September 4, 2015
4 September 2015
মানুষের দায়িত্বে জাগ্রত প্রশাসন বাম-বন্ধ ব্যর্থ করে দিল জনতা
৩৪ বছর বাংলায় কঙ্কালের রাজনীতি করে রাজ্যটাকে শেষ করে দিয়েছিল সিপিএম। কোনও শিক্ষা ওদের হয়নি। এখনও বছরে বারবার বন্ধ ডেকে তাণ্ডব আর গুণ্ডামি হচ্ছে। মানুষ সঙ্গে নেই বলে রাস্তায় পাথর ছুড়ছে, ভাঙচুর করছে। এই বদভ্যাস বাংলার মানুষ রুখে দেবেই।