Latest News

February 27, 2016

26 February 2016

অনৈতিক ঘোঁট

অত্যাচারী সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট প্রত্যাখ্যান করবেন বাংলার সংগ্রামী মানুষ

অনৈতিক ঘোঁট। বাংলার লজ্জা।মাত্র কয়েকটা আসনের লোভে যে কায়দায় এ রাজ্যের কতিপয় কংগ্রেস নেতা সিপিএমের পা ধরল তার জন্য ধিক্কার। এর জবাব দেবে বাংলার সংগ্রামী জনতা। ভোটবাক্সে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বাংলার মানুষ দেখিয়ে দেবে এ রাজ্যে কোনও অনৈতিক, অসভ্য শক্তির জায়গা নেই।