Construction of Kolkata Eye to start early next year

Construction of the landmark Kolkata Eye, a giant ferris wheel, is to start early next year, at the Millennium Park on the bank of the river Hooghly in Kolkata.

This is a dream project of Chief Minister Mamata Banerjee, who had conceived of the idea after her London business visit a few years back. Global tenders for the project will be opened on December 11.

The Kolkata Eye, modeled on the famous London Eye on the river Thames, will be like a giant vertical merry-go-round, with capsules located at the ends of the spokes of the ferris wheel for people to get into and enjoy exhilarating bird’s-eye views of both Kolkata and parts of Howrah, on the other side of the river. Each rotation would take 45 minutes.

The wheel would be 135 metres (m) in height and the total width of the structure (including the area around it) 120 m. A cafeteria would also come up on the site.

The giant wheel is expected to become a major tourist attraction not just in Kolkata, but in the whole country, as no other place in India has such a tourist attraction.

 

কলকাতা আই-এর কাজ শুরু নতুন বছর থেকেই

নতুন বছরে শুরু হতে চলেছে মিলেনিয়াম পার্কে ‘‌কলকাতা আই’–‌‌এর কাজ। দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শেষ হয়েছে। এ কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

বিধানসভায় মন্ত্রী জানান, এই প্রকল্প রূপায়ণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। ৯ ডিসেম্বর বিশ্ব দরপত্র ডাকা শুরু হবে। ১১ ডিসেম্বর দরপত্র খোলা হবে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হবে কলকাতা আই।

প্রসঙ্গত, লন্ডন আইয়ের আদলে তৈরি হবে কলকাতা আই। এর উচ্চতা হবে ১৩৫ মিটার। ১২০ মিটার চওড়া। মিলেনিয়াম পার্কে ওই জায়ান্ট হুইল তৈরি করা হবে। একবার ঘুরতে সময় লাগবে ৪৫ মিনিট। যেখান থেকে পুরো কলকাতা শহরকে দেখা যাবে। থাকবে বিনোদন পার্ক, ক্যাফেটেরিয়া। শহরবাসীর কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে এটি।

আশা করা হচ্ছে, ২৪ মাসের মধ্যে কলকাতা আই নির্মাণের কাজ শেষ করে ফেলা যাবে।‌‌‌

 

Source: Aajkal