August 14, 2015
14 August 2015
সর্বভারতীয় রাজনীতিতে কতটা গুরুত্ব বোঝালেন জননেত্রী
বাংলার জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমনি করেই ফের আঞ্চলিক দলগুলি জোট বাধার উদ্যোগ নিতে শুরু করল। বাংলার জননেত্রীকেই যে গোটা দেশ বিকল্প হিসাবে দেখে তা এই ঘটনাতেই স্পষ্ট। বাংলার জননেত্রী দিল্লীতে পা রাখামাত্র তাঁকে বৃত্তের কেন্দ্রে রেখে যেভাবে বিভিন্ন আঞ্চলিক দল হাতে হাত ধরার প্রচেষ্টা শুরু করল চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছে।