September 11, 2015
11 September 2015
মর্যাদার সঙ্গে রাজ্যজুড়ে পালিত শিক্ষক দিবসের অনুষ্ঠান
শিক্ষকরাই সভ্যতার জন্ম দেন : মুখ্যমন্ত্রী
সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে বাংলার মেধা। আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, ইতালিতে যান। কারা সব থেকে বেশি মেধায়? বলবে বাংলা থেকে যারা এসেছে। বাংলার ছেলেমেয়েরা সারা পৃথিবীতে আছেন। তাদের কাছে আবেদন যেখানেই থাকুন বাংলাটাকে ভুল্বেন না। বাংলাটাকে ভালবাসুন।