Bengal Health Dept to come up with SOP for performing autopsy

In a bizarre practice, the procedures of performing autopsy were starkly different, till date, among different hospitals in Kolkata and that of districts. This system is set for a change as the State Health Department has come up with a set of ‘Standard Operating Procedures’ (SOP) for autopsies. A draft set of guidelines was prepared in 2015.
As per the new guidelines, the process of autopsy that has to be followed will be clearly mentioned. All hospitals – whether in the State capital or in districts – have to follow that. Additionally, the 5-page SOP lists the basic requirements for the morgues – their dimensions, internal environment etc.
Incidentally, for the last three months, autopsy reports in Kolkata are made available online by the Kolkata Police. An OTP is sent to the mobile number of a relative of the deceased, using which they can download it from the police’s website. Measures are being taken to launch this service across the State.

 

 

ময়নাতদন্তের অভিন্ন নিয়ম চালু হতে চলেছে রাজ্যে

 
একই রাজ্য৷ অথচ এতকাল অস্বাভাবিক প্রতিটি মৃত্যুর ঘটনায় বাধ্যতামূলক যে ময়নাতদন্ত , তা চলে আসছিল ভিন্ন ভিন্ন নিয়মে৷ শহরের মেডিক্যাল কলেজে এক রকম, জেলায় অন্য রকম৷ এহেন ব্যবস্থাটা বদলাতে চলেছে৷ গোটা রাজ্যে চালু হতে চলেছে ময়নাতদন্তের অভিন্ন নিয়ম, পদ্ধতি৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ২০১৫ সালে তৈরি হয় প্রথম খসড়া নিয়মাবলি৷
কী থাকবে নয়া নিয়মাবলিতে? প্রথমত, কোন পদ্ধতিতে ময়নাতদন্ত সম্পন্ন করবেন এক জন বিশেষজ্ঞ, সেটা চিহ্নিত করা রয়েছে৷ পাশাপাশি , মর্গের পরিবেশ কেমন হবে , আকার -আয়তন কেমন হবে , তা -ও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ৫ পাতার ‘এসওপি ’তে৷ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও দিশা দেখাতে চলেছে নয়া নিয়মাবলি৷
মাস তিনেক হল , কলকাতার মর্গে হওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সরাসরি ডাউনলোডের পদ্ধতি চালু হয়েছে৷ মৃতের ঘনিষ্ঠ আত্মীয়ের মোবাইল নম্বরে পাঠানো হয় একটি ওটিপি৷ সেই ওটিপি -র সাহায্যে ময়নাতদন্তের রিপোর্ট এখন সরাসরি কলকাতা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন নিকটজনেরা৷ এই পদ্ধতি যাতে গোটা রাজ্যেই চালু হয় , সেই ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর৷

Website to track missing persons at Gangasagar Mela

Tracking of missing persons at Gangasagar Mela is all set to get easier this year with the State Disaster Management Department, state police, state Inter Agency Group (IAG) and National Institute of Amateur Radio joining hands to develop a website that is solely dedicated to trace out missing persons.

It is for the first time in the country when such a portal, thoroughly dedicated for tracing a missing person, is being introduced in a fair. This is another first at this year’s Gangasagar Mela, like the State Government’s giving 16 satellite phones to police personnel at critical locations to ensure uninterrupted connectivity, even if there is an earthquake or a tsunami or any other emergency.

The details of the missing person along with description and contact number will be immediately uploaded in the portal and a docket number will be generated. The missing person’s relatives will have the option of tracking them by entering the docket number.

The site will also have the option of uploading voice recording of the missing person, which will be automatically translated through a tool. This will be of immense help for cases when it is difficult to decipher the accent of pilgrims.

It may be mentioned that the site has been developed by a member of the West Bengal Radio Club (Amateur Club), an organisation of amateur radio enthusiasts in the state. A team of 45 HAMs from the Club will be working at Gangasagar Mela this year.

গঙ্গাসাগর মেলায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করবে ওয়েবসাইট

 

গঙ্গাসাগর মেলাকে উদ্দেশ্য করে রাজ্য পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাজ্য ইন্টার এজেন্সি গ্রুপ এবং ন্যাশানাল ইন্সটিটিউট অফ অ্যামেচার রেডিও হাত মিলিয়েছে একটি ওয়েবসাইট তৈরী করার জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে গঙ্গাসাগর মেলায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করা হবে আরও সহজ।
নিরুদ্দেশ ব্যাক্তির নাম, বিবরন, যোগাযোগের নম্বর এই ওয়েবসাইটে আপলোড করা হবে, এবং একটি ডকেট নম্বর দেওয়া হবে। নিরুদ্দেশ ব্যাক্তির আত্মীয় পরিজনরা এই ডকেট নম্বরের মাধ্যমে নিরুদ্দেশ ব্যাক্তির ব্যাপারে যাবতীয় তথ্য পাবেন।
এই সাইটে নিরুদ্দেশ ব্যাক্তির গলার স্বরও আপলোড করা যাবে। এই স্বরটিও মুহূর্তে অনুবাদিত হবে। ভাষার সমস্যার ক্ষেত্রে এই টুলটি খুব কাজে দেবে।
কোনও মেলাকে কেন্দ্র করে নিরুদ্দেশ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তৈরী করা পোর্টাল দেশে এই প্রথম। গঙ্গাসাগরে নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করতে ও পাশাপাশি পুন্যার্থিদের দেখভালের জন্য এই প্রথম রাজ্য সরকার ১৬টি স্যাটেলাইট ফোন ব্যবহার করবে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও যোগাযোগ ব্যবস্থার কোনও অসুবিধে না হয়।

Source: Millennium Post

Leakage of Aadhaar data dangerous for country, says Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Monday criticised the Centre for the alleged leakage of data of some Aadhaar beneficiaries on more than 200 Central and state government websites and described it as “dangerous” for the individual, society and the country.

Her criticism came on a day when the Unique Identification Authority of India, in response to a report based on a RTI reply stating that 210 government websites had made Aadhaar data public, accepted that the data was displayed on the government websites.

“What is happening in the name of Aadhaar is extremely dangerous for freedom of expression. It is dangerous for the individual, for the society and for the country,” said Ms. Banerjee. She further alleged that because of Aadhaar even personal conversations may get leaked.

“Even the conversations between a mother and daughter or husband and wife may get leaked,” the Chief Minister said. She also raised questions over the logic behind linking phone numbers and bank accounts with Aaadhaar.

“I don’t know why they (the Centre) are doing it. We already have PAN card and voter identity card. There are some people like Muhammad bin Tughlaq who are happy in committing whimsical acts like demonetisation,” said Ms. Banerjee.

 

আধারের তথ্য ফাঁস, সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি সরকারি ওয়েবসাইটে আধারের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে জানিয়েছে আধার প্রস্ততকারক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। তারপরই বিষয়টি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘আধার অত্যন্ত বিপজ্জনক। আমি নিজে ইউনিক কার্ডের পক্ষপাতি। একটাই কার্ড হোক। ১০টা কার্ড তো আর হয় না। কিন্তু, আধার কার্ডের নাম করে মানুষের তথ্য ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে সেটা বিপজ্জনক।’’

পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের নীতি নিয়েও তাদের একহাত নেন। মমতা বলেন, ‘‘হঠাৎ করে মুদ্রা পরিবর্তন! একটা পাল্টে অন্য মুদ্রা চালু করে দেব। এটা খামখেয়ালিপনা। মহম্মদ বিনতুঘলকের মতো কাজ করা।’’

তিনি আরও বলেন, ‘‘এটা ডেঞ্জারাস ফর দ্য সোসাইটি। ডেনঞ্জারাস ফর দ্যা ইনডিভিজুয়াল। ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।’’

আধার কার্ড মানুষের গোপনীয়তার পরিপন্থী, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তুলেছিলেন।