January 4, 2016
2 January 2016
এগিয়ে বাংলাই
কাজ কীভাবে করতে হয় দেখিয়ে দিলেন মমতা
২০১১ সালে ১৩ মে বাংলার মা–মাটি–মানুষের ঐতিহাসিক সিদ্ধান্ত প্রতিফলিত হয়েছিল। মানুষ ৩৪ বছরের অপশাসন, অত্যাচার, অবিচার মুছে মহাকরণে প্রতিষ্ঠিত হয়েছিল জননেত্রী, মা–মাটি–মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা। জননেত্রী যেদিন দায়িত্বভার গ্রহণ করেন তখন দেনার দায়ে ডুবে বাংলা। ৩৪ বছরের সিপিএমের লুঠপাটে দেনার দায়ে বিকিয়ে গিয়েছিল বাংলা।