The State Government has chalked out a unique plan of developing cultural tourism in the Darjeeling Hills region by showcasing the customs, food habits and rituals of the tribal groups residing there.
West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which comes under the aegis of the State Micro, Small and Medium Enterprises (MSME) Department will be executing the project. WBKVIB has signed memorandums of understanding (MoU) with 15 of the culture and development boards set up by the government.
For each of these boards, WBKVIB will set up Folk Art Centres, where the tribal people will be able to showcase their traditional dress, weapons, musical instruments and other specialties. Handicrafts will also be available for display as well as sale at these centres. Each of the boards will be allocated a sum of Rs 2 to 3 lakh.
More than eight of the 15 development boards have already earmarked land for the Folk Art Centres. The rest will complete the work soon. These centres will be projected as tourist destinations by the State Tourism Department.
আদিবাসী সংস্কৃতি তুলে ধরা হবে পাহাড়ের পর্যটনকে উন্নীত করতে
রাজ্য সরকার পরিকল্পনা করেছে পাহাড়ের পর্যটনকে আরও একধাপ উন্নত করতে এবার পাহাড়ের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রীতি, খাদ্যাভাস ও অনুষ্ঠানকে তুলে ধরা হবে।
ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড এই প্রকল্প রূপায়নের দায়িত্বে আছে। এবিষয়ে ১৫টি (গোর্খা, নেপালি, লেপচা, মায়েল, তামাং, শেরপা, ভুটিয়া, খাম্বুরাই, মানগড়, লিম্বু, নেওয়ার, খাস, কামী, ধিমাল, ভুজেল) সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রর সঙ্গে এ বিষয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য লোক শিল্প কেন্দ্র গড়া হবে। এই কেন্দ্র গুলিতে আদিবাসীরা তাদের পারম্পরিক বেশভূষা, অস্ত্র, বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী সকলের সামনে তুলে ধরবেন। এতে পাহাড়ে পর্যটনের আকর্ষণ আরও বাড়বে।
গত মার্চে অনুষ্ঠিত পাহাড়ের সম্মেলনে আধিকারিকরা এই উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন ও তাদের জমি খোঁজার নির্দেশ দিয়েছিলেন যেখানে সরকার এই লোক শিল্প কেন্দ্রগুলি গড়বে। ইতিমধ্যেই আটটি উন্নয়ন বোর্ড জমি খুঁজে পেয়েছে।
আদিবাসীদের তৈরী জিনিসপত্রও থাকবে এই কেন্দ্রগুলিতে। প্রতি উন্নয়ন বোর্ডকে এর জন্য ২ থেকে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। প্রতি উপজাতির পোশাক আলাদা, তাদের অস্ত্রও আলাদা ধরনের। তারা তাদের পারম্পরিক গান ও নাচের মাধ্যমে তাদের অনুষ্ঠান পালন করে।
এসবের মাধ্যমে পর্যটকদের খুব ভালো করে আকর্ষিত করা যাবে। এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ইতিমধ্যেই ১৫ কোটি টাকা ধার্য করেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পরিকল্পনা আছে দেশী ও বিদেশী পর্যটকদের কাছে পাহাড়ের পর্যটনকে তুলে ধরার।
Source: Millennium Post