More Bengal Govt scholarships for aspiring mountaineers

In a bid to encourage more youths to take interest in mountaineering and adventure sports, the Mamata Banerjee Government has decided to provide scholarships to more candidates for training at the Himalayan Mountaineering Institute (HMI) from this year.

This move complements the fact that as many as 20 mountaineers from Bengal have managed to reach the summit of Mount Everest after the new regime took over in the State. Only two mountaineers had achieved this during the 34-year rule of the erstwhile Left Front Government.

The State Youth Services and Sports Department has also increased the financial assistance granted for expeditions to mountains more than 8,000 metres high from Rs 5 lakh to Rs 7.5 lakh. From 2018 onwards, 150 candidates will be selected through trials for full State Government scholarships for undergoing basic and advanced training in mountaineering at the HMI.

The Youth Services and Sports Department has noted that, in the past six and a half years, the number of candidates aged between 18 and 35 years appearing for the trials and seeking selection for mountaineering training has increased.

The trial camps are mainly held at Durgapur, Siliguri and Kolkata. Last year, more than 500 aspirants had turned up for the trials, and this is expected to go up in the coming year. The process of selection of candidates for scholarships will start in November.

Both men and women candidates need to pass a set of tests to get selected for the scholarship and be eligible for the basic and advanced training at HMI. The selected youths are sent in batches for training, which continues round-the-year.

 

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে জোর রাজ্যের

পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে মানুষকে উৎসাহিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০১৮ সাল থেকে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে প্রশিক্ষণের জন্য আরও বেশী সংখ্যক মানুষকে বৃত্তি দেওয়া হবে।

বাম আমলে যেখানে রাজ্য থেকে মাত্র ২ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছিল, রাজ্যে পালাবদলের পর সরকারের তরফে বিভিন্ন সাহায্য পাওয়ার ফলে এই ক’বছরে ২০ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গ জয় করেছে।

পাশাপাশি, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৮০০০ মিটারের বেশী উচ্চতার পর্বতারোহণে আর্থিক অনুদান ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭.৫ লক্ষ টাকা করেছে।

২০১৮ সাল থেকে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নির্বাচিত করা হবে যারা রাজ্য সরকারের তরফ থেকে বৃত্তি পাবে যাতে তারা বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং নিতে পারে। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর, ৭০ থেকে ৮০ জন পর্বতারোহীকে বৃত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষের সংখ্যাই অধিক।

দুর্গাপুর, শিলিগুড়ি ও কোলকাতাতে ট্রায়াল ক্যাম্প করা হবে। গত বছর ৫০০ জন উৎসাহী ট্রায়াল ক্যাম্পে যান; এবছর এই সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে আগামী নভেম্বর মাসে। এই বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং-এর জন্য নির্বাচিত হতে গেলে সবাইকেই ( পুরুষ ও মহিলা) কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

এই বাছাই করা উৎসাহীদের ব্যাচে ব্যাচে ভাগ করে সারা বছর ধরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

 

 

International Children’s Film Festival begins today

Seventh Kolkata International Children’s Film Festival begins today. The festival will continue till January 27. Child actor Kusmit Gill (of Sniff) and the two child actors Noor Islam and Samiul Islam (of Sahaj Pather Goppo) will inaugurate the festival. ‘Sniff’ will be the inaugural film.

Adventure is the theme of this year’s festival. 200 films from 32 nations will be screened. Some of the films to be screened include: Coco, Boss Baby, Jumanji, Amazon Obhijaan, Twenty Thousand Leagues Under The Sea, Toy Story 3.

A new section this year is “Celebrity Choice”. Favourite films of famous personalities – Sandip Ray, Prosenjit Chatterjee, Shirshendu Mukherjee, Gautam Ghose, Lopamudra Mitra and others – will be screened. Tributes will be paid to Shashi Kapoor and Partha Mukhopadhyay. There will be exhibitions on Feluda and Satyajit Ray.

The films will be screened at Nandan 1, 2, 3, Rabindra Sadan, Nazrul Tirtha, Star Theatre, Ahindra Mancha. Cultural performances will be held at Rabindra Sadan. Quiz competition for children will be held on January 23. The closing film of the festival is ‘Feluda: Fifty Years of Ray’s Detective’ directed by Sagnik Chatterjee.

 

আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সপ্তম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ থেকে নন্দন ১-‌এ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের উদ্বোধন করবেন ‘‌স্নিফ’‌-‌এর শিশুশিল্পী কুস্মিত গিল ও ‘‌সহজপাঠের গপ্পো’‌–‌‌এর দুই শিশু অভিনেতা নুর ইসলাম এবং সামিউল আলম। এবারের শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি অমল গুপ্তের ‘স্নিফ‌’।

এবারের উৎসবের থিম ‘‌অ্যাডভেঞ্চার’‌‌। দেখানো হবে ৩২টি দেশের ২০০টি চলচ্চিত্র। অ্যাডভেঞ্চার ছবিগুলোর মধ্যে ‘কোকো‌’‌, ‘বস বেদী‌’‌, ‘‌জুমানজি’‌, ‘আমাজন অভিযান‌’‌, ‘টোয়েন্টি থাউজ্যান্ড লিগ আন্ডার দ্য সি‌’‌, ‘টয় স্টোরি ৩‌’‌–‌‌এর মতো বিখ্যাত ছবিগুলি রয়েছে।

এবারের নতুন সংযোজন ‘‌সেলিব্রিটি চয়েস’‌। বিখ্যাত ব্যক্তিদের ছোটবেলার প্রিয় ছবিগুলি এই বিভাগে স্থান পেয়েছে। তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায়, গৌতম ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্রের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত দুই শিল্পী শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হবে তাঁদের অভিনীত ছবি দেখিয়ে। এবারের উৎসবে ফেলুদাকে নিয়ে একটি প্রদর্শনী ‘‌ফেলুদা সরগরম’‌ উদ্বোধন হবে একই দিনে বিকেল ৪টেয় গগনেন্দ্র প্রদর্শশালায়। এবারের উৎসবের স্মারকপুস্তিকা সত্যজিৎ রায়কে নিয়ে ‘সত্যজিৎ একাই ১০০‌’‌। সম্পাদনা করেছেন সন্দীপ রায়।

এবারের উৎসবে নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার থিয়েটার, অহীন্দ্র মঞ্চে ছবিগুলি দেখানো হবে। এছাড়াও প্রতিদিন রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মঞ্চে চলবে শিশু–‌‌কিশোরদের আড্ডা। ২৩ জানুয়ারি এই মঞ্চে থাকছে সিনেমা নিয়ে কুইজ। এবারের উৎসবে সমাপ্তি ছবি সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা, ফিফটি ইয়ার্স অফ রে’‌স ডিটেকটিভ’‌।‌‌

Image is representative

 

Financial assistance to be given by State Govt for mountaineering & adventure sports

The Bengal Government, in order to enthuse more people, especially the youth, to participate in mountaineering and adventure sports, has announced an increase in financial assistance to those who will participate in expeditions to peaks more than 8,000 metre high.

This was announced by the Youth Services and Sports Minister at a function recently, where leading mountaineers of the state were awarded the Radhanath Sikdar-Tenzing Norgay Adventure Award and the Chhanda Gayen Bravery Award.

The financial assistance will be increased to Rs 7.5 lakh, from Rs 5 lakh. It may be mentioned that Rs 25,000 is given annually to more than 50 mountaineering and adventure sports club in the state.

The minister further said that awareness about mountaineering and adventure sports need to be created among schoolchildren, and the mountaineering and adventure sports clubs also have to play a major role in this connection.

Source: Millennium Post

পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

বাংলা থেকে আরও বেশী সংখ্যক মানুষকে, বিশেষ করে যুবদের, পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে আগ্রহী করে তুলতে আর্থিক সহায়তার মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সহায়তা তারাই পাবেন যারা ৮০০০ মিটার উচ্চতার ওপরে অভিযানে অংশ নেবে।

রাধানাথ শিকদার, তেঞ্জিং নোরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এবং ছন্দা গায়েন ব্রেভারি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যুব কল্যাণ তথা ক্রীড়া মন্ত্রী একথা জানান।

এই আর্থিক সহায়তার পরিমাণ ৫ লক্ষ থেকে এক ধাক্কায় বাড়িয়ে ৭.৫ লক্ষ করা হবে। প্রসঙ্গত, রাজ্যের ৫০টিরও বেশী পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবকে বার্ষিক ২৫,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

মন্ত্রী বলেন, স্কুল পড়ুয়াদের মধ্যেও পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যাপারে সচেতনতা বাড়ানো হবে ও তাদের উৎসাহিত করা হবে। পর্বতারোহণ এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবগুলোকেও এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।