February 11, 2017
10 February 2017
মানুষের জন্যই বিল
মানুষের সম্পত্তি প্রটেক্ট করবে এই বিল। যতদিন বাঁচব মানুষের অধিকারের জন্য লড়াই করব। মানুষের গায়ে হাত দিলে সেই হাত কিভাবে সরিয়ে দিতে হয়, জানি। মানবিকতার সঙ্গেই লড়াই করি। এই বিল হামলা-হাঙ্গামাকারীদের স্তব্ধ করবে, তাই ওদের রাগ। এই বিল আগামিদিনে মানুষের অধিকার, জনগণের সম্পত্তি রক্ষা করবে। চিরকালের জন্য পথপ্রদর্শক হবে।