Bengal Govt to digitise Assembly records

Chief Minister Mamata Banerjee has recently announced that the State Government has decided to digitise the books and records that are there in the library located inside the Assembly building. The new e-library will be located at the Platinum Jubilee Memorial Building inside the Assembly premises, during whose foundation-stone laying she made the announcement. The building will also house a museum, an auditorium and a conference hall.

There are there are more than two lakh books in the existing library, for whose preservation digitisation is essential. The State Education Department will extend support in this connection. Further, after digitisation, the electronic archive would be opened to the public. Researchers from all over the world visit the library in the Assembly to study various books and documents.

Besides digitisation, the Chief Minister announced several other measures. One of this is to make available documents and books from the Assembly library to those who order for them in a much shorter time. For this purpose, staff strength is likely to be increased.

She also said that the documents in Bengali would be translated into English, for which the help of the British Council and Cambridge University might be sought.

Again, tie-ups with Bangladesh can be done as part of an academic exchange since the histories of Bengal and Bangladesh are inextricably linked.

 

Source: The Statesman

 

 

ই-লাইব্রেরীর মাধ্যমে বিধানসভার সমস্ত তথ্যই মানুষের সামনে তুলে ধরতে হবেঃ মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভার ২ লক্ষ বই ও নানা দলিলের ডিজিটাইজেশন করা হবে। একইসঙ্গে দেশবাসীর পাশাপাশি বিদেশীরাও যাতে এইসব তথ্যের মাধ্যমে সমৃদ্ধ হতে পারেন, সেই চেষ্টা করা হবে। বিধানসভায় প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনের শিলান্যাস করার পর বলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ক্রেডিবিলিটি বজায় রেখে তা সাধারন মানুষের সামনে তুলে ধরা উচিত।

পশ্চিমবঙ্গ সরকারই প্রথম নেতাজী সুভাষ সংক্রান্ত সমস্ত ফাইল জনসমক্ষে আনা হয়। বিধানসভাতেও গনতন্ত্রের ধারা বজায় রাখতে হবে। বিধানসভা গনতন্ত্রের মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা। কলকাতা ও রাজ্য পুলিশের লাইব্রেরী আছে, যা আরও উন্নত করা হবে। বিধানসভার লাইব্রেরীতে যে সতীদাহ প্রথা বিল রাখা আছে তা দেশের সংসদও গ্রহণ করেছে। এগুলিকে ই-লাইব্রেরীর মাধ্যমে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই বিল্ডিং হলে লাইব্রেরীর পরিধিও বাড়বে।

সম্প্রতি লন্ডনে সিস্টার নিবেদিতার বাড়ি হেরিটেজ ঘোষণার সময় আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ব্রিটিশ কাউন্সিলর ডিরেক্টরেটের কাছ থেকে তিনি জানতে পেরেছেন ১ লক্ষ বাংলা বই তারা ইংরাজিতে অনুবাদ করেছেন।

ই-লাইব্রেরী তৈরীতে উচ্চশিক্ষা দপ্তরও সহায়তা করতে পারে। এমনকি বিধানসভার সঙ্গেও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের চুক্তিও করা যেতে পারে। সমস্ত নথির ইংরেজি অনুবাদ করলে তা আন্তর্জাতিক স্তরে সকলেই বুঝতে পারবেন। এজন্য প্রয়োজনে বিধানসভার কর্মী বাড়াতে হবে। বাংলাদেশের সরকার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেও তথ্যের আদান প্রদান করা যেতে পারে। বাংলা ভাষা বিশ্বে পঞ্চম ও এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম।

বিধানসভায় যে বিল্ডিংটি তৈরী হচ্ছে সেখানে থাকবে লাইব্রেরী, অডিটোরিয়াম।

Source: The Statesman