April 21, 2017
21 April 2017
আঞ্চলিক দলগুলিকে এক হওয়ার ডাক মমতার
আঞ্চলিক দলগুলির একজোট হওয়ার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের রাজনীতিতে এই ধরনের জোটের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। আর তারই অংশ হিসাবে ওড়িশা সফরে গিয়ে বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করলেন বিজু জনতা দলের প্রধান তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। দু’জনের মধ্যে রাজ্য-রাজনীতি নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্টেট গেস্ট’-এর মর্যাদা দিয়েছে ওড়িশা সরকার।