Latest News

May 28, 2016

27 May 2016

স্বপ্নপূরণ করব বাংলার, মমতার যাত্রা শুরু হল

শপথের পর মুখ্যমন্ত্রী

আজ বাংলার মানুষের পথ চলা শুরু হবে নতুন সকালের শপথ নিয়ে। নানা দেশের অনেক সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বাংলা আজ গর্বিত হবে, আবারও। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। আবার নতুন করে কাজ শুরু করার আগে মানুষের দোয়া, শুভকামনা আর সহযোগিতা প্রার্থনা করি। জয় হোক মানুষের। জয় জয় জয়… জয় হে।