The Jago Bangla Festival Edition for 2017 was released by Mamata Banerjee at a cultural function at Nazrul Mancha today.
A host of luminaries from various fields graced the occasion as well.
The cover page of the festive edition has been designed by Mamata Banerjee herself. The book starts with a preface by her, and features both fictional and non-fictional writing by some of the best writers and experts in various fields.
There are special features, including analyses, on the internationally-acclaimed Kanyashree Scheme, the social schemes initiated by the Chief Minister, the return to fortune for the muslin trade and the weavers, the folk songs of Bengal and the FIFA Under-17 World Cup.
জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ জাগো বাংলার উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি হয় নজরুল মঞ্চে।
বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।উৎসব সংখ্যার কভার পেজটি মুখ্যমন্ত্রী নিজেই ডিজাইন করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহালয়া যতদিন থাকবে ততদিন বাংলার ঐতিহ্য থাকবে।
শারদপত্রে রয়েছে বিশিষ্টদের কলম, নিবন্ধ, গল্প, কবিতা, বিশ্লেষণ, স্মৃতিচারণ ও সমাজ সংস্কৃতি বিষয়ক লেখা। এছাড়াও রয়েছে বর্তমান প্রজন্মের একঝাঁক লেখকের লেখা।