সেল।

খবরটি কলকাতা পুলিশ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে জানায়। সেখানে পুলিশের পক্ষ থেকে লেখা হয়: ‘সাইবার সেল আমাদের গর্বিত করেছে। কলকাতা পুলিশের সাইবার পুলিশ সেল এ বছরের ন্যাসকম-ডিএসসিআই এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ক্যাপাসিটি অফ ল এনফোর্সমেন্ট বিভাগে। গুড়গাঁওয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে এই পুরস্কার আমাদের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেশের সব রাজ্যের সাইবার সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই জাতীয় স্বীকৃতি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রেরণা জোগাবে।’

Source: Millennium Post

Image is representative 

Kolkata Police sets up Olympic-standard shooting range for public

Kolkata Police (KP) has set up a modern indoor shooting range of Olympic standard, equipped with electronic target system, for everyone’s use. It was opened to the public on November 11. This is a first-of-its-kind shooting range not only in Kolkata, but in the entire eastern India.

It is located at the Police Training School (PTS) on 247 AJC Bose Road.

According to a post on KP’s Facebook page, the shooting range has been opened with a view to promote shooting as a sport and to provide opportunity to the common people.

Specifically, as the DC (Traffic), who is in charge of the whole process, said during the opening, the primary focus is on creating world-class shooters from Bengal. Bengal has talent; Kolkata Police is just trying to give an opportunity to those talents.

Applications have to be made online. The participants are selected through a draw of lots. Till now, 600 applications have been submitted.

A nominal fee of Rs 100 is charged towards the cost of ammunition and maintenance. For those seriously interested in pursuing the sport, facility for practice is offered at Rs 200 per month.

Click here to apply (https://kolkatatrafficpolice.net/FiringSkills/Firingskills.aspx)

Source: The Times of India

 

অলিম্পিয়ান শুটার চাই, উদ্যোগী কলকাতা পুলিশ

বাংলাকে নতুন অলিম্পিয়ান শুটার দিতে অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের!

বিশ্বমানের শুটিং রেঞ্জ আগেই তৈরি হয়েছিল পুলিশ ট্রেনিং স্কুলে৷ যার নাম ‘মডার্ন শুটিং রেঞ্জ’৷ এবার সেটা উন্মুক্ত করা হল আম-বাঙালির জন্য৷ যাতে বাংলা থেকে উঠে আসে নতুন শুটার৷ পুরো প্রক্রিয়ার দায়িত্বে ডিসি ট্রাফিক ৷ যিনি নিজে আবার জাতীয়স্তরের পিস্তল শুটারও৷

মাত্র কদিন আগে পুলিশের ফেসবুক পেজে বিজ্ঞাপন দেওয়ার পর সাড়া পড়ে যায়৷ আবেদন করেছেন প্রচুর মানুষ শুটিং করার জন্য৷ কলকাতায় শুটিংয়ের কয়েকটা অ্যাকাডেমি রয়েছে৷ কিন্ত্ত খরচ এত বেশি যে, ইচ্ছে থাকলেও শুটিং ইভেন্টের দিকে পা বাড়াতে পারেন না অনেকেই৷ পুলিশের এই উদ্যোগে তারও সমাধান রয়েছে৷ যাঁরা শুটিং প্র্যাক্টিস করবেন, তাঁদের মাসিক ২০০ টাকা চাঁদা দিতে হবে৷

ভারতে দিল্লি সহ আরও অনেক জায়গাতেই পুলিশের এমন শুটিং রেঞ্জ আছে৷ যেখানে সাধারণ মানুষরাও শুটিং প্র্যাক্টিস করেন৷ কলকাতায় প্রথম৷

পুলিশের মানবিক মুখ অনেক দেখেছে রাজ্য৷ খেলোয়াড়ী-উদ্যোগ এই প্রথম!

primary education

Smart classroom for street children

On the occasion of Children’s Day on November 14, a smart classroom was inaugurated under the Nabadisha school project of Kolkata Police. It is located in the already existing classroom for footpath children adjacent to the Tollygunge police station.

It was inaugurated by the School Education and Higher Education Minister. He said that the Chinese consulate in Kolkata has extended support in setting up the smart classroom.

He also said that the State Government has taken a lot of initiatives for footpath-dwellers, like setting up night shelters and opening schools.

Source: Millennium Post

পথশিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম উপহার রাজ্যের

১৪ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে পথশিশুদের স্মার্ট ক্লাসরুম উপহার দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের নবদিশা স্কুল প্রকল্পের অন্তর্গত টালিগঞ্জ ফাঁড়ির পাশে পথশিশুদের জন্য যে ক্লাসরুম আছে, সেখানেই উদ্বোধন হল এই স্মার্ট ক্লাসরুম।

এই ক্লাসরুমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। তিনি জানান এই ক্লাসরুম তৈরিতে চীনের কন্স্যুলেট সাহায্য করেছে। তিনি আরও বলেন, নাইট শেল্টার খোলা থেকে শুরু করে স্কুল খোলা, ফুটপাথবাসীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে সরকার।

After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.

During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.

During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.

The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.

The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.

 

আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ

দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।

কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”

এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।

Source: Millennium Post

Dear Boys: An initiative by Kolkata police on respecting women

Kolkata Police has launched an initiative named ‘Dear Boys’ to educate teenage school boys – from class IX to XII in 20 schools – in showing respect to women.

The project is directed at teenage boys especially because it is pertinent to realise at a young age that women too are humans with every right to stay out for as long as they want to, wear what they wish to – and everyone must respect that.

Boys who inculcate these values in them will grow up into sensitive and responsible men, and will not be unnecessarily judgmental about women’s choices.

Kolkata Police is conducting this campaign also through posts on its Facebook page. The initiative has found support on social media with many users welcoming the move and giving valuable suggestions.

 

ডিয়ার বয়েজঃ কলকাতা পুলিশের নবতম উদ্যোগ

কিশোর বয়সেই যাতে ছেলেরা মহিলাদের সম্মান করতে শেখে তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ নিয়েছে এক অভিনব উদ্যোগ। স্কুলপড়ুয়া কিশোরদের প্রশিক্ষণ দেবে পুলিশ যাতে তারা মহিলাদের সম্মান জানাতে শেখে। ২০টি স্কুলের ক্লাস ৯ থেকে ১২ এর ছাত্রদের মধ্যে মহিলাদের প্রতি সম্মানবোধ জাগিয়ে তুলতে দেওয়া হবে প্রশিক্ষণ।

এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ডিয়ার বয়েজ’। কিশোর বয়সেই ছেলেদের নারীর প্রতি সম্মানের ব্যাপারে অবগত করানোই উদ্দেশ্য এই উদ্যোগের। বড় হয়ে এই ছাত্ররা যাতে দায়িত্ববান পুরুষ হতে পারে, তাই নিশ্চিত করবে কলকাতা পুলিশ।

এর উদ্যোগকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে বাহবা জানিয়েছে।

Source: inuth.com