Bengal Govt to open outlets in districts for rural women to sell their handicrafts

Women in rural areas of Bengal who make various items of handicraft would soon be getting more opportunities to sell their wares.

The State Government agency, West Bengal Swarojgar Corporation Limited (WBSCL), which looks after the setting up of and improving self-employment opportunities for people, especially in non-urban regions, is opening outlets in every district headquarters where the women can set up shop temporarily. No rent would be taken from them. The earnings would go entirely to them.

This would give the women access to a much wider market – the urban clientele, who have a much higher purchasing power. The outlets would be built by WBSCL at its own cost.

As of now, the government organises annual handicrafts fair, one at the state-level and at district levels, where these women sell their goods. They also sell their goods from the Karma Tirthas which the government is setting up.

 

গ্রামের মহিলাদের তৈরী সামগ্রী বিক্রীর জন্য প্রত্যেক জেলা সদরে আউটলেট খুলবে রাজ্য

গ্রামের মহিলাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন দপ্তরকে তিনি এই নিয়ে ভাবনাচিন্তা করার কথা বলেছেন।

সেইমত, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম প্রতিটি জেলা সদরে একটি করে আউটলেট করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী আর্থিক বছরেই এই আউটলেট চালু হয়ে যাবে।

স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলা, বাড়িতে নানা জিনিস তৈরি করেন, তাঁরা ওই আউটলেটে গিয়ে বিক্রি করতে পারবেন। নিগম নিজস্ব তহবিল থেকেই এই আউটলেটগুলি তৈরি করছে।

এখানে ব্যবসা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁরা এখানে ব্যবসা করার সুযোগ পাবেন।

Source: Bartaman