August 19, 2016
19 August 2016
রাজনৈতিক কারনেই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র, তোপ মুখ্যমন্ত্রীর
কেন্দ্রের লাগাতার বঞ্চনা তো আছেই, আবার সঙ্গে বাম আমলের দেনার দায়ও বহন করতে হচ্ছে রাজ্যকে। সঙ্গে বাংলার ন্যায্য পাওনা ও বরাদ্দ সময়মতো দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।, উল্টে মাঝেমধ্যেই কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে দিচ্ছে, নয়তো কমিয়ে দিচ্ছে। এসব আমরা মোটেই ভালোভাবে নিচ্ছি না।