Latest News

September 17, 2016

16 September 2016

কথা দিয়ে কথা রাখলেন মমতা

জমি ফিরে পেলেন কৃষকরা

কৃষি ও শিল্প দুই ভাইবোন। কারও সঙ্গে কারও প্রতিযোগিতা নেই। ওরা একে অপরের পরিপূরক। নতুন বাংলায় কৃষি ও শিল্পের সহাবস্থান চলবে।

শত প্রলোভন, সহস্র অত্যাচার উপেক্ষা করে যারা আমাদের সঙ্গে থেকে সিঙ্গুরে লড়াই করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। কারণ সিঙ্গুর যে ইতিহাস গড়ল, তাঁর অন্যতম কারিগর সেই সমস্ত কৃষক এবং সংগ্রামী মা-ভাই-বোনেরা।