Bengal Govt to set up Biswa Bangla mall on EM Bypass, Kolkata

The Bengal  government has decided to construct a Biswa Bangla Mall on EM Bypass exhibiting wide varieties of handicrafts, Taant Sarees, and other products made by the artisans under various micro and small scale industries.

It was Chief Minister Mamata Banerjee whose effort has brought an international acclaim to Biswa Bangla which has become a brand already.  Great emphasis has been given on MSME sector so that artists and the people involved in various micro and small scale industries can get a platform to promote their goods.

Biswa Bangla, the Chief Minister’s brainchild has become a brand, not only in the national arena but also abroad. Various handicrafts prepared by Bengal artisans have created a market in various countries.

Department of Micro, Small and Medium Enterprises (MSME) and Textiles has promoted Biswa Bangla Marketing Corporation for the improvement of quality of life of Bengal’s handloom weavers, craftsmen. Biswa Bangla has successfully revived the Bengal’s traditional arts and craft and promoted them at a global level. It may be mentioned that for the first time, Bengal government is preparing an export policy in the MSME sector.

The Biswa Bangla mall would have world class facilities and infrastructure. The architectural engineers will make its design.

 

কলকাতার ই এম বাইপাসে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা মল

ই এম বাইপাসে একটি বিশ্ব বাংলা মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন হস্তশিল্প, তাঁতের শাড়ি সহ বিভিন্ন শিল্পীর হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শিত হবে এখানে।ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা যাতে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারেন সেইজন্যই এই প্ল্যাটফর্মের ব্যবস্থা।

কলকাতা বন্দর, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক এলাকায় বিশ্ববাংলা স্টল আছে। স্টল রয়েছে নয়াদিল্লিতেও। এ রাজ্যের শিল্পী ও কারিগরদের প্রস্তুত করা দ্রব্য দেশবিদেশের মানুষের কাছে সুনাম কুড়িয়েছে। বাংলার তৈরি নানা জিনিসের বিক্রিও বাড়ছে। সব দিকে লক্ষ্য রেখেই এক ছাতার তলায় সব রকমের দ্রব্য রাখতে মল তৈরির ভাবনা।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ব বাংলা এখন শুধু জাতীয় ক্ষেত্রে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও যথেষ্ট জনপ্রিয় ব্র্যান্ড । বাংলার কারিগরদের দ্বারা প্রস্তুত বিভিন্ন হস্তশিল্পের বাজার এখন বিভিন্ন দেশে রয়েছে। ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পীরা, তাঁত শিল্পীদের জীবন যাত্রার মান উন্নত করতে  রাজ্য সরকারের এই অভিনব পরিকল্পনা।

আন্তর্জাতিক মানের পরিকাঠামো এবং সুযোগ সুবিধা থাকবে এই বিশ্ব বাংলা মলে। স্থপতিরা এই মলের নকশা তৈরি করবেন।

 

 

PM must take moral responsibility and resign, says Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee addressed a press conference in New Delhi today after the all-party meet to decide on the future steps to continue the constructive opposition to demonetisation.

Mamata Banerjee had already announced a State-wide ‘Modi Hatao Desh Bachao’ campaign last week, while addressing the media in Kolkata. The eight-day campaign will begin from January 1, coinciding with the foundation day of the Trinamool Congress, and will continue for a week.

At the press conference, Mamata Banerjee said that the Opposition parties are together on the issue of opposing the Central Government on demonetisation.

Regarding the future course of action, she said, “We will make a common minimum agenda on corruption and demonetisation and work together in the future”.

Commenting on the devastating effect that demonetisation has had on the country, she said, “The economy is totally shattered. From exports to MSME, from farmers to labourers to traders, everyone is crying. Tea garden and jute workers are not getting wages. Workers under the 100 Days’ Work Scheme are not getting wages from banks”.

Then, “the tribal people in remote areas, who are the poorest of the poor, are suffering” because transactions in cash have come down drastically.

She said that “banks and ATMs are cashless” yet “the Centre is spending crores on advertisements”.

She gave a suitable retort to Narendra Modi’s war cry of ‘achhe din’ when she said, “Modi ji said he will bring ‘achhe din’ – is this (referring to demonetisation) the example of ‘achhe din’?”

In fact, referring to the Modi Government’s promise of bringing back black money stashed in foreign countries’ banks, she said, “Let them bring back black money from foreign accounts, we will support them”. However, that is not happening.

Mamata Banerjee said that the prolonged pain of demonetisation has hurt people so much that they “are losing faith on banks”. In fact, she accused the Centre of “looting people to pay the NPAs (non-performing assets) of banks”, NPAs which have been mounting day by day over the last few years.

She then came down hard on the “false promises” of the Prime Minister to ease monetary restrictions after 50 days: “Will restrictions be eased after 50 days? Why then did the Prime Minister make false promises to the nation?”

Taking a dig at Narendra Modi, she said, “From a chaiwala the PM has become a fakir now”, fakir indeed in ideas, so much so that demonetisation has “moved the country back by 20 years”.

Referring to demonetisation as a “big scam”, she said that the country, however, “will see through it in the future”. She even hinted at a “hidden agenda” behind the scheme.

Stressing on the fact that an economy can never be totally cashless, a term the Central Government has been using left, right and centre over the last 47 days since demonetisation was announced, the Chief Minister of Bengal said, “Even the America economy is 40% dependent on cash”.

In fact, “in the name of cashless, the Narendra Modi Government has become baseless”, losing its locus standi as the conscience keeper of the nation, as a democratically-elected Central Government must be. As she rightly said, “The Government must lead the people, not instil fear in them”.

The Government has “unleashed its agencies on Opposition parties”. By thus trying to destroy State Governments led by Opposition parties, the Government is “destroying the federal structure of the country”, a system which is constitutionally mandated.

Mamata Banerjee also hit out on the selective help that the Centre has been providing to the States to cope with demonetisation, referring, as an example, to BJP-ruled Assam getting more financial benefits than many other equally or more deserving States, which are ruled by parties opposed to the BJP.

She referred to the currently desperate financial state of the country as “super-emergency”.

She also criticised the Central Government for neither laying a statement in Parliament during the recently-concluded Winter Session on demonetisation nor allowing the Opposition to discuss the issue, grievous offence given that Parliament is the “temple of democracy”.

She demanded accountability from the Government regarding demonetisation. She said, “We want a solution. A hundred and seven people have already died due to the crisis situation brought about by demonetisation. There will be starvation deaths next. Who is responsible?”

Continuing in the vein of accountability, she warned, “If you do not fulfil your promises then people will vote you out”.

She ended her comments by laying stress on the fact that the Opposition parties, including the Trinamool Congress, will “continue the movement against demonetisation as long as possible”; they will not give up.

“Common people”, said Mamata Banerjee, “are not black marketeers. We will keep raising their issues”.

 

নোটবাতিল বিপর্যয়ের নৈতিক দায় নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলকে কেন্দ্র করে সারা দেশব্যাপী অর্থনৈতিক অরাজকতার বিরুদ্ধে দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ভবিষ্যতে দুর্নীতি ও নোট বাতিলের প্রতিবাদে বিরোধী দলগুলি একটি যৌথ কর্মসূচি তৈরি করবে কারন নোটবাতিলের ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। শ্রমিক, কৃষক ব্যবসায়ী সহ সকল মানুষ চরম সংকটে।

এই অর্থনৈতিক অরাজকতার প্রসঙ্গে তিনি বলেন, “মোদী’জি বলেছিলেন ‘আচ্ছে দিন’ আনবেন। এই কি ‘আচ্ছে দিন’ এর নমুনা? মানুষ ব্যাঙ্কের ওপর থেকে আস্থা হারাচ্ছে। কেন্দ্র মানুষের টাকা লুঠ করে ব্যাংকের NPA মেটাতে চাইছে। ইতিমধ্যেই এই বিগত ৪৭ দিনে ২০ বছর পিছিয়ে গেছে দেশের অর্থনীতি। চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছে না।”

তিনি এও বলেন, নোট বাতিল একটি বড় দুর্নীতি। এর পেছনে গোপন কর্মসূচি কি? কেন প্রধানমন্ত্রী দেশবাসীকে জানাচ্ছেন না এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল?

প্রধানমন্ত্রীর এই তুঘলকি নীতি কে কটাক্ষ করে তিনি বলেন, ক্যাশলেসের নামে মোদী এখন বেসলেস, ওনার নীতি ও দল সবই এখন ভিত্তিহীন হয়ে পড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সকল রাজনৈতিক দল এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদ করছে, কেন্দ্রীয় সরকার তাদের পেছনেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করছে। সারা দেশে সুপার জরুরি অবস্থা চলছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ কালো বাজারি করে না। তাদের কোনও কালো টাকা নেই, কিন্তু, এই নোটবাতিলের ফলে তাদের চরম দুর্গতি ভোগ করতে হচ্ছে।

 

Bengal CM inaugurates 2nd Biswa Bangla Lok Sanskriti Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the Biswa Bangla Lok Sanskriti Utsav at Rabindra Sadan complex. The festival will continue till January 1, 2017.

The 2nd edition of the festival is being held at the Madhusudan Mancha complex. The festival is showcasing folk art, and holding exhibitions on folk culture and handicrafts.

Besides promoting folk music and folk dance from different parts of the State, food from different parts of Bengal is an added attraction at the festival.

Bengal Chief Minister Mamata Banerjee has always given priority to promoting the rich cultural heritage of the State which flow through folk culture. Recently several artistes instrumental in reviving folk music like Pata Chitra Gaan and Bhawaiya have been felicitated with Sangeet Samman.

The State has also instituted the Lok Prasar Prakalpa, a scheme wherein artistes performing folk music are provided with monthly stipends and are included in performances to promote different social and developmental schemes.

 

দ্বিতীয় বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

উৎসবটি হবে মধুসূদন মঞ্চে। সময় দুপুর ৩টে থেকে রাত ৮টা। এই নিয়ে দ্বিতীয় বার লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। লোকশিল্পীদের আঁকা সহ তাদের হাতের কাজ প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে।

রাজ্যের বিভিন্ন জায়গার লোকশিল্পীদের গান, নাচ সহ রকমারি খাবারেরও সম্ভার থাকছে এই প্রদর্শনীতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য লোকসংস্কৃতিকে চিরকাল অগাধিকার দিয়ে এসেছেন। সম্প্রতি বাংলা সঙ্গীত মেলায় পটচিত্র গান ও ভাওয়াইয়ার বেশ কয়েকজন শিল্পী সম্মানিত হয়েছেন।

এছাড়া লোক শিল্পীদের জন্য রাজ্য সরকার নতুন লোক প্রসার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে লোকশিল্পীদের মাসিক ভাতা দেওয়া হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।

 

West Bengal Urdu Academy to host four-day National Urdu Drama Festival from Dec 26

West Bengal Urdu Academy (WBUA) has bigger plans to involve dignitaries like Mahesh Bhatt and Naseeruddin Shah in the National Urdu Drama festival next year.

This is the second year when the festival is being organised by the WBUA. The initiative was taken by Chief Minister Mamata Banerjee to host the drama festival in the city.

Works of eminent theatre personalities like Mohammad Ali Baig from Hyderabad, Sangeet Natak Akademi awardee Mustaq Kak and legendary playwright Habib Tanveer will be staged at the festival.

For the revival of Urdu culture and theatre in the city, WBUA would sponsor Urdu groups.

The academy is helping students coming from economically-challenged families, by giving meritorious students scholarships to Jamia Millia Islamia and Aligarh Muslim Universities for higher studies.

 

চার দিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি

দ্বিতীয় বছর পড়ল উর্দু অ্যাকাডেমি জাতীয় নাট্য উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছিলেন যাতে এই উৎসবটি এই শহরেই অনুষ্ঠিত হয়।

হায়াদরাবাদের মহম্মদ আলি বেগ, সঙ্গীত নাটক অ্যাকাডেমির পুরষ্কারপ্রাপ্ত মুস্তাক কাক, বিখ্যাত নাট্যলেখক হাবিব তানভিরের মত বিশিষ্টের কিছু অসাধারন নাটকও এই উৎসবে মঞ্চস্থ করা হবে।

পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির আরও বড় পরিকল্পনা রয়েছে মহেশ ভাট ও নাসিরুদ্দিন সাহের মত নাট্য জগতের বিখ্যাত ব্যাক্তিদের আগামী বছরের জাতীয় নাট্য উৎসবে নিয়ে আসার।

উর্দু সংস্কৃতি ও নাটকের পুনরুজ্জীবনের জন্য পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি উর্দু দলগুলিকে সহযোগিতা করবে। অর্থনৈতিক ভাবে অনগ্রসর পরিবার থেকে আসা ছাত্রদের উর্দু অ্যাকাডেমি সাহায্য করছে। মেধাবী পড়ুয়াদের বিভিন্ন বৃত্তিও দান করা হয়।

 

Amul set to invest Rs 200 crore in Bengal

Amul, a brand owned by Kaira District Cooperative Milk Producers’ Union is all set to invest in Bengal. The company will set up a ‘Centralised Milk Processing Plant’ at Sankrail Food Park in Howrah.

The project is worth about Rs 200 crore. Work on the plant would start in 2017 and is expected to be completed by 2018-end. The proposed plant will manufacture UHT milk, yoghurt and ghee besides normal milk.

The Kandua Food Park, at Howrah’s Sankrail, has been developed by WBIDC to cater to the needs of manufacturers and producers of food and agro products, in which dairy is an important inclusion. The Park, built on an industrial cluster concept, is an attempt to bring different agro processing units and their support facilities to a specific location where all users can benefit from shared infrastructure.

According to Food Agriculture Integrated Development Action (FAIDA) report of McKinsey, Bengal is one of the three leading states in India in the food and agro-processing sector.

 

আমুল বাংলায় বিনিয়োগ করবে ২০০ কোটি টাকা

 কাইরা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর কোম্পানি আমুল বাংলায় বিনিয়োগ করতে চলেছে। তারা হাওড়া জেলার সাঁকরাইলের ফুড পার্কে একটি দুগ্ধ প্রক্রিয়াকরন কেন্দ্র খুলতে চলেছে।
প্রকল্পটিতে আনুমানিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা। ২০১৭ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০১৮ সালের শেষের দিকে এই প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার কথা। সাধারন দুধের পাশাপাশি ইউএইচটি দুধ, ঘী, দইও তৈরি হবে এখানে।
সাঁকরাইলের কেন্দুয়া ফুড পার্ক তৈরি করা হয়েছে খাদ্য ও কৃষিজাত পন্য তৈরি ও বিপণনের জন্য, যার মধ্যে ডেয়ারী শিল্প খুব গুরুত্বপূর্ণ। এই পার্কটি শিল্পাঞ্চলের আদলে তৈরি করা হয়েছে।
মাকিন্সের রিপোর্ট অনুযায়ী বাংলা এই মুহূর্তে দেশের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরনে অগ্রণী রাজ্যগুলির মধ্যে একটি।

Trinamool demands thorough investigation on Sahara diaries

Trinamool today called for thorough investigation into Sahara diaries which names several top political leaders, including the Prime Minister.

The Vice President of Indian National Congress raised this issue of corruption at a public meeting in Gujarat today. Trinamool welcomed the move.

Speaking on the issue, Chief National Spokesperson of the party and the leader of the party in Rajya Sabha, Derek O’Brien said, “We had protested outside the Parliament on December 2, 2014. All our MPs from both the Houses had protested with red diaries in their hands. We raised the issue strongly in Parliament.”

He added that a strong enquiry is necessary to bring the truth out.

 

6th Kolkata International Children’s Film Festival to be inaugurated on Christmas eve

The 6th edition of the week-long Kolkata International Children’s Film Festival will have a ‘Feluda package’ aimed at commemorating the 50th anniversary of Satyajit Ray’s creation Feluda, the sleuth who solved numerous mysteries with his wit and courage.

Organised by the state Shishu Kishore Academy of the state government, the festival, which will begin on 24 January and continue till 31 December, has science fiction as it’s theme and will screen films like Terminator series, Star Wars, The Martian, ET: Extra Terrestrial, and Despicable Me among others.

An exhibition on ‘The Magical World of Science Fiction Films’ will also be held at Gaganendra Pradarshanshala. Festival’s executive director and MP Arpita Ghosh said world cinema, short films, documentaries and animations will also be showcased.

Not will all the films made so far featuring Feluda will be screened, there will also be seminars and interactive sessions that will see film maker Sandip Ray, son of Satyajit Ray whose film Double Feluda will be the inaugural one, participating. As many as 200 films from 33 countries will be shown in the festival. It will also showcase about 20 Indian children’ films, said Arpita Ghosh..

One interesting feature of this year’s festival is that there will be a separate adda zone for children where they can just enjoy themselves, singing, dancing, eating or just chatting among themselves. There will also be a workshop where children could have a small initiation into disciplines like editing, photography.

Bengal CM inaugurates numerous projects for East Midnapore district

Bengal Chief Minister Mamata Banerjee inaugurates and lays the foundation stones for a bouquet of developmental processes for East Midnapore district at Kolaghat today. She also addresses a public meeting.

Among the projects to be inaugurated by the Chief Minister today includes a power sub-station, Kisan Bazars, a marketing hub, a fire station, solar powered irrigation projects, government offices, a host of road projects and CCTV control room for Digha.

The Bengal Chief Minister also lays foundation stones for numerous projects including a college, a power station, road projects, river-bank renovation projects, a hostel and godowns for agicultural produces.

She also distributes benefits like cuclys under Sabuj Sathi, Geetanjali, Shikshashree, equipment for fishermen, agricultural machinery and scholarships and grants.

 

Here are some excerpts of her speech: 

We conducted the last administrative review meeting of the year today

We will conduct a state-level administrative meeting in Kolkata on 6 January

A new division is coming up in Midnapore regions for better governance

A new road project has been taken up to connect south Bengal with north Bengal

We have sanctioned a 90 km long 3 lane expressway from Nandakumar to Henria

From marketing centres to polytechnics, we are taking several development initiatives for East Midnapore

We will modernise Kolaghat thermal power station in a phase wise manner

 

পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার সাব স্টেশন, কিষাণ বাজার, মার্কেটিং হাব, দমকল কেন্দ্র, সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, সরকারি ভবন, রাস্তা সহ সিসিটিভি কন্ট্রোল রুম ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এছাড়া একটি কলেজ, একটি পাওয়ার সাব স্টেশন, রাস্তা, নদীর পাড় সংস্করণ, ছাত্রাবাস সহ বিভিন্ন সেচ প্রকল্পের শুভ শিলান্যাসও করেন তিনি।

সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, কৃষক বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, স্কলারশিপ ইত্যাদি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।

এদিন সভামঞ্চ থেকে তিনি জানান, আজকের এই বৈঠক এই বছরের শেষ প্রশাসনিক বৈঠক। কলকাতায় আগামী ৬ জানুয়ারি একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক হবে।

তিনি জানান পূর্ব মেদিনীপুরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ ৪টি জেলা মিলে গড়া হয়েছে মেদিনীপুর ডিভিশন।উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য একটি নতুন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এছাড়া, নন্দকুমার থেকে হেঁড়িয়া পর্যন্ত  ৯০ কিমি দীর্ঘ একটি রাস্তার কাজ শুরু হবে খুব শীঘ্রই। মার্কেটিং সেন্টার থেকে পলিটেকনিক কলেজ সহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ফেজ অনুযায়ী আধুনিকীকরণ করা হবে।

 

Bengal Govt to set up leopard safari, deer park in Khoyerbari

In a unique move, the State Government has decided to set up a leopard safari park of international standards at Khoyerbari in Madarihat block, which will be one of the major tourist attractions in Bengal.

The State Government also wants to set up a deer park and a bird watching centre, where visitors can see various species of birds.

Several initiatives have also been taken to give a new look to Eco Park in Kunjanagar and the tiger rehabilitation centre in Khoyerbari, close to the Jaldapara forest.

Leopards that often enter residential localities would be rehabilitated in the proposed safari park. The deer park would have a breeding centre that would help in increasing the number of the deer species on the verge of extinction.

Once the projects are completed, they are expected to become tourist hot spots. The number of tourists to Bengal have increased in recent years, with the State securing the 5th position in terms of tourist inflow.

খয়েরবাড়িতে চিতা সাফারি ও ডিয়ার পার্ক শুরু করতে উদ্যোগী রাজ্য সরকার

উত্তরবঙ্গে পর্যটনের আরও বিকাশ ঘটাতে মাদারিহাট ব্লকের খয়েরবাড়িতে একটি আন্তর্জাতিক মানের চিতা সাফারি পার্ক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওখানে একটি ডিয়ার পার্ক ও পক্ষিরালয় নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জলদাপাড়ার নিকটস্থ কুঞ্জনগরের ইকো পার্ক ও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রটিকেও নতুন ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য বন দপ্তরের ২৩ হেক্টর জমির ওপর গড়ে উঠবে এই চিতা সাফারি ও ডিয়ার পার্ক। পুরো জমির জরিপ ও বাকি প্রয়োজনীয় রিপোর্ট তৈরির কাজ প্রায় শেষের দিকে।

যে সব চিতা মাঝে মাঝে লোকালয়ে ঢুকে পড়ে, তাদের ওই পার্কে পুনর্বাসিত করা হবে।

প্রকল্পটি শেষ হলে আশা করা যায়, এটি পর্যটনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। বিগত পাঁচ বছরে বাংলায় প্রচুর পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের সংখ্যা অনুসারে রাজ্যগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা।

 

Trinamool condemns lowering of EPF interest rate

Trinamool Congress on Monday lashed out at the Central government’s decision to lower the interest rate on Employee Provident Fund deposits, accusing the Cntre of helping the big organisations while “punishing” the middle, lower middle and lower income groups.

Employees Provident Fund Organisation (EPFO) on Monday reduced the interest rate on Employee Provident Fund (EPF) deposits to 8.65 per cent for 2016-17 from the current 8.8 per cent. The agency claimed the government would face a deficit of Rs 383 crore if the interest rate on EPF deposit is kept the same.

“This is not governance. This is hooliganism on the life and livelihood of common people. This government has already heckled the common man by demonetising the old notes and now they have increased the misery of the working class by reducing the EPF interest rate,” said party Secretary General Partha Chatterjee.

“This is just the begining. The government will surely reduce the interest on fixed deposits. The way this government is going, it seems the working class, the farmers and the employees of unorganised sector would not be able to live in this country anymore,” said the party Secretary General.

 

ইপিএফও-র সুদের হার কমানোর তীব্র সমালোচনা করলো তৃণমূল

মঙ্গলবার কেন্দ্রের ইপিএফের সুদ কমানোর সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেস। কর্মচারী ভবিষ্যৎনিধি তহবিলে (ইপিএফও) সুদের হার কমাল কেন্দ্র। ২০১৬-১৭ অর্থবর্ষে ইপিএফের সুদ নির্ধারিত হল ৮.৬৫ শতাংশ। ২০১৫-১৬ অর্থবর্ষে এই হার ছিল ৮.৮ শতাংশ। এই হারে সুদ প্রদান করা হলে ঘাটতি থাকবে ৩৮৩ কোটি টাকা।

এদিন কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শুধু সাধারণ মানুষ নয় সকল শ্রমজীবী মানুষ এর ফলে সমস্যার সম্মুখীন হবেন। প্রায় ৪-৫ কোটি মানুষ।  এরা সরকার চালাচ্ছেনা, এরা ক্রমশ গণতন্ত্রকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। মানুষের জীবন-জীবিকাকে পদদলিত করছে নানাভাবে। আগে নোট বাতিলের মাধ্যমে করেছে। এখন আবার ই পি এফ এর সুদের হার কমানোর মাধ্যমে শ্রমজীবী মানুষের ক্ষতি করছে”।

এটা তো সবে শুরু। দেশে আর চাকুরীজীবী কৃষিজীবী অসংগঠিত শ্রমিক থাকবে না। চা বাগাম জুটমিলে মৃত্যু মিছিল শুরু হবে। মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হবে। এই সরকারের অগণতান্ত্রিক কাজের নিন্দা করার মত আজ কোন ভাষা নেই বলে জানান মহাসচিব।