June 27, 2019
Ahamed Hassan Imran speaks during a Calling Attention Motion on the situation arising due to climate change in the country

FULL TRANSCRIPT
Thank you Sir, with your permission I would like to speak in Bangla, my mother tongue, the language of Rabindranath Tagore and Kazi Nazrul Islam.
জলবায়ু পরিবর্তন যা নিয়ে অন্যান্য মাননীয় সদস্যরা বলেছেন, আমাদের দেশ ও দুনিয়ার জন্য একটা বড় বিপদ হিসেবে দেখা দিয়েছে। তাই, আমি আশা করব আজকের এই আলোচনা যেটা এই রাজ্যসভায় হচ্ছে, তাকে আমাদের নীতি নির্ধারকরা, মন্ত্রী ও আমাদের সরকার, গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন।
প্রথমেই পরিবেশ, বনাঞ্চল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর কাছে আমার সুনির্দিষ্ট দুটি প্রশ্ন রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর জাতিয় স্তরের সমীক্ষা এবং গবেষণার নিদারুণ অভাব রয়েছে। বিশ্বব্যাঙ্কের এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৬০ কোটি ভারতীয় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ঝুঁকির মধ্যে রয়েছেন। তবুও কিন্তু ভারতে, যেখানে এই গ্রহের প্রতি সাত জন লোকের মধ্যে একজন বাস করেন, সেখানে এই আবহাওয়া পরিবর্তনের ওপর তেমন কোনও ভালো সমীক্ষা জাতীয় পর্যায়ে করা হয়নি। এটা খুবই দুঃখের।
জলবায়ু পরিবর্তন আমাদের যে সমস্যার মধ্যে এনে দাঁড় করিয়েছে সেই সম্বন্ধে নীতিমালা তৈরী করতে হলে ভারতকে অবশ্যই তথ্য ও পরিসংখ্যান হাসিল করতে হবে যার দ্বারা কৃষি, স্বাস্থ্য, উপকূলবর্তী অঞ্চলের জনগণ, প্রাণীসম্পদ এবং জীবজগতের ওপরে প্রভাব নিরূপণ করা যায়।
Sir, মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে সরকারের কি জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর কোনও সমীক্ষা করার পরিকল্পনা রয়েছে?
দুই, বনাঞ্চল বৃদ্ধি করার লক্ষ্যে বরাদ্দ তহবিল অব্যবহৃত কেন?
Sir, ক্রমবর্ধমান এক উদ্বেগের বিষয় হচ্ছে গাছপালা কেটে নেওয়ার ক্ষতিপূরণের জন্য বনাঞ্চল বৃদ্ধির প্রচেষ্টা আমাদের দেশে তেমন সফল হয়নি। আগস্ট ২০১৮ পর্যন্ত ৫২০ বিলিয়ন টাকা কেন্দ্রীয় সরকারের কাছে অব্যবহৃত পড়ে রয়েছে। এই টাকা বরাদ্দ করা হয়েছিল যাতে ভারত জুড়ে বনাঞ্চল বৃদ্ধি করে ডিফরেস্টেসনের ক্ষতিপূরণ কড়া সম্ভব হয়। কিন্তু, তা অব্যবহৃত পড়ে রয়েছে। বরাদ্দ ফান্ড ও তহবিল ঠিকমত ব্যবহারের দ্বারা দেশের বনাঞ্চল বৃদ্ধি করার মাধ্যমে ২০১৫ সালে Paris Climate Agreement-এ আমরা যে অঙ্গীকার করেছিলাম, তা পূর্ণ করা সম্ভব।
আমার প্রশ্নের দুটি ভাগ রয়েছে। ভারতের মত দেশ যেখানে জমির প্রাচুর্য নেই, যেখানে জমির অভাব রয়েছে, সেখানে বনাঞ্চল তৈরীর জন্যে সরকার জমি কোথা থেকে সংগ্রহ করবে? দুই, বরাদ্দ অর্থ ঠিক সময়ে এবং সঠিক ব্যবহারের জন্য সরকারের কাছে কি পরিকল্পনা রয়েছে?
ধন্যবাদ।
Translation:
I have two specific questions for the Minister of Environment, Forest and Climate Change:
1) Lack of a National Study on the Impact of Climate Change
- As per a World Bank report, as many as 60 crore Indians are at risk from the effects of climate change. Yet, India, where one in every seventh person on the planet lives, has no national study on the impact of climate change.
- To frame a policy to take on the challenge climate change poses, India must have the requisite data that assess the impact of climate change on agriculture, health, coastal communities and wildlife.
- Does the government have any plan to commission a national study that assess the impact of climate change?
2) Unutilised Afforestation funds
- There is a growing concern that the process of compensatory afforestation has not been successful in the country so far. Till August 2018, funds amounting to about Rs 520 billion were lying unused with the central government for carrying out compensatory afforestation across India.
- The usage of this fund is key to increasing India’s forest cover and thus fulfilling a key commitment under the 2015 Paris Climate agreement to counter climate change by creating carbon sinks.
- My question has two parts: 1-In a land-stressed country like ours, how is the ministry ensuring that they find land to create compensatory plantations? 2-How is the government going to ensure these funds are utilised in time?
Thank you.