Latest News

May 9, 2016

6 May 2016

মমতার পাশেই মা-মাটি-মানুষ

কুৎসা, ষড়যন্ত্র রুখে বাংলায় গণতন্ত্রের উতসব

২০১১। বাংলায় একটি আলকিত জুগের সূচনা করেছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনসমর্থন নিয়ে তিনি বাংলায় গড়েছিলেন প্রথম মা-মাটি-মানুষের সরকার।

২০১৬। সেই আলোকিত যুগের দ্বিতীয় পর্বের সূচনা হতে চলেছে বাংলায়। সেই  জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।  জননেত্রীর পাশেই বাংলার মা-মাটি-মানুষ।