To encourage more young tourists, the Bengal Government has decided to come up with more facilities for adventure tourism across the state, and enable private ventures too.
For this, is will soon come up with a comprehensive policy. The draft policy has already been made. A primary aspect of the policy would be safety features, which would be strictly enforced.
Facilities would be developed in Digha, Tajpur, Mandarmani, Darjeeling, Kalimpong and other popular spots. New spots would also be developed based on adventure tourism. Beach biking, river rafting, kayaking, paragliding, etc. would be developed.
তরুণ প্রজন্মকে টানতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জোর
তরুণ প্রজন্ম ও বিদেশীদের বাংলায় টেনে আনতে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম’-এ জোর দিচ্ছে রাজ্য সরকার। এজন্য বিশেষজ্ঞদের দিয়ে পরিকল্পনা তৈরী করা হচ্ছে।
শীঘ্রই নতুন ভাবে পর্যটন নীতি কার্যকর হতে চলেছে, যার খসড়াও ইতিমধ্যে তৈরী করে ফেলেছেন দপ্তরের আধিকারিকরা। রাজ্যের দিঘা, তাজপুর, মন্দারমণি, দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়, নদী কিংবা সমুদ্রে ঘেরা বিভিন্ন পর্যটনক্ষেত্রে অ্যাডভেঞ্চার রাইডিংকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছে দপ্তর। এক্ষেত্রে বিচ বাইকিং, রিভার র্যাবফটিং, প্যারাগ্লাইডিং কিংবা ক্লিফ ডাইভিংয়ের মতো রোমহর্ষক রাইডিং দ্রুত চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুরোদমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালুর আগে পর্যটকদের নিরাপত্তার দিকটি সুরক্ষিত করা হবে। শুধুমাত্র নানা ধরনের রাইডিংই নয়, পর্যটনক্ষেত্রে আরও আকর্ষণীয় করে তুলতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ভাবছে রাজ্য সরকার।
ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝে বনবাংলোয় কিংবা তাজপুর, মন্দারমণির সমুদ্রের তীরে প্রতি শনি ও রবিবার নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার কথা ভাবা হচ্ছে। স্থানীয় লোকশিল্পীরাই এই অনুষ্ঠানে অংশ নেবেন। এতে পর্যটকদের বিনোদনের পাশাপাশি শিল্পীদের আয়েরও ব্যবস্থা হবে।