Not just MSMEs, even exporters hit by GST in West Bengal: Amit Mitra

Reiterating his stand against the July 1 roll-out of the goods and services tax (GST), West Bengal finance minister, Amit Mitra, on Thursday said the GST hasn’t benefitted either the exporters or the micro, small and medium enterprises (MSME) in the country. Besides, the transition to GST hasn’t been smooth.

“I had repeatedly said to postpone the launch of July 1. What is the impact? It is everyday postponements. They are saying that the Goods and Service Tax Network (GSTN) could not take the load, this is what I had predicted but they did not pay heed to that,” he said during an interactive session with industry body Assocham.

Mitra alleged that the GSTN has to handle around 300-340 crores of up-linking and the government tested it with 200 companies per state, of which 30 per cent “didn’t work well”.

The Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government is one of the sharpest critics of the July 1 roll-out of the GST. The government’s stance is based on the projection that the MSME segment in particular, which is yet to understand GST, will be hit hard. Also, the state government had questioned the country’s preparedness to meet the July 1 deadline.

“MSMEs are in jeopardy and now I come to know that even exports have been hit. I have asked Union Finance Minister (Arun) Jaitley to produce a white paper and call an emergency meeting. The matter has to be taken up at the GST council. People are desperate,” he added.

The state finance minister also urged industry bodies like Assocham to speak out in case the industry faces difficulties and their associations are unable to voice their concerns on the problems faced in the wake of the GST roll-out. Mitra further, asked the industry body to provide him with inputs so that the ongoing issues can be taken up at the right forum.

 

জিএসটি নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন অমিত মিত্র

রাজ্য সরকার নীতিগতভাবে জিএসটি’র পক্ষে। কিন্তু যেভাবে জিএসটি চলছে, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদৌ খুশি নন, তা নিয়ে বারবার তিনি সরব হয়েছেন। তাড়াহুড়ো করে এই কর ব্যবস্থা চালু করতে গিয়ে শিল্পমহল বেকায়দায় পড়ছে বলে অভিযোগ এনেছেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্রও। এবার তিনি শিল্পসভায় এসে এই নিয়ে শিল্পপতিদেরও সরব হতে বললেন। বোঝালেন, জিএসটি’র নামে যা চলছে, তাতে আপনাদেরই ক্ষতি। তবে শিল্পমহলকে এই আরজি জানাতে গিয়ে প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় সরকারকে খোঁচাও দিলেন অমিত মিত্র। শিল্পপতিদের বললেন, আগে যেভাবে আপনারা কোনও বিষয়ে প্রকাশ্যে বিরোধিতা করতে পারতেন বা সরব হতে পারতেন, সেভাবে এখন আর করা যায় না। এখন এই বিষয়ে সরকার অনেক সতর্ক নজরদার। সরকার বলতে তিনি যে নরেন্দ্র মোদির সরকারকেই বিঁধছেন, তা বুঝিয়ে তিনি বলেন, আমি বুঝি এখনকার পরিস্থিতিটা।

সর্বভারতীয় বণিকসভা অ্যাসোচেমের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার অমিত মিত্র বলেন, জিএসটি যে একটা বিরাট সমস্যা তৈরি করতে চলেছে, সেই বিষয়ে আমরা সবার আগে সরব হয়েছিলাম। এখন স্পষ্ট হয়ে গিয়েছে, কীভাবে ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলা হয়েছে। এখন তো দেখা যাচ্ছে যাঁরা রপ্তানি করেন, তাঁরাও বিরাট বিপদে পড়ে গিয়েছেন। এখনও জিএসটি পরিকাঠামো তৈরি হয়নি। শিল্পের সব কিছুই এখন থমকে আছে। এই নিয়ে জিএসটি কাউন্সিলকে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছেন অমিতবাবু। তাঁর কথায়, ১ জুলাই থেকে এই করবিধি চালু হয়েছে। কিন্তু তার বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে জিএসটির সর্বোচ্চ নীতিনির্ধারক হিসাবে কাউন্সিলের কাছে আমরা জানতে চেয়েছি।

জিএসটি’র কারণে ইনসপেক্টররাজ আরও বাড়বে বলে আগেও অভিযোগ করেছিল রাজ্য সরকার। এদিনের শিল্পসভায় সেই প্রসঙ্গ টেনে এনে অমিতবাবু বলেন, শুধু ইনসপেক্টররাজ নয়, এক্ষেত্রে শিল্পপতিদের জেলে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রীর সাফাই, আমাদের হাতে ভ্যাট থাকার সময় আমরা ছ’বছরে মাত্র দু’টি ক্ষেত্রে কর ফাঁকির বিরুদ্ধে এফআইআর করেছি। কিন্তু একজনকেও জেলে পাঠানো হয়নি। কিন্তু এখানে বলা হয়েছে দু’কোটি টাকার মামলায় জামিনযোগ্য গ্রেপ্তারি এবং পাঁচ কোটি টাকার মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি জুটতে পারে কপালে।

জিএসটি নিয়ে যা চলছে, তার বিরুদ্ধে অ্যাসোচেমকে সরব হতে বলেন অমিতবাবু। অবশ্য এর পাশাপাশি তিনি বলেন, আপনারা এখন তো বেশি কিছু বলতেও পারবেন না। এরপরই অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনি জানেন। যাঁরাই সরব হবেন, তাঁদের অনুষ্ঠানে মন্ত্রীরা আসবেন না। আগেও সরকারের বিরুদ্ধে কথা বললে সমস্যা হত। সেক্ষেত্রেও হয়তো মন্ত্রীরা রেগে গেলেন। কিন্তু সেই রাগ ১০ দিনে নেমেও যেত। এখন গোটা বিষয়টিকেই দেখা হয় অনেক বেশি নিবিড়ভাবে। ফলে সমস্যা বেশি।

 

Bengal Govt to provide space to set up banks in rural areas

The Bengal government will help by providing basic infrastructure like space to set up banks in villages where they are yet to be established, the state Finance Minister Dr Amit Mitra has said.

Dr Mitra held a meeting with the top brass of all banks and chambers of commerce at Nabanna on Monday. Senior officials of the state government were also present at the meeting in which district magistrates gave their views on the matter through a video conference. Chief Minister Mamata Banerjee had expressed her concerns over the issue of villages in Bengal without banks while presiding over an administrative review meeting in Howrah on Friday. She had also expressed her wish to be present at the Finance minister’s meeting but couldn’t as she had to leave for Delhi before it was conducted.

Dr Mitra said that it was decided in the meeting that the state government will be providing basic infrastructure to set up banks. The government will provide space of around 300 to 400 square feet in panchayats and other office buildings where branches of nationalised banks could be set up. The first issue that came up at the meeting was that there are around 706 gram panchayats and 359 villages with a population exceeding 5,000 that do not have any bank.

The district magistrates have been asked to file a report stating the availability of space in such villages that can be given to banks to set up their branches. A detailed report on this issue has to be submitted within the next 15 days. The Chief Minister had recently also expressed concerns that farmers were not getting loans despite having Kisan Credit Cards (KCC). Both the issues came up during the meeting held at the state Secretariat on Monday. A decision has been taken to take the necessary steps to ensure that loans are sanctioned to KCC card holders.

At present, farmers having KCC are entitled to loans of Rs 37,091 and a new target has been set to give them a loan of Rs 50,000. Each of the SHGs gets loans of Rs 1.48 lakh. In 2016-17, a target was set to give a loan of Rs 3,263 crore to SHGs but Rs 3,417 crore was instead given as loan to the SHGs. In Monday’s meeting, issues like the Artisan Credit Card and the setting up of more micro ATMs and ATMs in rural areas have also been discussed.

 

রাজ্যের সব গ্রামে ব্যাঙ্ক তৈরী করবে রাজ্য সরকার

রাজ্যের সমস্ত গ্রামেই এবার ব্যাঙ্ক গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার।  সোমবার এই মর্মে অর্থমন্ত্রী অমিত মিত্র নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ,গ্রামাঞ্চলে ব্যাঙ্ক গড়ে তুলতে রাজ্য সরকার ৩০০ থেকে ৪০০ স্কোয়ার ফুট করে জায়গা দেবে। সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা করতে।

রাজ্যের যে ৭০৬ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্ক নেই ,সেখানে ব্যাঙ্ক গড়ে তুলতে গেলে কি ধরণের পরিকাঠামোর প্রয়োজন তারই বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের। এছাড়া ও আর ও যে ৩৫৯ টি গ্রাম চিহ্নিত হয়েছে ,যেখানে জনসংখ্যা ৫ হাজারের বেশি ও আশপাশের ৫ কিলোমিটাররে মধ্যে কোনও ব্যাঙ্ক নেই সেই সমস্ত জায়গার রিপোর্ট আগামী ১০দিনের মধ্যে জমা করতে বলা হয়েছে জেলাশাসকদের।

গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকার সমস্যা দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রামের সাধারণ মানুষের এই বাস্তব সমস্যার কথা তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের কাছে। গ্রামগুলোতে ব্যাঙ্ক না থাকায় জন্য গ্রামের কৃষকদের কৃষাণ ক্রেডিট  কার্ডে ঋণ পেতে বা স্বনির্ভর গোষ্ঠীগুলো ব্যাঙ্ক ঋনের টাকা পেতে প্রতিনিয়তই সমস্যার মধ্যে পড়তে হয়।

এমনকি ক্ষুদ্র ও কুঠির শিল্পে সরকারি ঋনের টাকা পাওয়াও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সোমবারই অর্থমন্ত্রী অমিত মিত্র সমস্ত বণিকসভার প্রতিনিধি ,একাধিক ব্যাঙ্কের প্রতিনিধি ও রাজ্যের সমস্ত দফতরের সচিব ও প্রধান সচিবদের নিয়ে বৈঠক করেন নবান্নে। এদিন বৈঠকে সমস্ত জেলার জেলাশাসকদেরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামিল করা হয়েছিল।

রাজ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যা থাকা সত্ত্বতেও কিষান ক্রেডিট কার্ড ,স্বনির্ভর গোষ্ঠীগুলোকে ঋন প্রদান বা ক্ষুদ্র ও কুটির শিল্পে রাজ্যের সাফল্য চোখে পড়ার মতো।

 

 

Bengal Govt to set up NSOU unit in Jalpaiguri

The Bengal government has decided to set up a unit of Netaji Subhas Open University (NSOU) in Jalpaiguri to cater to large number of the students in various districts in north Bengal.

State Finance Minister Dr Amit Mitra announced that a branch of the NSOU will soon be opened in north Bengal which will help the students there.

The state government is taking proactive steps to ensure that the new branch of the NSOU is opened as early as possible. The step was taken by the government keeping in the mind that large number of students from various parts of north Bengal seek higher studies and apply in other branches of the university.

 

জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের শাখা গড়বে রাজ্য সরকার

উত্তর বঙ্গের বিভিন্ন জেলার ছাত্র ছাত্রীদের জন্য জলপাইগুড়িতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এ কথা ঘোষণা করেন।

এই শাখাটি যথা সম্ভব তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হল উত্তর বঙ্গের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক উৎসাহী ছাত্র ছাত্রী অন্যান্য জেলায় পড়ার জন্য আবেদন করছে।