Bengal FM hits out at Centre for not releasing any funds for flood relief

State Finance and Industry Minister Amit Mitra on Tuesday alleged that the Centre has not released any fund for the flood-like situation in the state.

“The state had demanded Rs 6,068 crore but the Centre has not made any financial assistance for undertaking flood relief work. The state alone had spent Rs 772.6 crore from the State Disaster Relief Fund but the National Disaster Relief Fund has not allocated a penny,” Dr Mitra said.

The state Finance minister also hit out at the centre alleging that sending a team from Delhi to the districts having flood-like situation was a mere eyewash.

Dr Mitra reiterated that a total of 254 blocks, 51 municipalities, 1,691 gram panchayats and 15,702 villagers received the state’s aid. “This is testimony to the fact that there has been no discrimination was made on political grounds,” he added.

Two other ministers also raised their voices against the Centre for ignoring the state by not responding to the demands of their respective departments at the state Assembly’s question answer session.

State Law Minister was vocal against stoppage of matching grants for the Centre in the last few years that has posed a hindrance in the setting up of court buildings. State Consumer Affairs and Self Help Group Minister was vocal against the non co-operation of the banks in providing loans to the SHGs.

 

বন্যাত্রাণে এক টাকাও দেয়নি কেন্দ্র, বিধানসভায় সরব অমিত মিত্র 

বন্যাত্রাণে ৬০৬৮ কোটি টাকা কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এক টাকাও মেলেনি। কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যে এসেছে। চারদিন ধরে ঘুরে বেড়িয়েছে। ওই পর্যন্তই। পুরোটাই ভেল্কি! কোনও উত্তর কেন্দ্রের তরফে রাজ্যকে দেওয়া হয়েনি। মঙ্গলবার বিধানসভায় ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্র না দিলেও, ওই খাতে রাজ্য ইতিমধ্যিই ৭৮২ কোটি টাকা খরচ করে ফেলেছে।”

এদিন অমিতবাবু ব্লক, পুরসভা ও পঞ্চায়েত ধরে অর্থ খরচের ব্যাখ্যা দেন।বলেন “২৪৫ টি ব্লক, ৫১ টি পুরসভা, ১৬৯৮ টি গ্রাম পঞ্চায়েতকে এই ত্রাণ দেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার গ্রামের ৮৪ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। বন্যায় অনেক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল। আমরা ৪ লক্ষ ৯৭ হাজার ৩৬২ টি বাড়ি সংস্কারের জন্য অর্থ দিয়েছি। ৭ লক্ষ ১৯ হাজার ৫২৪ টি ত্রাণশিবির করা হয়েছে।”

তৃণমূলের বঙ্কিমচন্দ্র হাজরার প্রশ্নের উত্তরে অমিতবাবু এদিন এই তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট বলেন, “রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র।”

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Bengal Govt to provide space to set up banks in rural areas

The Bengal government will help by providing basic infrastructure like space to set up banks in villages where they are yet to be established, the state Finance Minister Dr Amit Mitra has said.

Dr Mitra held a meeting with the top brass of all banks and chambers of commerce at Nabanna on Monday. Senior officials of the state government were also present at the meeting in which district magistrates gave their views on the matter through a video conference. Chief Minister Mamata Banerjee had expressed her concerns over the issue of villages in Bengal without banks while presiding over an administrative review meeting in Howrah on Friday. She had also expressed her wish to be present at the Finance minister’s meeting but couldn’t as she had to leave for Delhi before it was conducted.

Dr Mitra said that it was decided in the meeting that the state government will be providing basic infrastructure to set up banks. The government will provide space of around 300 to 400 square feet in panchayats and other office buildings where branches of nationalised banks could be set up. The first issue that came up at the meeting was that there are around 706 gram panchayats and 359 villages with a population exceeding 5,000 that do not have any bank.

The district magistrates have been asked to file a report stating the availability of space in such villages that can be given to banks to set up their branches. A detailed report on this issue has to be submitted within the next 15 days. The Chief Minister had recently also expressed concerns that farmers were not getting loans despite having Kisan Credit Cards (KCC). Both the issues came up during the meeting held at the state Secretariat on Monday. A decision has been taken to take the necessary steps to ensure that loans are sanctioned to KCC card holders.

At present, farmers having KCC are entitled to loans of Rs 37,091 and a new target has been set to give them a loan of Rs 50,000. Each of the SHGs gets loans of Rs 1.48 lakh. In 2016-17, a target was set to give a loan of Rs 3,263 crore to SHGs but Rs 3,417 crore was instead given as loan to the SHGs. In Monday’s meeting, issues like the Artisan Credit Card and the setting up of more micro ATMs and ATMs in rural areas have also been discussed.

 

রাজ্যের সব গ্রামে ব্যাঙ্ক তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের সমস্ত গ্রামেই এবার ব্যাঙ্ক গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার।  সোমবার এই মর্মে অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,গ্রামাঞ্চলে ব্যাঙ্ক গড়ে তুলতে রাজ্য সরকার ৩০০ থেকে ৪০০ স্কোয়ার ফুট করে জায়গা দেবে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা করতে।

রাজ্যের যে ৭০৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্ক নেই ,সেখানে ব্যাঙ্ক গড়ে তুলতে গেলে কি ধরণের পরিকাঠামোর প্রয়োজন তারই বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের। এছাড়া ও আর ও যে ৩৫৯ টি গ্রাম চিহ্নিত হয়েছে ,যেখানে জনসংখ্যা ৫ হাজারের বেশি ও আশপাশের ৫ কিলোমিটাররে মধ্যে কোনও ব্যাঙ্ক নেই সেই সমস্ত জায়গার রিপোর্ট আগামী ১০দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের।

গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকার সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রামের সাধারণ মানুষের এই বাস্তব সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের কাছে। গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকায় জন্য গ্রামের কৃষকদের কৃষাণ ক্রেডিট  কার্ডে ঋণ পেতে বা স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাঙ্ক ঋনের টাকা পেতে প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনকি ক্ষুদ্র ও কুঠির শিল্পে সরকারি ঋনের টাকা পাওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবারই অর্থমন্ত্রী অমিত মিত্র সমস্ত বণিকসভার প্রতিনিধি ,একাধিক ব্যাঙ্কের প্রতিনিধি ও রাজ্যের সমস্ত দফতরের সচিব ও প্রধান সচিবদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল করা হয়েছিল।

রাজ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বতেও কিষান ক্রেডিট কার্ড ,স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋন প্রদান বা ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যের সাফল্য চোখে পড়ার মতো।

 

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।