Wipro to go for major expansion in Bangla

Indian tech major Wipro has been allotted 50 acres at the Silicon Valley Hub in New Town by the Bangla Government, announced Chief Minister Mamata Banerjee recently.

This would enable the company to go in for a major expansion, generating job opportunities for 10,000 people.

Earlier, the Trinamool Congress Government had allotted 50 acres to Infosys too, which project would generate employment for a total of 1,000 engineers when complete. The company is investing Rs 100 crore in the project.

Source: The Statesman

Four-fold jump in infrastructure development budget since 2011: Bengal CM

In a bid to ensure overall development of the state, the Mamata Banerjee government has increased the expenditure for developing physical infrastructure “four-fold”, since 2011.

The Chief Minister tweeted on Sunday: “Infrastructure development is going on in a rapid pace in Bengal. In fact, expenditure on physical infrastructure in the state has increased almost 4-fold since 2011.”

Giving detailed information on the expenditure carried out by her government, the Chief Minister stated in the tweet: “Recently, new infrastructure projects including flyovers, rural and urban drinking water, roads and bridges, power, affordable housing, irrigation etc worth Rs 18,000 crore, have been sanctioned by our government.”

She also tweeted: “This is in addition to the Rs 25,755 crore budgetary allocation for capital expenditure, for the current financial year. These will open up huge investment opportunities and generate employment in the state.”

After coming to power, Mamata Banerjee had given equal stress on the development of both the rural and urban parts of the state. Development of roads and bridges has ensured better connectivity between different parts of the state.

 

Bengal Govt to prepare database of steps taken to end bonded labour

The State Labour Department has taken up an initiative to prepare a database containing detailed information about the steps taken to abolish bonded labour in the state. It will also contain information related to the initiatives taken to extend total support to such labourers who were rescued at different times.

According to a departmental official, data from all the districts will be compiled at the department’s headquarters. A day-long workshop will also be held, in collaboration with the National Human Rights Commission (NHRC), on elimination of bonded labour. It will be attended by senior representatives of NHRC and all concerned officials of the State Government, including those involved in the work of abolishing bonded labour in districts.

There is one vigilance committee in every district headed by district magistrate to carry out the work of abolishing bonded labour and maintain strict vigil. Initiatives including helping them to get proper rehabilitation and at the same time, getting them enrolled with employment schemes and opening of bank accounts are taken.

 

Source: Millennium Post

Swarojgar Corporation will develop 76 villages as model villages

To make people of rural regions self-sufficient, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL) has decided to develop 76 villages across the State as model villages. The villages have been selected in such a way that two each have been chosen from 38 subdivisions, across 11 districts.

In collaboration with various departments, Swarojgar Corporation will undertake various developmental projects in these villages like cultivation of fish, digging of ponds, animal husbandry, and others.

As it is, unemployed youths across the State are given loans under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa. Under this new project, rural youth would be given a certain preference. They would be given, free of cost, fish, chicken and duck hatchlings, and cows, buffaloes and goats. Taking up animal husbandry would enable rural youths to earn Rs 8,000 to Rs 10,000 per month, according to Government officials.

Based on the results from these 76 villages, such coordinated inter-departmental activities would be undertaken across many more villages.

According to WBSCL officials, as a result of this project, thousands of youth will find self-employment. The 11 districts to be covered in the first phase are North 24 Parganas, South 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Howrah, Hooghly, Nadia, Murshidabad, Jhargram, Purulia and Paschim Medinipur. Nine more districts have been planned to be covered next year.

Soon after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee had made self-employment for the jobless one of her priorities, and the State Government’s efforts have been bearing positive results.

From giving stipends to the jobless to set up business to setting an Employment Bank to giving loans under Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa to various other projects, the developments have been numerous and far-reaching.

 

Source: Bartaman

Developmental policies creating more and more employment opportunities in Bengal

The Trinamool Congress Government has always tried to give the people of the state a safe and secure life. One of the ingredients for this is sustainable income.

With development in various fields, most people in the state have some sort of sustainable income. The government is trying its best to bring the fruits of development to every corner of the state.

During financial year (FY) 2017-18, despite the cruel effects of demonetisation and GST, Bengal has been able to create employment opportunities for 8.92 lakh people; and most of the job creation has been the result of the positive policies of the State Government rather than due to any help from the Centre.

Also, according to State Government data, during the first six-and-a-half years of Trinamool Congress, 81 lakh jobs were created. The jobs include not only direct government jobs but also those created through the setting up of micro, small and medium enterprises (MSME). In fact, as acknowledged by the Central Government itself, Bengal is the leading state in terms of generating income and employment through MSMEs.

According to official records, more than 27,700 MSMEs have been able to provide employment to 1.7 lakh people. Keeping on the subject of small scale industries, the state has provided training in handloom to 16,940 people, which included both weavers and their assistants. A result of these activities has been the creation of 60 lakh person-days.
Due to the Gatidhara Scheme, which provides loans to youths to buy vehicles for commercial use, be it taxis or mini trucks or anything else, another approximately 10,000 people have got employment.

Another important fact to remember is that, if there was no debt that the state had to repay the Centre (a result of the 34-year-rule of the Left Front) and the Central Government contributed more funds for the jointly-implementable schemes instead of reducing its shares, the State Government would have been able to spare more money for more number of jobs and for creating employment opportunities.

Another laudable move in this respect was the creation, on July 26, 2012, of an Employment Bank, and where job-seekers can notify their names online too. The exchange serves as a bridge between employment seekers and employment providers. More than 10 lakh people across the state have found employment in this way.
It is from this list that people have been selected, on need basis, for the Yuvashree Scheme, wherein sustenance stipend is paid to those not yet employed.

Now, the government has decided to recruit 13,000 people in the police force and related jobs, and it is actively pursuing its implementation. This decision was approved by the State Cabinet on March 23.

 

উন্নয়নেই কর্মসংস্থান বাড়ছে রাজ্যে

সারা বছর ধরেই বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে চলেছে রাজ্য সরকার। এই কারণে বছরের বিভিন্ন সময় সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত কর্মকাণ্ডের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে বছরভর উন্নয়নজজ্ঞের ফলেই এতো কর্মসংস্থান।

২০১৭-১৮ আর্থিক বছরে জিএসটি এবং নোটবাতিলের ধাক্কা সত্ত্বেও রাজ্যে ৮ লক্ষ ৯২ হাজার কর্মসংস্থান হয়েছিল। এবছর এই কর্মসংস্থান কয়েকগুন বাড়বে বলে আশা করা যায়। গত সাড়ে ছয় বছরে রাজ্য সরকার প্রায় ৮১ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের চাকরি ছাড়াও বড় অংশ আছে চতুর্থ শ্রেণী। পুলিশ, বিচারবিভাগ, স্বরাষ্ট্র, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে ১৩ হাজার চাকরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

বেসরকারি ক্ষেত্রেও লক্ষ লক্ষ কর্মসংস্থানের নজির গড়েছে রাজ্যে। পাশাপাশি চাকরি থেকে ক্ষুদ্র ব্যবসা, সব ক্ষেত্রেই কাজ পেয়েছেন মানুষ। কেন্দ্রের ঋণের বোঝা না থাকলে, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ না করলে, আরও বহুগুন কর্মসংস্থান করতে সক্ষম হত সরকার।

২০১২ সালের ২৬ জুলাই ‘এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক’-এর সৃষ্টি হয়েছে, যা চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে অনলাইন ব্যবস্থায় সেতুর কাজ করছে। ১০ লক্ষেরও বেশী চাকরি প্রার্থী এই ব্যবস্থার মাধ্যমে কাজ পেয়েছে। এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকেই বাছাই করা হয়েছে ‘যুবশ্রী’। এছাড়া ২৭৭০০টিরও বেশী ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট ১৭০০০০ লোক নিয়োগ করে উদ্যোগ আধার মেমোরেন্ডাম দাখিল করেছে।

অন্যদিকে, ১৬৯৪০জন তাঁত শিল্পী ও সহকারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে ৬০ লক্ষ কর্মদিবস তৈরী হয়েছে। ১০০০০ জন যুবক যুবতী ‘গতিধারা’ প্রকল্পের আওতায় এসেছে।

Source: Sangbad Pratidin

 

Bengal Govt’s fresh initiative for the employment of urban youth

After its huge success in rural Bengal, the State Government is going to introduce the benefits of self-help groups (SHGs) in urban areas.

The Self-Help Group and Self-Employment Department, through urban cooperative banks and urban credit societies, has decided to form SHGs of seven youths each in urban areas and give them loans to start business ventures at low interest rates. A few thousand youths would benefit from this scheme.

Loans would be given at 9 per cent rate of interest. Not just that, after the entire loan is repaid to the bank, the person would be given back 7 per cent of the amount of interest paid. Hence, the effective rate of interest would be just 2 per cent.

 

 

বেকার যুবকদের ব্যবসার জন্যে লোন দেবে রাজ্য সরকার

 

এবার শহরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আরও এক নতুন প্রকল্প হাতে নিল রাজ্য সরকার। শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরী করে তাঁদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি। এর জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

চলতি আর্থিক বছর থেকেই এই প্রকল্পের কাজ শুরু করবে বলে ইতিমধ্যে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্পের ফলে রাজ্যে কয়েক হাজার বেকার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমবায়মন্ত্রী বলেন, গোটা রাজ্যে আরবান সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে খুব অল্প সুদে ঋণ দেওয়া হবে। প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। তাঁরা সম্পূর্ণ ঋণ ফেরত দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।

এতদিন শহরাঞ্চলে বেকার যুবকরা সেভাবে স্বনির্ভর গোষ্ঠী করতেন না। কিন্তু, এবার তাঁদের উৎসাহিত করে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দিয়ে ব্যবসার সুযোগ করে দেব। এতে প্রচুর বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

Indian e-commerce giant Flipkart to invest Rs 650 crore in Bengal

Flipkart, the e-commerce major, has decided to set up an integrated logistics hub on 80 acres in Bengal to facilitate faster delivery to buyers in the eastern and north-eastern parts of the country.

Flipkart plans to develop 40 lakh square feet in phases, and the investment will be around Rs 650 crore. The hub will result in the creation of jobs for 5,000 people.

The logistics hub will house several Flipkart fulfilment centres and sorting centres and will act as the node of the company’s east India operations. The vice-president of the company said the idea is to move closer to demand centres.

The logistics hub would improve supply-chain efficiency and reduce costs by deploying mechanised warehousing and leveraging technology for intelligent transport systems.

With the goods and services tax (GST) doing away with multiple state level taxes, e-commerce firms are increasingly exploring ways to manage the supply chain with fewer but larger warehouses. The Bengal Government has identified the potential of the sector and has prepared a policy to support the sector, announced at the Bengal Global Business Summit (BGBS) in January.

৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান

রাজ্যে বাণিজ্য সম্মেলন থেকেই শিল্প সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল। এবার সেই সম্ভাবনার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে আসছে আরও বিনিয়োগ। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবার রাজ্যে ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তারা এবার লজিস্টিক হাব তৈরি করবে রাজ্যে। আর এই হাব হলে সরাসরি পাঁচ হাজার কর্মসংস্থান হবে। পরোক্ষে ১৫ হাজার কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে শিল্প দপ্তরের তরফে।

ইতিমধ্যে সংস্থার তরফে রাজ্যে জমি পরিদর্শন করে গিয়েছেন সংস্থার আধিকারিকরা। রাজ্যের শিল্প দপ্তরের পক্ষ থেকে সংস্থাকে জানানো হয়েছে, জমি কোনও সমস্যা হবে না। খড়গপুর ও পানাগড়ের শিল্প তালুকে জমি পরিদর্শনও করানো হয়েছে। এবার ফ্লিপকার্ট কোন জায়গাকে বেছে নেন, তা জানানোর পরই এ ব্যাপারে চূড়ান্ত হবে মৌ।

একই জায়গায় ৮০ একর জমির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে সংস্থাটি। ৪০ লক্ষ বর্গফুট জুড়ে এই লজিস্টিক হাব তৈরি করবে ফ্লিপকার্ট। নিজেরাই বাংলাকে তারা বেছে নিয়েছে বিনিয়োগের জন্য। বাংলার বাজারকে তাঁরা কাজে লাগাতে চাইছেন। আর বাংলা থেকে সেই সাড়াও তাঁরা ইতিমধ্যে পেয়েছেন। পরিকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকবে, এমন জায়গা বেছে নেওয়াই এই শিল্পোদ্যোগের পরবর্তী ধাপ। রীতিমতো সমীক্ষা করে তারা রাজ্যে লগ্নির প্রস্তাব দিয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় শিল্প নীতি বিষয়ক দপ্তরের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়েছে, এ রাজ্য শিল্পোদ্যোগ তৈরিতে এক নম্বর। তারপরই এই বিনিয়োগ বার্তা রাজ্যের শিল্প পরিচায়ক বলেই মনে করছে শিল্পমহল।

 

Bengal Govt to create 1 lakh jobs annually for cyber security professionals

The Bengal Government plans to create around one lakh new jobs in the field of cyber security annually.
Based on the instructions of Chief Minister Mamata Banerjee, the Government will introduce a course on cyber security at the undergraduate level so that students get an edge in getting jobs, not only in the Information Technology (IT) sector but also in the police force.

Bengal would be the first State in the country which will ensure a supply pool of cyber security specialists for various Government departments to counter cyber threats, which are a major cause of concern for the Government and the public. With the rapid digitisation that has been going on, cyber security has become of utmost importance.

The State Information Technology (IT) and Electronics Department will assist the Higher Education Department in framing the syllabus. The IT Department, according to its additional chief secretary, is working closely with the Indian Institute of Information Technology (IIIT) in Kalyani, whose experts will decide the course content.

According to the initial plans, the course will commence at IIIT and in all the colleges under Calcutta University. Students would be provided with basic knowledge on networking and operating systems.

The IT Department is also working in coordination with the police, academics and industry, to see that unscrupulous persons with vested interests cannot tamper Government documents.

The Government has already set up the West Bengal Cyber Security Centre of Excellence (WBCS-CoE) in New Town to deal with the increasing number of cyber offences in the State. A workshop was also held on cyber security at the Biswa Bangla Convention Centre in New Town on March 16.

 

সাইবার নিরাপত্তা: বছরে ১ লক্ষ কর্মসংস্থান করবে রাজ্য

বাংলায় সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে, যার ফলে বার্ষিক এক লক্ষ কর্মসংস্থান হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, রাজ্য সরকার খুব শীঘ্রই স্নাতক স্তরে সাইবার নিরাপত্তার ওপর একটি পাঠ্যক্রম চালু করতে চলেছে। এর ফলে এই বিষয়ে স্নাতকরা তথ্যপ্রযুক্তি ক্ষেত্র ছাড়াও পুলিশেৱ চাকরিও পেতে পারেন।

এই পাঠ্যসূচী তৈরী করতে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেক্ট্রনিকস দপ্তর উচ্চ শিক্ষা দপ্তরকে সাহায্য করবে। কল্যাণীর আইআইআইটির বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হচ্ছে এই পাঠ্যসুচী তৈরী করতে।

প্রাথমিক পরিকল্পনা অনুসারে, এই পাঠ্যক্রম আইআইআইটি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজে শুরু হবে। পড়ুয়াদের নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমের সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে আগামী দিনে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বাংলা দেশে অগ্রণী ভূমিকা নেবে এবং বিভিন্ন সরকারি দপ্তরের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারদের যোগানও দিতে পারবে। সাইবার হানা এই মুহূর্তে দেশের অন্যতম চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সাইবার হানা রুখতে নিউটাউনে ‘ওয়েস্ট বেঙ্গল সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সসেলেন্স’তৈরী করেছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ১৬ই মার্চ এই বিষয়ে এক কর্মশালাও আয়োজিত হয়েছে।

Source: Millennium Post

 

IT dept bats for digital marketing as career option in districts

The state Information Technology (IT) department is working on making digital marketing a career option in the districts of Bengal as they feel the area will have enormous job potential in days to come.

Business and commerce are heading towards digital marketing or publicity tools and techniques as they provide business owners the best chances for competition, survival and even business growth. So, this could be an area in which small groups particularly the youth could work on.

The State IT department is preparing a concept note on how the state may make digital marketing a career option in the districts of Bengal.

It may be mentioned that Webel, on behalf of the State, has been conducting introductory workshops on Start-Ups throughout their 100 plus district units. The IT department has already fixed the calendar in this regard for the next quarter. Three workshops that are already lined up are: a workshop on Cyber Security on March 16, a workshop on Blockchain on April 13 and another on Artificial Intelligence on May 18.

 

কর্মসংস্থানের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সের ওপর জোর তথ্য প্রযুক্তি দপ্তরের

কর্মসংস্থানের কথা মাথায় রেখে রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তর আগামী দিনে ডিজিটাল মার্কেটিং কোর্সের ওপর জোর দিতে চাইছে। তথ্য প্রযুক্তি দপ্তর এর জন্য একটি কনসেপ্ট নোট তৈরী করছে।

আজকাল বেশিরভাগ ব্যাবসাই অনলাইন মাধ্যম ব্যবহার করে মার্কেটিং এর জন্য। তাই এই বিষয়ে কোর্স করলে বাংলার ছেলেমেয়েদের কাজের সুযোগ বাড়বে। এই ভাবনা থেকেই ডিজিটাল মার্কেটিং এর কোর্সের উদ্যোগ রাজ্যের।

প্রসঙ্গত, রাজ্যের তরফে ওয়েবেল রাজ্যজুড়ে তাদের ১০০ টি ইউনিটে স্টার্টআপ সংক্রান্ত ওয়ার্কশপের আয়োজন করেছে। আগামী ত্রৈমাসিকের জন্য একটি ক্যালেন্ডারও তৈরী করেছে তারা। ১৬ই মার্চ সাইবার সিকিউরিটির ওপর কর্মশালা হবে, ১৩ই এপ্রিল হবে ব্লকচেনের ওপর। মে মাসের ১৮ তারিখ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কর্মশালা হবে।

 

 

Bantala leather industry to become major hunting ground for job seekers: Dr Amit Mitra

Bantala Leather Complex is going to have a renaissance in job generation in the next two years. With five lakh people already working in the complex, the state’s plan is to double the number in the next two years, state finance and industry minister Amit Mitra said on Monday.

Addressing the inauguration of 23rd India International Leather Fair (IILF), Mr Mitra said keeping an eye on job generation in the state, the state government is going whole hog to make the Bantala leather industry a major hunting ground for job seekers.

In this connection, the state government is making all out efforts to develop its infrastructure to double the number of workforce in the next two years. “It has to be kept in mind that about 55 percent of leather goods worth of Rs 7000 crore are exported from the state.

With the demands of the industry growing over the years, the job generation will be doubled in the next two years,” Mitra said. To underscore the industry’s booming state, state industries minister said leather exports from the state alone is 1 billion out of 8.25 billion.

In this context, Dr Mitra said, “The state has taken ambitious projects for infrastructure development on war footing to make Bantala leather industry environment-friendly.” “For that four effluent treatment plants are being set up at Bantala leather city.

Of which two are already under tendering process. To top it all, an effluent treatment transport system is also being put in place for quick disposal of hazardous wastes”, the minister said.

Dwelling on the infrastructure development further, Dr Mitra said, “We have built a Technical Training service centre at an investment of Rs 14 crore which is in operation now. We have set up Italian machinery worth $2 million there.”

 

 

চর্মশিল্পে ৫ বছরে ৫ হাজার কোটির লগ্নি: অর্থমন্ত্রী

 

চর্মশিল্পে রাজ্যে আগামী ৫ বছরে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে আশা করছেন অর্থ ও শিল্প–বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র।

বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, বানতলায় কলকাতা লেদার কমপ্লেক্স ঢেলে সাজানো হচ্ছে। ৩৫০ কোটি টাকা খরচ হবে। এই কমপ্লেক্সে ইউনিট খুলতে চেয়ে আবেদন জানিয়েছে ৩০০টি সংস্থা। কানপুর এবং চেন্নাই থেকে বেশ কয়েকটি বড় চর্মশিল্প সংস্থা আগ্রহ প্রকাশ করেছে এখানে বিনিয়োগের। বানতলা চর্মনগরীর বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনা আরও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, এর মধ্যে এ রাজ্য থেকে ১০০ কোটি ডলার অর্থমূল্যের চামড়া রপ্তানি হয়েছে। আগামী ৫ বছরে এই পরিমাণ ৩ গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই মুহূর্তে বানতলা শিল্পনগরীতে বার্ষিক ২০০ কোটি ডলার অর্থমূল্যের ব্যবসা হয়। ৫ বছরে তা বাড়িয়ে ৬০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে কর্মসংস্থান হয় ৫ লক্ষ মানুষের। আরও ২ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরী করা হবে।

প্রসঙ্গত, ২৬ তারিখ থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ২৩তম ভারত আন্তর্জাতিক চর্মমেলা এবং দ্বিতীয় টেক্স–স্টাইলস। উদ্যোক্তা ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন (আইটিপিও)। অংশ নিয়েছে ১৪টি দেশ।

Source: The Statesman