State Govt facilitating delivery of ‘Ashwin Package’ for Bengalis residing overseas

Only a few weeks are left for Durga Puja. So orders for articles used during Durga Puja are coming thick and fast to exporters and vendors in Bengal.

The Bengali Association of Yorkshire in England has placed orders with the State Government for 8,000 of the red lotuses of Bankura. The government-run West Bengal Agro Industries Corporation Ltd. (WBAIC) is coordinating with the lotus growers in Bankura district.

Quite a few associations in London have conveyed to the State Government the need for other essential articles too – dhan (paddy leaves), durba (a type of grass), baelpata (leaves of wood apple trees), kola-bou (a stem of a banana plant decked up as a woman), etc. WBAIC is facilitating all requirements for these overseas Durga Puja committees.

After England, now the Bengali associations of USA too are showing a lot of interest in asking the Bengal Government to fulfil their requirements.

Naturally, all this is also leading to farmers and cultivators feeling happy, and what better gift than this during the Puja season.

 

লন্ডনে মিলবে কলাবউ, ধান-দূর্বা’র ‘আশ্বিন প্যাকেজ’

পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ইয়র্কশায়ার বাঙালি অ্যাসসিয়েশন আট হাজারটি বাঁকুড়ার লাল পদ্মের অর্ডার পাঠিয়েছে রাজ্যের কাছে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিগমের কর্তারা বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে যোগাযোগ করেছে।

লন্ডনের বেশ কিছু ক্লাব আগে থেকেই রাজ্যের কাছে জানিয়েছিল, শুধু পদ্মফুলই নয়, পুজোর অন্যান্য সরঞ্জাম হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলা-বউ এরও চাহিদা আছে তাদের। এবার সব চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম তাদের ‘আশ্বিন প্যাকেজ’ নিয়ে।

লাল পদ্ম, ধান, দূর্বা, কলা বউ নিয়ে আশ্বিন প্যাকেজে থাকছে পুজোর প্রয়োজনীয় নানান ধরনের উপকরণ।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলোর বিপুল চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এরফলেই আরও উৎফুল্ল হয়েছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আশ্বিন প্যাকেজের কথা জানতে পারছে আমেরিকার কিছু পুজো উদ্যোক্তারা। ‘লন্ডনের পরে এবার আমেরিকা যাবে বাংলার কলা বউ’ গৌরবের সঙ্গে বললেন রাজ্যের এক শীর্ষ আধিকারিক।

Source: Khabar 365 Din