It is India’s misfortune that BJP is in power at Centre: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several projects for Murshidabad district, at a function in Baharampur Stadium.

Some of the projects inaugurated include Shishu Siksha centres, Madhyamik Siksha centres, schools, classrooms for Madrassahs, Karma Tirtha, roads, Anganwadi centres, renovation work for Baharampur stadium, among others.

She laid the foundation stones for flood shelters, new roads, renovation work for ghats, watch towers for disaster management, among other projects.

She also distributed benefits for several schemes, such as, Kanyashree, Sabuj Sathi, Samaj Sathi, Gatidhara; the CM distributed tractors, Kisan Credit Cards and other benefits too.

Highlights of her speech:

My best wishes to all the students who are appearing for Madhyamik and Higher Secondary exams. Students are the future of the society. They will build the nation in future.

Murshidabad has a glorious history. We have undertaken a slew of developmental projects for the district. The tide of development will continue.

Power project worth Rs 7000 crore is coming up in Sagardighi.

We have set up Krishak Bazar, polytechnics, ITIs, multi super speciality hospitals, colleges. We are setting up Karma Tirthas as well.

I have chaired more than 395 administrative review meetings in districts. The amount of work we have done in Bengal in the last six years, is unmatched.

We must all feel proud about Bengal. Today we have distributed direct government benefits to nearly 1 lakh people.

Students are getting Sikshashree scholarship. 8 crore people are receiving rice at Rs 2 per kilo. Healthcare is free in Bengal.

Girls are getting Kanyashree scholarship for pursuing education. We are giving cycles for free to students of classes IX-XII. To ensure a bright future of kids, we are distributing saplings under ‘Sabuj Shree’.

Scholarship under Kanyashree has been increased to Rs 1000. We have started a new scheme ‘Ruposhree’. Families with annual income less than Rs 15 lakh will receive Rs 25,000 for the wedding of their daughters.

From birth (Sabuj Shree) till death (Samabyathi), we have a scheme for all. We are always with the people. No other government has done the work done by our government.

Self-help groups are getting 30% subsidy in loans. Interest rates have been reduced from 4% to 2%.

We are paying off the debt incurred by CPI(M). The BJP government in the Centre takes away Rs 48,000 crore from our revenues. Yet we are doing developmental works, without burdening the people.

Contractual workers, ASHA, ICDS workers, civic volunteers have been brought under Swasthya Sathi scheme. A separate insurance scheme has been started for SHGs.

We have started a pension scheme or bidi workers. Masons, drivers and other workers have been brought under social security schemes.

1.7 minority students are receiving scholarships. We are giving school uniforms, bags, books, shoes to children of primary schools. We send ambulances to ferry pregnant women to hospitals.

I respect priests as well as Imams. Bengal’s perspective of the world is wide. Our actions speak louder than words.

A lot of politics has happened over the development of Murshidabad district. People have been deprived for long.

Centre’s ‘Beti Bachao’ scheme is actually ‘Beti Hatao’. Their budget is only Rs 100 crore. We have spent nearly Rs 5000 crore for Kanyashree in the last five years (Rs 1200 crore per year).

Without any financial allocation, Centre has announced health insurance scheme. Now they want states to pay 40% of the cost. They should first learn to do their job properly.

Healthcare is free in Bengal. They should make Bengal the model for healthcare.

If you keep money in banks, you will lose it. If you invest in cricket or land, you will lose it. They are a government of

Several villages in Bengal do not have banks. We have started co-operative banks in those villages.

Centre is bringing FRDI Bill. People’s savings are not safe in banks anymore. People’s money is given away to others.

Not just Punjab National Bank, many other banks are involved in this scam. A thorough probe must be carried out to ascertain who is behind this scam.

Planning for this scam started a year before demonetisation. Senior officials in some banks were changed. There is proof. Facts never lie.

I never trust those who talk big and never deliver. They only deliver bhashan on TV and fail when it comes to working.

Farmers in Bengal are receiving farming equipment. We have waived off all tax on agricultural land. Even mutation fees on agri land have been waived off.

We have schemes for the welfare of all – SC/ST, Adivasi, OBC as well as general caste. We have to work for all.

We have constructed 25 lakh houses under Banglar Abaar Yojana. 5 lakh more houses will be constructed

We have constructed 23,000 km rural roads. Work for 13,000 km more has started.

We have to ensure road safety. Do not cross roads while talking on the phone. Drive cars carefully. Safe drive, save life.

It is our responsibility to ensure your well-being. Stay happy. Live in harmony. My best wishes to you all. Even when others indulge in riots, Murshidabad maintains peace.

We do not indulge in politics of division. We do not support riots. We do not make false promises. We do not deceive people by putting up false statements on TV.

It is India’s misfortune that BJP is in power. They are taking away the rights of the people.

They are asking people to link Aadhaar to their bank accounts. While some others are running away with crores of rupees. People live in misery, while they build grand offices.

Political parties must always work for the people. Parties should be proud of people power, not money power.

Democracy and the voice of the people can never be purchased with money power.

The more you work for the people, the happier you will be.

We have created 81 lakh employment opportunities. This year we will generate 10 lakh jobs. We will keep serving you in the future too.

Bengal is No. 1 in MGNREGA scheme. We are No. 1 in rural job creation.

We will fight, we will perform, we will build (a new Bengal), we will win.

 

ভারতবর্ষের দুর্ভাগ্য, কেন্দ্রে ক্ষমতায় বিজেপি: মুখ্যমন্ত্রী

আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরের স্টেডিয়াম মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, বিভিন্ন ব্লকের শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, মাদ্রাসার অতিরিক্ত শ্রেণীকক্ষ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে শিশু আলয়ে উন্নীতকরণ, কর্মতীর্থ, নতুন রাস্তা, বহরমপুর স্টেডিয়ামের সংস্কার, ভাগীরথী-দ্বারকা-ভৈরব নদীর পাড়ের উন্নতিসাধন ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, বিভিন্ন মৌজায় মোট ১৪টি ফ্লাড শেল্টার, বিপর্যয় মোকাবিলার জন্য ওয়াচ টাওয়ার, জঙ্গীপুর পুরসভা-মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের তিনটি স্থানে ভাগিরথী নদীর পাড় সংরক্ষণ ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।উপস্থিত ছিলেন আরও অনেক মন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা। ছাত্রছাত্রীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তারাই সমাজ গড়ে, তারাই সমাজের প্লাবন।

মুর্শিদাবাদের একটা ইতিহাস আছে। এই জেলায় অনেক উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কাজ এখনও চলছে।

সাগরদীঘিতে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে।

কৃষক বাজার, পলিটেকনিক, আই টি আই, মাল্টি সুপার হাসপাতাল, কলেজ তৈরি করা হয়েছে। কর্মতীর্থ তৈরির পরিকল্পনাও রয়েছে।

আজ পর্যন্ত আমি জেলায় জেলায় গিয়ে ৩৯৫টিরও বেশি প্রশাসনিক বৈঠক করেছি, বাংলায় আমরা ৬ বছর ধরে যা কাজ করছি তা আর কোথাও হয় না।

বাংলা নিয়ে গর্ব করা উচিত। আজ প্রায় ১ লক্ষ মানুষের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়া হল।

ছাত্রছাত্রীদের ‘শিক্ষাশ্রী’ স্কলারশিপ দেওয়া হচ্ছে। ‘খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় ৮ কোটির বেশি মানুষকে ২ টাকা কেজি দরে চাল, গম দেওয়া হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়।

মেয়েদের উচ্চ শিক্ষার জন্য ‘কন্যাশ্রী’ স্কলারশিপ দেওয়া হচ্ছে। বিনামূল্যে সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের। ‘সবুজশ্রী’ প্রকল্পের আওতায় শিশুর জন্মের পর একটি করে গাছের চারা দেওয়া হয় তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।

কন্যাশ্রীর স্কলারশিপের টাকা ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। এবার বাজেটে নতুন ‘রূপশ্রী’ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে যে সব পরিবারের বার্ষিক ইনকাম ১.৫ লক্ষ টাকা পর্যন্ত তাদের মেয়েদের বিবাহের জন্য ২৫০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

আমাদের সরকার জন্ম (সবুজশ্রী) থেকে মৃত্যু (সমব্যাথী) অবধি মানুষের সঙ্গে আছে, পাশে আছে। আমাদের সরকার যা করে তা কোনদিন কোন সরকার করতে পারবে না।

আমরা স্বনির্ভর গোষ্ঠীকে ঋণের ক্ষেত্রে ৩০% সাবসিডি দিই। সুদের হার ৪% থেকে কমিয়ে ২% করে দেওয়া হয়েছে।

সিপিএমের দেনা শোধ করছি, বিজেপি ৪৮০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। তারপরেও এত কর্মসূচি দেওয়া হচ্ছে সাধারণ মানুষের ওপর কোনরকম বোঝা না বাড়িয়ে।

চুক্তিভিত্তিক কর্মী, আশা-আই সি ডি এস এর কর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীদের জন্য আলাদা বীমা চালু করা হয়েছে।

বিড়ি শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প চালু হয়েছে, এছাড়া যারা বাড়ি তৈরি করেন, যারা গাড়ি চালায় তাদের জন্যও প্রকল্প চালু করা হয়েছে।

১.৭১ লক্ষ সংখ্যালঘু ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে। প্রাইমারি স্কুলের বাচ্চাদের ড্রেস, ব্যাগ, বই-খাতা, জুতো, মিড-ডে মিল দেওয়া হয়। গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

আমি পুরোহিতদের যেমন সম্মান করি, ইমামদেরও তেমন সম্মান করি। বাংলার দৃষ্টিভঙ্গি অনেক বড়। আমারা কথায় নয় কাজে করে দেখাই।

মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে অনেক রাজনীতি হয়েছে। এতদিন শুধু মানুষের থেকে নেওয়া হয়েছে, মানুষকে কিছু দেওয়া হয়নি।

কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে (ওটা বেটি হাটাও প্রকল্প) বরাদ্দ ১০০ কোটি টাকা। আর আমরা কন্যাশ্রী প্রকল্পের জন্য খরছ করেছি ৫০০০ কোটি টাকা। বছরে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি এর জন্য।

কেন্দ্রীয় সরকার টাকা ছাড়াই স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা করছে।আবার বলছে রাজ্যকে ৪০% দিতে হবে। আগে কাজ শিখুন তারপর বড় বড় কথা বলুন।

বাংলায় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।ওদের উচিত বাংলাকে মডেল করে সারা ভারতে বিনাপয়সায় চিকিৎসা দেওয়া।

ওরা ব্যাঙ্কে, ক্রিকেটে, ল্যান্ডে টাকা রাখলে নিয়ে নেবে।

বাংলায় অনেক গ্রামে এখন ও ব্যাঙ্ক নেই, আমরা সেখানে কো-অপারেটিভ ব্যাঙ্ক চালু করেছি।

কেন্দ্রীয় সরকার এফ আর ডি আই বিল আনছে; এর মাধ্যমে মানুষের টাকা আত্মস্যাৎ করবে।মানুষের টাকা আজ ব্যাঙ্কে সুরক্ষিত নয়। জনগণের টাকা অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে।

শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়, আরও অনেক ব্যাঙ্ক আছে, এদের মাথায় কোন কোন ছাতা আছে সেটা তদন্ত করার দরকার আছে।কারা সুরক্ষা দিয়েছে?

আমি মনে করি নোটবন্দির এক বছর আগে থেকে এই সব পরিকল্পনা করা হয়েছে। কিছু কিছু ব্যাঙ্কে ইচ্ছেমতো লোক নেওয়া হয়েছিল এর সব তথ্য আছে। তথ্য কখনো মিথ্যে কথা বলে না।

যারা শুধু মুখে বড় বড় কথা বলে তাদের আমি বিশ্বাস করি না। টিভি তে বড় বড় ভাষণ দেয় আর কাজের বেলায় লবডঙ্কা।

কৃষকদের কৃষি জমির যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। বাংলার কৃষকদের সব ঋণ মুকুব করে দিয়েছে সরকার। কৃষি জমির মিউটেশন ফি লাগবে না।

তপসিলি জাতি-উপজাতি, আদিবাসী, ওবিসি সকলের জন্য আমরা প্রকল্প চালু করেছি। সবুজ সাথী সাইকেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় জেনারেল কাস্টদের। সবাইকে নিয়ে চলতে হবে।

প্রায় ২৫ লক্ষ মানুষকে বাংলার আবাস যোজনায় বাড়ি দিয়েছি। আরও ৫ লক্ষ দেওয়া হচ্ছে।

প্রায় ২৩০০০ কিঃমিঃ নতুন গ্রামীণ রাস্তা আমরা করেছি। আরও ১৩০০০ কিঃমিঃ স্টার্ট করা হয়েছে।

এক্সিডেন্ট কমাতে হবে। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। জোর করে গাড়ি চালাবেন না, সেফ ড্রাইভ সেভ লাইফ।

মানুষ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। সবাই মিলেমিশে চলবেন। যখন চারদিকে দাঙ্গা হয়, এই জেলা দাঙ্গা করে না, আপনাদের অভিনন্দন জানাই।

আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, দাঙ্গা লাগাই না। মিথ্যে কথা বলে ভোট নিই না। টিভির সামনে চাটুকারি করে বক্তৃতা দিয়ে মানুষকে প্রতারনা করি না।

ভারতবাসীর দুর্ভাগ্য, বিজেপির মতো দল ক্ষমতায় আছে। তারা মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে।

মানুষকে বলছে আধার কার্ড নাও, সেই কার্ডে টাকা রেখে সব টাকা লোপাট হয়ে গেল। মানুষকে অন্ধকারে রেখে, নিজেরা নিজেদের সব থেকে ধনীদের পার্টি অফিস তৈরী করেছে।

রাজনৈতিক দল, মানুষের পাশে থাকবে, আমার কত টাকা আছে এ নিয়ে কখনও গর্ব করে না, গর্ব করে মানুষ নিয়ে।

গণতন্ত্র, মানুষ কখনও টাকার কাছে বিক্রি হয় না।

যত মানুষের জন্য খাটবেন, তত ভালো থাকবেন।

৮১ লক্ষ বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থান হয়েছে, এ বছরেও ১০ লক্ষ হবে। আগামী দিন আরও বেশী করে আমরা চেষ্টা করব।

১০০ দিনের কাজে বাংলা ১ নম্বরে, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে আমরা নাম্বার ওয়ান।

আমরা লড়ব, করব, গড়ব, আমরা জিতব।

 

 

 

 

 

 

 

 

Looking back at 2017 – Bengal on fast track

The sun of 2017 is setting, and 2018 is on the horizon. At this juncture, let us take a look at some of the crucial events that have held up for everyone.

It is an undeniable fact that under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, Bengal has turned a crucial bend on the road to development, and now there is no looking back.

Here are 17 events in 2017 that we will all remember:

1. Kanyashree wins UN award

On June 23, 2017, the Bengal Government was awarded the United Nations Public Service Award for winning the first prize among projects in South Asia for the Kanyashree Scheme.

2. FIFA Under-17 World Cup in Bengal

The Bengal Government earned worldwide praise, including from world football’s governing body, FIFA for successfully organising the Under-17 World Cup. Two of the most crucial matches, a semi-final and he final, were both held at the Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata.

3. Victory in by-elections

All the four by-elections held in 2017 – for the seats of Cooch Behar, Dakshin Kanthi, Tamluk and Sabang – were won by huge margins by the Trinamool Congress.

4. Bengal gets new districts

The State Government created four new districts for administrative convenience, bringing the total number to 23. Kalimpong was created out of Darjeeling and Jhargram was created out of Paschim Medinipur while Bardhaman was broken up into Purba Bardhaman and Paschim Bardhaman.

5. Trinamool blooms in the Hills

For the first time ever, Trinamool Congress has formed a local government in the Hills region. Mirik Municipality is now with Trinamool Congress.

6. Mega health reform

Setting a benchmark for other states as well as the Union Government, the West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Bill was passed by the State Assembly, brining in a raft of new measures for strengthening the health administration. Among other advantages, now, even for treatment in private hospitals, patients would be able to know the details about the cost and other aspects.

7. Balm on demonetisation troubles

The Bengal Government brought in the Samarthan Scheme in March 2017. It has ensured that those who have had to return to the state, having lost their jobs due to the impact of demonetisation, receive a one-time grant of Rs 50,000 to give them stability as well as enable them to start a new business. Along with this, they are also able to enrol in government schemes which would help them to ensure a steady income.

8. ‘Experience Bengal’ become viral

The State Tourism Department’s promotional video, ‘Experience Bengal’ has picked up a lot of praise, both in terms of the visuals and the content.

9. International business summit hits the right notes

The third Bengal Global Business Summit in January became a forum for industry interactions of the highest order. Representatives from about 30 countries attended the summit, and of course those from across India. Memoranda of understanding (MoU) worth Rs 2.34 lakh was signed at the summit.

10. Rosogolla wins it for Bengal

After a long fight, Rosogolla has been officially recognised, through the granting of a geographical information (GI) tag, as belonging to Bengal.

11. Sitalpati and gobindobhog get international recognition

The well-known aromatic gobindobhog variety of rice has earned a GI tag, giving it a locational uniqueness, and thus, a huge marketability. Sitalpati earned a similar recognition from UNESCO when it was recognised as an ‘intangible cultural heritage’.

12. Bengal leads in MSME

Over the last five years, among the states, entrepreneurs of Bengal, as a whole, have received the highest amount of loans, amounting to 15 billion US dollars. Additionally, in terms of both the number of micro, small and medium (MSME) enterprises and the number of people employed in those, Bengal stands second in the country. Almost 37 lakh MSME enterprises employ about 86 lakh people.

13. Bengal is leading in the construction of toilets

Bengal is the leading state in India in the construction of toilets. The State Government’s Mission Nirmal Bangla is ensuring that Bengal wins the race in terms of a sustainable open-defecation free (ODF) culture. UNESCO has specially recognised the state for this. Not just construction, the government is ensuring through various local campaigns that using proper toilets becomes a normal habit.

14. Stress on infrastructural development

The Bengal Government has decided to spend Rs 12,000 crore under the non-Plan head, with special stress on building infrastructure. Among the infrastructural projects completed is building 18,000 km of roads.

15. Chief Minister’s England and Scotland trip

This year, Chief Minister Mamata Banerjee undertook highly successful visits to England and Scotland, drawing a lot of interest from industrialists and entrepreneurs. At the various summits she attended, Mamata Banerjee held up the huge opportunities and every type of help from the government that investors will find in Bengal.

16. Horasis Asia Summit in Kolkata

The prestigious Horasis Asia summit was held in Kolkata in November, which was the first time that it was held in India. Business leaders (CEOs, promoters, founders, etc.) from 65 countries, numbering 350, attended the summit. The Chief Minister addressed the summit too, inviting investment in all sectors in Bengal.

17. Infosys comes to Bengal

That the industrial climate of Bengal is changing for the better became evident when the international IT giant, Infosys decided to invest Rs 100 crore to set up a campus in Rajarhat, which will generate 1,000 jobs.

ফিরে দেখা ২০১৭

২০১৭র সূর্য আজ অস্তাচলে। নবদিগন্তে উদিত হবে ২০১৮র নতুন ভোর। বিগত বছরের কিছু অবিস্মরণীয় ঘটনাই হয়ে উঠুক আগামীর পথ চলার পাথেয়। কেমন কাটল এই বছর? ফিরে দেখা ২০১৭।

১. কন্যাশ্রীর বিশ্বজয়

রাষ্ট্রপুঞ্জে জনপরিষেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বাংলার প্রকল্প ‘‌কন্যাশ্রী’‌ প্রথম পুরস্কার পায়। ৬৩টি দেশের ৫৫২ প্রকল্পকে হারিয়ে সেরার শিরোপা পায় কন্যাশ্রী।

২. বিশ্ববাংলায় বিশ্বকাপ

এই প্রথম বার কলকাতায় আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল। রাজ্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় মুগ্ধ হয় ফিফা কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের উপস্থিতির জন্য প্রসংশিত হয় কলকাতা।

৩. উপনির্বাচনে তৃণমূলের জয়জয়কার

২০১৭ সালের ৪টি উপনির্বাচনে (কোচবিহার, দক্ষিণ কাঁথি, তমলুক ও সবং) বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

৪. বাংলা পেল নতুন জেলা

নতুন তিনটি জেলা গঠিত হল বাংলায়। দার্জিলিং জেলা ভেঙে গড়া হয় কালিম্পঙ, বর্ধমান ভেঙে তৈরী হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরী হয় ঝাড়গ্রাম জেলা।

৫. পাহাড়ে ফুটল ঘাসফুল

রাজনৈতিক ইতিহাসে প্রথমবার পাহাড়ে (মিরিক পুরসভা) এককভাবে জয়লাভ করে পুরসভা গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এর আগে কখনও পাহাড়ে সেখানকার আঞ্চলিক দল ছাড়া কেউ জয়লাভ করেনি।

৬. স্বাস্থ্যে বড় সংস্কার

স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা আনতে, রোগীদের হয়রানি বন্ধ করতে ও চিকিৎসায় গাফিলতি রুখতে নতুন আইন আনল রাজ্য সরকার, গঠিত হল ১১ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কমিশন। রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলিং এর ওপর নজর রাখবে এই কমিশন। পাশাপাশি আইন লঙ্ঘন করলে হাসপাতালগুলির ওপর জরিমানা চাপাবে কমিশন।

৭. নোটবন্দির ক্ষতে প্রলেপ

২০১৭ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকার ‘সমর্থন’ প্রকল্প চালু করেছে। যে সমস্ত শ্রমিক/কর্মচারী কেন্দ্রীয় সরকারের নোটবন্দির ফলে অন্য রাজ্য থেকে কাজ হারিয়ে ফিরে এসেছেন তাদের ৫০০০০ টাকার আর্থিক সাহায্য স্বরূপ এককালীন এই অনুদান দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।

৮. ভাইরাল ‘এক্সপিরিয়েন্স বেঙ্গল’

জানুয়ারী মাসে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ভিডিও। সোশ্যাল মিডিয়া সাইটে বিপুল আলোড়ন ফেলে এই ভিডিও। প্রায় এক কোটি মানুষ এই ভিডিও দেখেছেন টুইটার, ফেসবুক, ইউটিউব সহ নানা সাইটে।

৯. বাণিজ্য সম্মেলনে লক্ষ্মী লাভ

তৃতীয় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় জানুয়ারী মাসে। প্রায় ৩০টি দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই সম্মেলনে। ২ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব পায় রাজ্য এই সম্মেলনে।

১০. রসগোল্লা বাংলারই

দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসি হাসল বাংলাই। রসগোল্লার জিআই ট্যাগ জিতে নিল পশ্চিমবঙ্গ।

১১. শীতলপাটি ও গোবিন্দভোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলার হস্তশিল্প। রাজ্যের শীতলপাটি স্বীকৃতি পে ইউনেস্কো থেকে। পাশাপাশি, বাংলার সুগন্ধি গোবিন্দভোগ চাল পায় জিআই ট্যাগ।

১২. ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এগিয়ে বাংলা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গত পাঁচ বছরে ব্যাঙ্ক থেকে সব থেকে বেশি ঋণ পেয়েছে বাংলা, যার পরিমাণ হল প্রায় ১৫ বিলিয়ন ডলার। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারেও পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে। বাংলায় প্রায় ৩৭ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে। প্রায় ৮৬ লক্ষ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রসঙ্গত এই ক্ষেত্রেও বাংলা দেশে দ্বিতীয় স্থানাধিকারী।

১৩. শৌচাগার নির্মাণে শীর্ষে বাংলা

অন্যান্য রাজ্যের তুলনায় শৌচাগার নির্মাণে সবথেকে এগিয়ে বাংলা। এর জন্য ইউনিসেফ-এর প্রশংসা কুড়িয়েছে রাজ্য সরকার।

১৪. পরিকাঠামো উন্নয়নে জোর

পরিকাঠামো উন্নয়নে ১২ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার। ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য ধার্য আর্থিক লক্ষ্যমাত্রা ছাপিয়ে রাজ্য সরকার এই অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার সংস্থান করতে পেরেছে। এর পাশাপাশি রাজ্য জুড়ে ১৮০০০ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তার সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর হাতে।

১৫. মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড ও স্কটল্যান্ড সফর

লন্ডনে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে নিবেদিতার বাড়িতে স্মৃতিফলক উন্মোচনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। স্কটল্যান্ডের এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

১৬. হোরাসিস বৈঠক কলকাতায়

শিল্পের বিষয়ে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ‘থিঙ্ক ট্যাঙ্ক’, হোরাসিস তাদের প্রথম এশিয়া সম্মেলন করে কলকাতায়। এই সম্মেলনে ৬৫টি দেশের ৩৫০র বেশী কর্পোরেট লিডাররা যোগ দেন, যারা প্রতিষ্ঠাতা, মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্টের মত মর্যাদাসম্পন্ন। এই সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানান শিল্পপতি ও শিল্পপ্রতিনিধিদের।

১৭. বাংলায় আসছে ইনফোসিস

বাংলায় বিনিয়োগ করছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। জমির মালিকানা এবং ব্যবহারের ক্ষেত্রে ছাড় পেতে চলেছে দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইনফোসিসকে পুরোপুরি ৫০ একর জমির মালিকানা (ফ্রি-হোল্ড) দেবে সরকার।

Welfare schemes for women – Bengal shows the way

In the last six and a half years, the Bengal Government has been committed to the welfare and development of women and children. From prevention of child marriages to rehabilitation of trafficked girls, steps have been taken aplenty by the government for social upliftment of women.

Here are some notable schemes launched by the Bengal Government for the welfare of women:

KANYASHREE SCHEME

This brainchild of Chief Minister Mamata Banerjee was launched on October 1, 2013. The scheme for girls aims to curb child marriage through education. Recently the scholarship scheme was extended to those enrolled in post-graduation courses.

Achievements

· Bringing 40 lakh adolescent girls under its fold, covering over 15,500 institutions in every corner of the state – in formal schools, madrasahs, colleges, open schools, universities, institutes of vocational training, industrial training, and even sports institutes

· Training over 5,000 girls in self-defence techniques

· Implementing Kanyashree Dishari – a special educational and awareness exposure visit of Kanyashree-enrolled girls in North 24 Parganas district

· Providing vocational and other skill development training

· Implementing Kanyashree Swabalambi Scheme – skill development, communication and other personality training programmes for Kanyashree-enrolled girls, to make them self-sufficient with respect to making a living

· Awards received till date

A. United Nations Public Service Award for winning the first prize in the South Asia category
B. West Bengal Chief Minister’s Award for Empowerment of Girls, 2014
C. Manthan Award for Digital Inclusion for Development, 2014
D. National E-governance Award 2014-2015 awarded by the Government of India
E. Skoch Award and Order of Merit 2015 for Smart Governance
F. CSI-Nihilent Award for E-governance, 2014-15
G. United Nations WSIS Prize 2016 Champion in e-Government Category
H. Finalist in GEMTech Awards 2016 hosted by UNWOMEN and ITU

SWABALAMBAN

Implemented through with NGOs and companies, Swabalamban Scheme imparts vocational training to socially marginalised and distressed women, victims of trafficking, sex workers, members of the transgender community, and women in moral danger in the age group of 18-35 years. If necessary, the upper age limit for such categories of women is relaxed by up to 45 years.

Achievements

· Successfully placing beneficiaries at different renowned outlets like Wow Momo, Pantaloons, etc

· Training 30 Kanyashree-enrolled girls by Brainware for the role of unarmed security guards, of which 16 were placed in different organisations

MUKTIR ALO

Launched by the Chief Minister September 4, 2015, Muktir Alo is a scheme for rehabilitation of sex workers and trafficked victims.

Achievements

· Training 50 victims of human trafficking in block printing and spice grinding with the help of Women’s Interlink Foundation

· Training 26 commercial sex workers of Munsiganj red light area in Kolkata in the manufacturing of recycled tyre products and in cafeteria management, in collaboration with an NGO, Divine Script Society; 12 were placed in each category

SWABALAMBAN SPECIAL

Swabalamban Special was launched under the existing Swabalmban Scheme for providing vocational training to sex workers and their vulnerable children in Kolkata, with the aim of creating alternate means of livelihood and integrating them with mainstream society.

Achievements

· Training 25 beneficiaries on acting (for employment as well as junior artistes) as well as in activities related to production of television serials (for employment in production houses) through a three-month training program by an NGO, GOAL India, all of whom were absorbed successfully

SCHEME FOR ADOLESCENT GIRLS (SABLA)

The SABLA Scheme for adolescent girls (which aims to improve nutritional and health status of girls between 11 and 18 years and equip them with life skills training) is being implemented on a pilot basis in seven districts, viz., Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia.

Achievements

Providing 12.72 lakh adolescent girls (11-18 years) benefits of SABLA, equipping them with
life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

Providing supplementary nutrition to 1.6 Lakh out-of-school adolescent girls

Reducing school dropout among adolescent from 2.8 lakh in 2010-11 to 92,000 in 2016-17

Giving vocational training to 41,000 out-of-school adolescent girls aged 16-18 years through NGOs/VTPs in beauty treatments, handicrafts, knitting, printing and dying, and food processing in all the districts

Bringing 98,000 girls during the last two years under Supplementary Nutrition Programme (SNP), in convergence with Kanyashree Scheme

Re-admitting 1,600 out-of-school girls to the formal and informal education systems and linking 50 per cent of them with the benefits of Kanyashree Scheme.

 

নারী ও শিশু কল্যাণে দিশারী বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।

একদিকে সারা দেশে নারী ও শিশু বিরুদ্ধে অপরাধ যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে শুরু করেছে একগুচ্ছ প্রকল্প। এই প্রকল্পগুলির সাফল্যও এই ছ’বছরে হাতেনাতেই পাওয়া গেছে।

গত ছয় বছরে নারী ও শিশু কল্যাণ দপ্তরেরর উল্লেখযোগ্য সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

· রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

· ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

· বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছেঃ-

নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪

ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪

ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫

স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫

ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫

ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)

ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬
২. স্বাবলম্বন প্রকল্প

এই প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য।

· প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

· ৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

· উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।
৪. স্বাবলম্বন স্পেশ্যাল

· বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

· এই প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।
৫. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

· ১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

· প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

· কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

· গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

· প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

Kanyashree Swabalambi Scheme for self-sufficiency

To make the beneficiaries of the Kanyashree Scheme self-sufficient with respect to making a living, the Bengal Government has started the Kanyashree Swabalambi Scheme.

The pilot project for the scheme was recently launched for Purulia district. Gradually, this project would be extended to the whole of the state.

Besides skill development training, the girls would also be given training in communication and other personality development modules.

Source: Dainik Jugasankha

‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্পের সূচনা

‘কন্যাশ্রী’দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে স্বনির্ভর করার জন্য ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প চালু করল রাজ্য সরকার। পুরুলিয়ায় জেলায় প্রাথমিকভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে এই জেলায় হাজারের বেশী কন্যাশ্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি ছাড়াও সাবলীলভাবে কথা বলা এবং ব্যাক্তিত্ব বাড়িয়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। কন্যাশ্রীদের এই সুযোগ ধীরে ধীরে সারা রাজ্যে প্রসারিত করা হবে।’

জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর সঠিক পোষণের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ’ শিরোনামে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সহায়ক পুস্তিকার উদ্বোধন করা হয়।

Film on Kanyashree Scheme earns praise at KIFF

After all the international honours, now a short film on the Kanyashree Scheme has become a big hit at the 23rd Kolkata International Film Festival (KIFF). It was screened on November 13.

The 15-minute film – Kanyashree Samman – projects the struggle of 15 young girls from Howrah against adverse circumstances and financial constraints. It has been directed by Mallika Roychowdhury.

A brainchild of Mamata Banerjee, the Kanyashree Prakalpa, launched in 2013, is a cash transfer scheme aimed at retaining girls in schools and preventing their early marriage. In July 2017, Kanyashree Prakalpa won the first prize at United Nations Public Service Awards in Hague.

 

চলচ্চিত্র উৎসবেও কন্যাশ্রীর জয়জয়কার, ভিড় বিদেশী দর্শকদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প সারা পৃথিবীতে প্রশংসিত। রাষ্ট্রসংঘের কাছ থেকে তিনি স্বয়ং ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন।  এই বিষয় নিয়ে যদি কোনও তথ্যচিত্র বানানো হয়, নিঃসন্দেহে সেটি মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে।

অমিত ব্যানার্জি এবং মল্লিকা রায় চৌধুরীর পরিচালনায় তাই ‘কন্যাশ্রী সম্মান’ একটি স্বার্থক তথ্যচিত্র হয়ে উঠল, যা দেখানো হল শিশির মঞ্চে। এদের মধ্যে একজন চিত্র সাংবাদিক।

অডিও ভিস্যুয়ালে যাদের টেস্টিমনি নেওয়া হয়েছে, সবাই হাওড়ার বাসিন্দা। গরীব ঘরের কিশোরী কন্যারা যখন একের পর এক বলে যাচ্ছে কীভাবে তাঁরা এই প্রকল্পের সাহায্য পেয়ে উপকৃত হয়েছে, তখন বলতেই হয় এত কন্যা এই বাংলায় কন্যাশ্রী প্রকল্পের ফলে পড়াশোনা করে বড় হয়ে ভালো ফলাফল করবে।

Source: Khabar 365 Din

 

Kanyashree Bengal

Kanyashree reduces school dropout rate

That the Kanyashree Scheme has been a massive success needs no mention. It has been feted at various international forums, including at the United Nations Public Service Awards last June.

Now, further proof of it has come out – Chief Minister Mamata Banerjee, whose brainchild it is, said at a recent meeting that because of the scheme, meant for girl students across Bengal, the dropout rate in State Government schools has reduced by 16.5 per cent.

The scheme was initiated on October 1, 2013.

As a part of the scheme, 41 lakh girl students from 15,500 government schools get monthly stipends – Rs 750 till class XII (K-1 stage), a one-time grant of Rs 25,000 if the student decided to continue higher or technical education (K-2 stage) and the recently introduced stipends for those continuing their education at universities in the state (K-3 stage).

Also as part of the scheme, more than 5,000 students have received training in self-defence.

 

 

কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কমছে স্কুলছুটের হার

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। কন্যাশ্রী’‌ প্রকল্পের জন্য রাজ্যের স্কুলগুলিতে মেয়েদের স্কুলছুটের সংখ্যা কমেছে প্রায় ১৬.৫ শতাংশ। শিক্ষক দিবস উপলক্ষে নজরুল মঞ্চের অনুষ্ঠানে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয় ২০১৩ সালের ১লা অক্টোবর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাল্য বিবাহ বন্ধ করা ও মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার করা।

অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা করে আর্থিক সহায়তা, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-১’ ও দ্বাদশ শ্রেণীর পর উচ্চ শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় মেয়েদের, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-২’। এবার থেকে বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবে, যাকে সরকারি ভাষায় বলা হয় ‘কে-৩’।

রাজ্যের ১৫,৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪১ লক্ষ ছাত্রী এখনও পর্যন্ত কন্যাশ্রীর আওতায় এসেছে। এখনও পর্যন্ত ৫,০০০ এর বেশি কন্যাশ্রী পেয়েছে আত্মরক্ষার প্রশিক্ষণ।

২০১৭ সালের জুন মাসে বাংলার এই প্রকল্প ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেয়েছে রাষ্ট্রসংঘের তরফ থেকে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই প্রকল্প।

বিশদে জানতে কন্যাশ্রী ওয়েবসাইট দেখুন। 

Kanyashree girls are our pride: Mamata Banerjee

Bengal Government celebrated the international recognition and appreciation received by Kanyashree Prakalpa at a function today at Netaji Indoor Stadium in Kolkata.

Kanyashree Prakalpa was awarded the First Prize at United Nations Public Service Award Ceremony this year.

Representatives from all corners of the State at today’s function. Successful Kanyashree girls were felicitated by the Bengal Chief Minister Mamata Banerjee.

 

Excerpts from the Chief Minister’s speech:

Today is a day of pride for girls. This is the first time a scheme of a State from India won the first prize at United Nations Public Service Day. We dedicate this award to all the Kanyashree girls. We are indebted and grateful to UNICEF, United Nations, DFID. In the past, Kanyashree received several awards for e-governance. The award from UN was the cherry on top.

I had designed the logo and named this scheme. We have also composed a theme song for Kanyashree scheme. Today’s Kanyashree will shape the future. They will run the society. Kanyashree girls are our pride. They are our inspiration.

More and more girls are pursuing higher education now. Now we have K1 (for school girls) and K2 (for college students). We will now launch K3 programme for university students. We will give monthly stipend of Rs 2500 to girl students who score 45% marks.

We provide a sapling to families of newborn babies under Sabuj Shree scheme. We provide scholarships, mid-day meals, school uniforms, bags, shoes. We provide Sabuj Sathi cycles, Siksha Shree, Kanyashree. We have initiated Swami Vivekananda scholarship for meritorious students. We have also set up a fund for research scholars whose stipends have been stopped by UGC.

Poverty is not crime. Jonmo hok jotha totha, kormo hok bhalo. I struggled all my life but never bowed my head before anyone. This is just the beginning; whole life lies ahead. Do not be bogged down by failures. Let there be a competition on merit not money. Let there be a competition about culture, harmony, and humanity. A man is nothing without his character.

Rabindranath and Nazrul are our inspirations. Let them act as your guides in your life. Remember Tagore’s words: “Where the mind is without fear”. Remember what Nazrul wrote, “Samyer gaan gahi”. Swami Vivekananda said, “Na jagile Bharat lolona, ei Bharat jage na jage na.” Do not forget Netaji’s slogan “Jai Hind” or Bankim’s song “Vande Mataram”.

There is no difference between Maa, Mother and Amma. We are humans first, religion comes later. We expect our students to follow the path of humanity, culture and education.

What Bengal thinks today, India thinks tomorrow. Bengal will become the best in the world.

 

 

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্বঃ মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প-‘কন্যাশ্রী’ আজ বিশ্বসেরা। আজ এই আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান উদযাপন করা হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

এবছর সারা বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পের মধ্যে বাংলার কন্যাশ্রীকে সেরা ঘোষণা করে রাষ্ট্রসংঘ। প্রথম পুরস্কার পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

রাজ্যের সকল প্রান্ত থেকে কন্যাশ্রীদের সম্মানিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:

আজ মেয়েদের গর্বের দিন। রাষ্ট্রপুঞ্জ থেকে প্রথম পুরস্কার পেয়েছে কন্যাশ্রী। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। আমরা UNICEF, United Nations, DFID এর কাছে কৃতজ্ঞ। এছাড়াও কন্যাশ্রী e-governance এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কন্যাশ্রীর লোগো আমার আঁকা, প্রকল্পের নামও আমার দেওয়া। এই প্রকল্পের জন্য আমরা একটি থিম সং করেছি। আজকের কন্যাশ্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। কন্যাশ্রী মেয়েরাই আমাদের গর্ব। ওরাই আমাদের অনুপ্রেরণা।

এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

সবুজশ্রী প্রকল্পের আওতায় নবজাতকদের একটি করে চারাগাছ দেওয়া হচ্ছে। আমরা স্কুলের বাচ্চাদের স্কলারশিপ, মিড ডে মিল, স্কুল উনিফর্ম, ব্যাগ, জুতো দিচ্ছি। শিক্ষাশ্রী, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী দিচ্ছি আমরা। আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি। UGC স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে, যারা গবেষণা করেন তাদের জন্য আমরা একটি ফান্ড চালু করেছি।

দারিদ্র্য আমাদের জীবনের অপরাধ নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি সারাজীবন অনেক কষ্ট করেছি কিন্তু কখনো মাথা নত করিনি। দারিদ্র্যকে জয় করতে হবে। জীবন সবে শুরু হয়েছে, এখনও সারা জীবন পরে আছে। হতাশা-চিন্তা-শঙ্কার কোন জায়গা নেই। আর্থিক নয় মেধার প্রতিযোগিতা হোক, সংস্কৃতির প্রতিযোগিতা হোক, মানবিকতার প্রতিযোগিতা হোক, সম্প্রীতির প্রতিযোগিতা হোক।

মানুষ শেষ হয়ে যায় যখন তার চরিত্র চলে যায়। শিক্ষা-সংস্কৃতি- সভ্যতার মেলবন্ধন, মানববন্ধনের মধ্য দিয়ে আমরা কাজ করি। মা মাটি-মানুষই আমাদের ধ্যান-জ্ঞান-মন-প্রাণ। কবিগুরু, নজ্রুল ইসলাম আমাদের অনুপ্রেরণা। কবিগুরুর একটা কথা মনে রাখবেন, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। মাথা উঁচু করে চলতে হবে। নজরুল বলেছিলেন, ‘সাম্যের গান গাই’। স্বামী বিবেকানন্দের কথা মনে রাখবেন, ‘না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগেনা’। যার আদর্শ-দর্শন-মনন-স্বার্থকতা আছে সেই বিশ্ব সেরা। নেতাজির ‘জয় হিন্দ’, বঙ্কিমের ‘বন্দেমাতরম’, কবিগুরুর ‘জনগণমন’ কখনো ভুলবেন না।

মা মাদার আম্মির মধ্যে কোন তফাত নেই। সবার আগে আমরা মানুষ। আমি আমার ছাত্রবন্ধুদের কাছে মানবিকতা আশা করি, শিক্ষা সভ্যতা-সংস্কৃতি-সম্প্রীতি-ভালবাসা প্রত্যাশা করি। ওরা জয়ী হোক।

বিশ্বজয় করেছ। আজ কন্যাশ্রী বিশ্ব সেরা পরিবার হয়েছে। বাংলাই আগামীদিনে পথ দেখাবে। What Bengal thinks today, India thinks tomorrow.

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Chief Minister Mamata Banerjee to honour successful Kanyashrees

In August, when the Kanyashree Dibas (Kanyashree Day) celebrations for this year would be taking place (Kanyashree Dibas falls on August 14), Bengal Chief Minister is going to hand over awards to successful Kanyashrees, that is, Kanyashree beneficiaries – to those who have achieved success in their studies as well as below-18 beneficiaries who have stood on their feet by learning some skill.

The Kanyashree Scheme of the Bengal Government has been an unqualified success. Begun in October 2014 on the personal initiative of Chief Minister Mamata Banerjee, it has achieved to a large extent its main aims – encourage and enable education of girl children, prevent child marriage and trafficking of women through the awareness generated by education, and through the financial support for their education, enable girl children, especially those from poor families, to achieve self-sufficiency, self-awareness and self-confidence.

Kanyashree has encouraged girl children to stand up against their being married off against their will, to the extent of even having their parents arrested in some extreme cases. These social and educational successes have brought Kanyashree Scheme international fame too: the United Nations has earmarked the scheme as an international role model.

As per the scheme, girl children from the ages of 13 to 18 get Rs 750 per month to enable them to continue with their studies. Moreover, after crossing 18 and before reaching 19, Rs 25,000 is deposited into the accounts of girl children, to be used for further studies or as expenses towards their marriage. However, there is a rider: if the girl is married off before 18 years of age, the Rs 25,000 is not given. Thus this encourages the beneficiaries to continue their studies and marry at the right time.

The scheme is on course to achieve a new high-water mark soon – 40 lakh beneficiaries. With 39,22,650 enrolments, that’s now a given. This target, to be achieved within three years, was set at the outset of the scheme by Chief Minister Mamata Banerjee. Along with almost 40 lakh beneficiaries, there are 90 lakh applicants too.

 

 

সফল ‘কনাশ্রী’ দের পুরস্কৃত করবে রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী’র সেরা কন্যাদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভালো কাজের ভিত্তিতে ওই সংবর্ধনা দেওয়া হবে।ভালো কাজের জন্য সেরা কন্যাদের সম্মানিত করে উৎসাহিত করতে চান মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ৩৯ লক্ষ ২২ হাজার ৬৫০ জনের নাম কন্যাশ্রী প্রকল্পে নথিভুক্ত হয়েছে।

২০১৩-১৪ সালে কন্যাশ্রী প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ছিল, বাল্যবিবাহ বন্ধ করে মেয়েদের পড়াশুনো চালিয়ে যাওয়ায় উৎসাহ দেওয়া – তাই মেয়েদের জন্য স্কলারশিপ চালু করেন। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ রোধে রাজ্যে অনেকটাই সাফল্য মিলেছে। তবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিশোরী বা যুবতীদের শুধুমাত্র আর্থিক স্কলারশিপই নয়, প্রশিক্ষণও দেওয়া হবে। এ ব্যাপারে কারিগরি দপ্তরের সঙ্গেও কথাবার্তা চলছে।

কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই শুধু কেন্দ্রীয় সরকারের তরফেই নয়, বিদেশ থেকেও সমাদৃত হয়েছে। ইউনেস্কো’র তরফে পুরস্কৃত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারও পশ্চিমবঙ্গের এই প্রকল্পকে অনুসরণ করে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে।

কন্যাশ্রী প্রকল্পের অম্তর্গত পড়ুয়াদের মধ্যে যারা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন তাদের বার্ষিক ৭৫০ টাকা করে দেওয়া হয় আর বয়স ১৮ বছর বয়সের পর এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

A surge of development in Alipurduar

Bengal Chief  Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for a bouquet of projects in Alipurduar district.

The projects that were inaugurated include OPD of Falakata multi super speciality hospital, SNCU at Birpara State General Hospital, a gateway at Jaigaon, new administrative building of Falakata Police Station, Karma Tirthas, schools, roads, bridges, home stay, healthcare facilities.

She also laid the foundation of power sub-stations, administrative buildings, fire service stations, bus terminus at Jaigaon, schools, roads, eco-tourism projects among others.

The CM distributed benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sabuj Sathi, Sabuj Shree, agricultural equipment and others.

 

আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার

আজ আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফলাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগ, বীরপাড়া জেনারেল হাসপাতালে SNCU, জয়গাঁতে দ্বিতীয় ভুটান প্রবেশদ্বার, ফলাকাটা পুলিশ স্টেশনে নতুন প্রশাসনিক ভবন, কর্ম তীর্থ, স্কুল, রাস্তা, ব্রিজ, হোম স্টে, স্বাস্থ্য পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

পাওয়ার সাব স্টেশন, প্রশাসনিক ভবন, ফায়ার স্টেশন, জয়গাঁতে বাস টার্মিনাস, স্কুল, রাস্তা, ইকো ট্যুরিজম প্রজেক্ট সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী।

এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন সরকারী পরিষেবাও প্রদান করলেন মুখ্যমন্ত্রী।