May 4, 2017
Youth and students must counter the BJP’s false propaganda on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee targeted the BJP for running false propaganda on social media. She said that BJP runs propaganda campaigns by spending crores of rupees using fake profiles and fake photographs.
She said: “A few weeks ago, a Union Minister spread the false news that ‘mangal aarti’ has been stopped in Dakshineswar. They spread pictures of Bangladesh saying violence is being spread in Bengal. Will they pay if I file a defamation suit? During Ganga Sagar Mela, they spread false news of stampede using fake images.”
When she asked the students present at the rally whether Saraswati Puja was banned in Bengal, they gave a resounding ‘no’ for an answer. She advised the students, youths and the intellectuals to counter the BJP’s false online propaganda.
সোশ্যাল মিডিয়ায় বিজেপির কুৎসা ও অপপ্রচাররের বিরুদ্ধে ছাত্র ও যুবদের সরব হতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
সোশ্যাল মিডিয়ায় বিজেপি যে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে তার নিন্দা করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তার মধ্যে বেশিরভাগই বেনামী অ্যাকাউন্ট।
তিনি বলেন, “কয়েক সপ্তাহ আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী বললেন দক্ষিণেশ্বরের মঙ্গল আরতি নাকি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের ছবি দেখিয়ে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। গঙ্গাসাগর মেলার সময় ওরা মানুষের পদপিষ্ট হওয়ার মিথ্যে খবর ছড়িয়েছিল”।
যখন তিনি ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন বাংলার সরস্বতী পুজো নিয়ে ওরা যে মিথ্যে প্রচার চালাচ্ছে তা সত্যি কিনা, ছাত্রছাত্রীরা উত্তর দেয় ‘না’। তিনি ছাত্র-যুব সকলের কাছে আবেদন করেন ডিজিটাল মিডিয়ায় বিজেপির কুৎসার বিরুদ্ধে সরব হতে।