Trinamool Congress turns 20 – Looking back at the journey

It is now 20 years since All India Trinamool Congress was formed. From a small regional party in 1998, when it was formed under the leadership of the firebrand leader, Mamata Banerjee, Trinamool Congress is now a force to reckon with in national politics.

Over these 20 years, there have been numerous memorable moments, and it would not be a feasible idea to list all of them here. However, let us take a look at 20 crucial events along the timeline of 20 years, events which have proved to all and sundry that Trinamool Congress always strives to serve the common people, come hell or high weather.
1. Formation of the party

Trinamool Congress was founded on January 1, 1998, and Mamata Banerjee was chosen as the leader of the party. In that year too, the party fought the general elections for the first time and significantly, won eight seats in the Lok Sabha from Bengal.

2. Railways Minister

After the 1999 general election, Mamata Banerjee became the Union Railways Minister, which she remained till 2001.

3. Winning the Kolkata Municipal Corporation (KMC)

In 2000, Trinamool Congress fought in the election for the Kolkata Municipal Corporation for the first time, and won overwhelmingly. For the first time, the Kolkata Mayor was a Trinamool candidate.

4. First Assembly elections

In 2001, Trinamool Congress fought the State Assembly election for the first time, and won in 60 seats.

5. Keshpur and Garbeta massacres

On January 4, 2001, Trinamool workers were massacred in Chhoto Angariya by the workers of CPI(M).

6. Jago Bangla

In 2004, the official mouthpiece of All India Trinamool Congress, Jago Bangla was first published. It is a weekly publication.

7. Singur Movement

In 2006, the then State Government forcibly acquired 1,000 acres of prime farmland from farmers in Singur for a car factory. Trinamool Congress, led by Mamata Banerjee, started a huge movement to compel the government to return the plots to the unwilling farmers.

8. 26-day hunger strike

Trinamool Congress Chairperson Mamata Banerjee undertook a hunger strike, which lasted for 26 days, against the forcible acquisition of 1,000 acres of farmland in Singur for a car factory by Tata Motors.

9. Nandigram Movement

In a re-run of Singur, in 2007 in Nandigram, the then State Government, tried to forcibly acquire agricultural land. A movement built up, again led by Trinamool Congress. On March 14 of that year, police fired indiscriminately on protesters, killing 14 people.

10. Panchayat election win

In the 2008 Panchayat election, Trinamool Congress put up a great show, forming the Zilla Parishad in East Midnapore and South 24 Parganas districts.

11. Lok Sabha win

In the 2009 general elections, Trinamool Congress won 19 of the 42 Lok Sabha seats from Bengal.

12. Second KMC win

In 2010, Trinamool Congress won the Kolkata Municipal Corporation for a second time, winning handsomely.

13. Assembly election win

In 2011, Trinamool Congress won a historic Assembly election, bringing to an end 34 years of Left Front rule. It formed the first Ma-Mati-Manush Government in Bengal under the leadership of Mamata Banerjee.

14. Decimation of Left in Panchayat polls

In 2013, Trinamool Congress won 13 out of 17 Zila Parishads in the State, decimating the Left Front completely.

15. Winning majority of the seats in Lok Sabha from Bengal

Achieving another milestone, in 2014, Trinamool Congress won 34 of the 42 seats in the Lok Sabha election, which is currently the fourth highest in the Lok Sabha.

16. 33% female MPs in Lok Sabha

In the 2014 election for the Lok Sabha, Trinamool Congress hit another milestone – 12 women became Members of Parliament (MP).

17. Victory in Municipal polls

In 2015, Trinamool Congress retained the Kolkata Municipal Corporation, as well as winning 77 other civic body elections. Trinamool Congress has thus proved its name – ‘trinamool’ means ‘grassroots’ – as it now has holds power in the majority of elected bodies in Bengal at all levels, and has brought about a golden reign of governance.

18. Second Assembly win

In 2016, Trinamool Congress won the Assembly election for a second consecutive time, this time more overwhelmingly than ever. The party, under the strident leadership of Mamata Banerjee, won 211 of the 294 seats, decimating the opposition with the power of the people. Mamata Banerjee became the Chief Minister for a second consecutive term.

19. Singur land returned

After the historic judgment by Supreme Court on August 31, 2006, the land acquisition at Singur was termed unconstitutional. Fulfilling her promise, Mamata Banerjee returned the land deeds to farmers in Singur in September.

20. National party

In recognition of the growing influence that Trinamool Congress is having in national politics, in 2016, the Election Commission recognised the party as a national party. Trinamool Congress thus became the seventh national party.

 

২০ বছরের স্মৃতি রোমন্থন

দেখতে দেখতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২০ বছর পেরিয়ে গেল। অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকাপাকি ভাবে তৈরী করে নিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, বিগত সাড়ে ছয় বছর ধরে বাংলার শাসনভারে গ্রহণ করে মা,মাটি, মানুষের সেবায় নিমজ্জিত তৃণমূল। বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, প্রায় নিজের জন্মলগ্ন থেকেই।

২০ বছরে এই দলের ইতিহাসে আছে অগণিত স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক সেরকমই ২০টি অবিস্মরণীয় মুহূর্ত।

১. দল গঠন

১৯৯৮ সালের ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলটি তৈরী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী নির্বাচিত হন। প্রথম বার লোকসভা ভোটে অংশ নিয়ে ৮টি আসনে জয়লাভ করে এই দল।

২. রেল মন্ত্রীত্ব

১৯৯৯ সালের পুনরায় লোকসভা নির্বাচন হয়। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেল মন্ত্রী হন, তিনি ২০০১ সাল পর্যন্ত রেল মন্ত্রী ছিলেন।

৩. কলকাতা পুরসভা জয়

২০০০ সালে কলকাতা পুরসভা ভোটে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। এই প্রথম কলকাতার মহানাগরিক হন এক তৃণমূল সদস্য।

৪. প্রথম বিধানসভা ভোট

২০০১ সালে প্রথমবার তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে অংশগ্রহণ করে ও ৬০টি আসনে বিজয়ী ঘোষিত হয়।

৫. কেশপুর ও গড়বেতার নারকীয় হত্যাকান্ড

২০০১ সালের ৪ঠা জানুয়ারী মেদিনীপুর জেলার ছোট আঙারিয়ায় তৃণমূল কর্মীদের কুপিয়ে খুন করে হার্মাদরা।

৬. জাগো বাংলা

২০০৪ সালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’ প্রথম প্রকাশিত হয়। এটি একটি সাপ্তাহিক পত্রিকা।

৭. সিঙ্গুর আন্দোলন

২০০৬ সালে টাটা কোম্পানির গাড়ির কারখানা তৈরীর জন্য সিঙ্গুরের ১০০০ একর জমি বলপূর্বক অধিগ্রহণ করে নেয় তৎকালীন সরকার। অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবীতে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৮. ২৬ দিনের অনশন

সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের স্বার্থে এবং গ্রামবাসীদের ওপর সিপিএম হার্মাদবাহিনীর নারকীয় অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী ধর্মতলায় অনির্দিষ্টকালীন অনশন শুরু করেন। ২৬ দিন পর, মাননীয় রাজ্যপাল ও বিদ্বজ্জনদের অনুরোধে অনশন প্রত্যাহার করেন তিনি।

৯. নন্দীগ্রাম আন্দোলন

সিঙ্গুরের মতো নন্দীগ্রামেও বেসরকারি কেমিক্যাল হাব তৈরী করার জন্য অনিচ্ছুক কৃষকদের থেকে বলপূর্বক জমি ছিনিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করে তৎকালীন সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় আন্দোলন। ১৪ই মার্চ ২০০৭ সালে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে (সরকারি হিসেবে) ১৪ জন গ্রামবাসীর প্রাণ কেড়ে নেয়।

১০. পঞ্চায়েত জয়

২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিয়ে সারা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ব্যাপক ফল করে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ দখল করে তৃণমূল।

১১. লোকসভায় জয়

২০০৯ সালে বামবিদায়ের ঘন্টা বাজিয়ে লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে তৃণমূল। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে বিজয়ী হয়।

১২. পুরসভা জয়

২০১০ সালে বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় কলকাতা পুরসভা দখল করে তৃণমূল কংগ্রেস।

১৩. বিধানসভা জয়

৩৪ বছরের অপশাসন ঘুচিয়ে, বাম সরকারকে পর্যুদস্ত করে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার বাংলার শাসনভার গ্রহণ করে।

১৪. জেলা পরিষদ জয়

২০১৩ সালে বামেদের কার্যত নিশ্চিহ্ন করে দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ১৩টি জেলা পরিষদ জয় করে তৃণমূল কংগ্রেস।

১৫. লোকসভা নির্বাচনে বিপুল জয়

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। দেশের চতুর্থ বৃহত্তম দল হিসেবে উঠে আসে তৃণমূল।

১৬. ৩৩ শতাংশ মহিলা সাংসদ

২০১৪ সালের তৃণমূলের নির্বাচিত লোকসভার সাংসদদের মধ্যে ৩৩ শতাংশ মহিলা সাংসদ। সংসদে মহিলা সংরক্ষণ বিল বহু বছর ধরে আটকে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন ইচ্ছে থাকলে উপায় হয়।

১৭. পুরসভা জয়

২০১৫ সালে কলকাতা পুরসভা সহ রাজ্যের ৭৮টি পুরসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১৮. দ্বিতীয়বার বিধানসভা জয়

২০১৬ সালে ২৯৪ আসনের মধ্যে ২১১ আসন জিতে দ্বিতীয় বারের জন্য বাংলার শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

১৯. সিঙ্গুরে জমি ফেরত

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ আগস্ট, ২০১৬ তে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে সিঙ্গুরের জমি অধিগ্রহণকে অসাংবিধানিক আখ্যা দেয়। এরপর মমতা ববন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেন। সিঙ্গুর ফিরে আসে শস্যের ভাণ্ডারে।

২০. সর্বভারতীয় দলের স্বীকৃতি

২০১৬ সালে দেশের সপ্তম সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় তৃণমূল কংগ্রেস।

 

KMC to set up its first day-care school for girls

For the first time, Kolkata Municipal Corporation (KMC) is going to open a day-care school for girls.

The primary reason for opening this school is to take better care of the children from low-income families, where both the parents have to go out to work every day, and who make up the greater number of children attending the KMC-run schools.

The school is being built on Kashiswar Chatterjee Lane in Cossipore, which falls within ward number 1. It will start at 8 AM and get over at 5 PM. Besides studies, the school will also take care that the children get adequate time to play, get meals, etc.

KMC has plans to start similar schools in south and central Kolkata, Behala, Jadavpur and other areas.

 

Source: Bartaman

 

 

মেয়েদের জন্য এই প্রথম ডে-কেয়ার স্কুল খুলছে পুরসভা

মেয়েদের জন্য এই প্রথম একটি ডে কেয়ার স্কুল খুলছে কলকাতা পুরসভা। প্রতিদিন এই স্কুল খুলবে সকাল ৮টায়। অভিভাবকরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের সকালেই স্কুলে পাঠাতে পারবেন। ছুটি হবে বিকেল ৫টায়।

এই সময়ের মধ্যে পড়াশুনো তো বটেই, সেইসঙ্গে খাওয়া-দাওয়া, খেলাধুলো ইত্যাদি শিশুর বিকাশের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থাই থাকবে। কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ৪/১এ, কাশীশ্বর চ্যাটার্জি লেনে পুরসভার এই বিদ্যালয়টি গড়ে উঠছে। এলাকা চিহ্নিত করে পাঁচিল দেওয়ার কাজ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে বিদ্যালয়ের ভবন তৈরির কাজ।

পুরসভার বিদ্যালয়গুলিতে সাধারণত শহরের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সকাল থেকে বাবা-মা রুজির টানে বেরিয়ে পড়েছেন। ফলে সেই সময়টায় শিশুর দেখভালের কেউ থাকে না। সুযোগ দিতে পারলে এরকম অনেক স্কুলবিমুখ শিশুকে পড়াশুনোয় আগ্রহী করে তোলা যেতে পারে।

পুরসভার এই উদ্যোগ যদি সাফল্য পায়, তাহলে দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং বেহালা, যাদবপুরের মতো সংযুক্ত পুর-এলাকাতেও এই ধরনের ডে কেয়ার স্কুল গড়ার কথা ভাববে পুরসভা।

Source: Bartaman

KMC project for converting garbage to biogas and organic fertilizers

Kolkata Municipal Corporation (KMC) has decided to take up a project to make biogas and organic fertilizers from the tons of garbage it collects daily.

Biogas is a source of cheap fuel while organic fertilizers are environment-friendly.

The project would start as a pilot project, with the garbage to be collected from some of the bigger dumps like the ones at Jodhpur Park, Lansdowne Market and a few others. The infrastructure for the conversion of the garbage would be set up at Dhapa, the site of Kolkata’s dumping ground.

To get the project off the ground would cost Rs 5 crore approximately, the first tranche of which has already been released.

Daily, almost 4,500 metric tonnes of garbage is generated in the area under KMC, with almost 20 per cent being generated in the various markets.

Source: Ebela

 

জঞ্জাল থেকে বায়ো গ্যাস ও জৈব সার

শহরের বাজারের জঞ্জাল থেকেই এবার বায়ো গ্যাস ও জৈব সার তৈরির পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। জঞ্জাল থেকে উৎপন্ন বায়ো গ্যাস পুরসভার ছোট গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেমনই জৈব সারের বাণিজ্যিক বিপণনও করা হবে। যোধপুর পার্ক, ল্যান্সডাউন মার্কেটের মতো কয়েকটি বাজারের ক্ষেত্রে এই পাইলট প্রজেক্ট গ্রহণ করা হবে।

শহরে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন জঞ্জাল উৎপন্ন হয়। ওই জঞ্জালের প্রায় ২০ শতাংশই বাজার এলাকার জঞ্জাল। প্রায় পাঁচ কোটি টাকার ওই প্রকল্পের প্রথম পর্যায়ের অর্থও পুর দপ্তরের তরফে বরাদ্দ করা হয়েছে। তাঁর পরেই প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের প্রাথমিক ধাপ হিসেবে পরিষদের বৈঠকে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

বায়ো গ্যাস ও জৈব সার উৎপাদনের জন্য বাজারের সংগৃহীত জঞ্জালের প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে ধাপাতেই।

KMC to build ‘resting places’ for commuters

Kolkata Municipal Corporation (KMC) has come up with a plan to build ‘resting places’ for commuters and travellers, in collaboration with private companies on a PPP mode.

Fifty spots have been identified in the southern and western areas of Kolkata – Behala and Garden Reach among them – for building these resting places in the jurisdiction of KMC. Each place would have seating arrangements as well as bathroom facilities.

The maintenance of these places would be in the hands of the private collaborator. Advertisements would pay for the cost of maintenance.

Source: Aajkal

 

যাত্রী প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার

বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যাত্রী প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনা কলকাতা পুরসভার।

পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (‌পিপিপি) মডেলে বেহালা–সহ দক্ষিণ কলকাতায় তৈরি করা হবে এই যাত্রী প্রতীক্ষালয়।

পুরসভা সূত্রের খবর, বেহালা, গার্ডেনরিচ–সহ দক্ষিণ কলকাতায় ৫০টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে মাথা ঢাকা সুদৃশ্য যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হবে। থাকবে যাত্রীদের বসার জায়গা।

এ জন্য দরপত্র দেওয়া হবে। দরপত্রের ভিত্তিতে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে সেই সংস্থার ওপর। বিজ্ঞাপনের মাধ্যমে ওই সংস্থা খরচ চালাতে সক্ষম হবে।

 

KMC to renovate Kalighat temple area

The precincts of Kalighat Temple, one of the major pilgrimage sites, are going to be renovated. Based on Chief Minister Mamata Banerjee’s instructions, the Kolkata Municipal Corporation (KMC) will be undertaking this work soon. KMC will keep in mind the basic structure of the heritage temple, which will remain unchanged while the renovation work is carried out.

This was decided during a meeting held recently at Nabanna. At a press conference following the meeting, the Chief Minister said, “KMC has been asked to present detailed project reports on various aspects of the renovation work to the State Government by August 31. After that, further meetings would be held to finalise the work”.

The proposed improvements include widening of the entry and exit roads to the temple and the building of multiple entry gates. The shops around the temple would also be given a new look. The KMC project reports for the renovation would take into account the work carried out at the Dakshineswar Temple by the State Government. 

A lot of tourists and pilgrims from the country and abroad visit the Kalighat Temple, especially on Puja days and festivals. Hence, the State Government’s decision for an elaborate revamp the temple premises.

 

কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কালীঘাট মন্দির চত্বরের সংস্কার করবে কলকাতা পুরসভা। এই নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ।

কালীঘাট মন্দিরের মূল কাঠামো বজায় রেখেই সংস্কার করবে কলকাতা পুরসভা। সেই কাজ ঠিক করতে কলকাতা পুরসভাকে একাধিক প্রকল্প রিপোর্ট তৈরী করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৩১ আগস্টের মধ্যে কলকাতা পুরসভাকে ওই রিপোর্ট সরকারকে জমা দিতে বলা হয়েছে। তার পরে ফের বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

মন্দির চত্বরে ঢোকা ও বেরোনোর রাস্তা প্রশস্ত করা হবে। দক্ষিণেশ্বরের কথা মাথায় রেখে কলকাতা পুরসভা উন্নয়নের রূপরেখা তৈরী করবে। একাধিক প্রবেশদ্বার তৈরী করা হবে। দোকানগুলিকেও সাজানো হবে। সবটাই নির্ভর করবে পুরসভার নকশার উপরে।

দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। তাই এই চত্বর সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

 

KMC’s first blood bank coming up in south Kolkata

Kolkata Municipal Corporation (KMC) is setting up its first blood bank – to be located in south Kolkata, at 242 Kalighat Road.

Councillors of all wards of the corporation organise blood donation camps all through the year. Now these blood units would be stored at the new blood bank, the advantage being that the units would be available at the State Government-determined rates, which are lower at those at private hospitals and blood banks.

The chemical treatments required for proper storage of the blood and blood components would be carried out at private hospitals KMC would tie up with.

This step is meant to help not only the city residents but people from all over the State, especially the poor, who cannot afford high prices.

 

দক্ষিণ কলকাতায় প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করবে কলকাতা পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করতে চলেছে কলকাতা পুরসভা । দক্ষিণ কলকাতার ২৪২,কালীঘাট রোডে ব্লাড ব্যাঙ্কটি তৈরী করা হবে।

এর আগে কলকাতা পুরসভার কোনও ব্লাড ব্যাঙ্ক ছিল না। সংগৃহীত রক্ত সংরক্ষণের জন্য যে সমস্ত প্রক্রিয়াকরণের প্রয়োজন হয় তার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে এই কাজ করা হবে।

কলকাতা পুরসভার সব ওয়ার্ডের কাউন্সিলররাই প্রতি বছর বিভিন্ন সময়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকেন। সেই সমস্ত সংগৃহিত রক্তই জমা করা হবে পুরসভার তৈরী করা ব্লাড ব্যাঙ্কে।

এর ফলে শহরের বেসরকারী ব্লাড ব্যাঙ্কগুলিতে যে অৰ্থের বিনিময়ে রক্ত দেওয়া হয় ,তার থেকে কম দামে ,অথাৎ সরকারি দামে এখান থেকে রক্ত দেওয়া হবে।

আলো ,রাস্তা ,নিকাশি এবং জল সরবরাহ পরিষেবার মতোই ব্লাড ব্যাঙ্ক পরিষেবাও কলকাতা পুরসভার একটি বাড়তি পরিষেবা। কলকাতা পুরসভার অন্তর্গত বাসিন্দারা এর ফলে যেমন উপকৃত হবেন ,তেমনই দূর -দূরান্ত থেকে আসা মানুষজনও এর দ্বারা উপকৃত হবেন।

কলকাতায় ব্লাড ব্যাঙ্কের চাহিদা রয়েছে। গরিব, মধ্যবিত্ত মানুষদের পরিষেবা দেওয়ার মতো স্বার্থের কথা ভেবেই এই প্রথম কলকাতা পুরসভা ব্লাড ব্যাঙ্ক তৈরী করার প্রয়াস নিয়েছে।