সেপ্টেম্বর ১২, ২০১৯
ক্ষমতা থাকলে বাংলার গায়ে হাত দিয়ে দেখাক বিজেপি: দিদি

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র প্রতিবাদে আজ কলকাতার সিঁথি মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা আয়োজন করে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস। হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশ নেন মিছিলে। এর আগে গত ৭ ও ৮ সেপ্টেম্বর সব জেলায় সব ব্লকে এই কর্মসূচী পালন করা হয়।
মিছিল শেষে শ্যামবাজারে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানান ক্ষমতা থাকলে বাংলার গায়ে হাত দিয়ে দেখতে। তিনি বলেন যে বাংলায় আরেকটা বঙ্গভঙ্গ করতে দেবেন না, আবার ভারত ভাগ হতে দেবেন না।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
জয় হিন্দ নেতাজীর স্লোগান। বঙ্কিমচন্দ্রের স্লোগান বন্দে মাতরম। বাংলাকে যারা হিংসে করে, তারা জেনে রাখো বাংলার এই সংস্কৃতি থেকে কোনোদিন আমাদের মাথানত করিয়ে সরিয়ে দিতে পারবে না। আজ বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা চলছে। বাংলার সংস্কৃতি মানে এটা দেশের সংস্কৃতি।
ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করিয়েছিলেন। আমি দিল্লীর কমরেডদের বলি, আরেকটা বঙ্গভঙ্গের চেষ্টা করবে না, আরেকটা ভারত ভাগের চেষ্টা করবে না। আজ যদি মহারাষ্ট্রে গিয়ে বলা হয় হিন্দিভাষীরা চলে যাও, কোথায় যাবে তারা? বাংলায় যদি বলা হয়, বিহারীরা চলে যাও, পঞ্জাবে যদি বলা হয় জাঠরা চলে যাও, তারা কোথায় যাবে? যারা এটা করছেন, মনে রাখবেন, আগুন নিয়ে খেলবেন না।
যারা দেশ ভাঙে, তাদের আন্দোলনের মধ্যে দিয়ে উত্তর দিতে হয়। নিজেদের নিজেকে বাঁচাতে হয়। যে ১৯ লক্ষ লোক অসমে বাদ গেছে, তার মধ্যে ১২ লক্ষ হিন্দু আছে, ১ লক্ষ গোর্খা আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, হিন্দিভাষী আছে। স্বাধীন দেশের নাগরিককে কবার করে প্রমাণ দিতে হবে যে সে এদেশের নাগরিক?
সব জায়গায় গিয়ে লোক খেপাচ্ছে। বলছে বাংলা থেকে ২কোটি লোককে বাদ দেবে। আমি বলি ২টো লোকের গায়ে হাত দিয়ে দেখ। সেদিন দেখে নেব এজেন্সি কোথায় থাকবে আর মানুষ কোথায় থাকবে। বাংলার মুখ বন্ধ করা অত সহজ না। অনেক লড়াই আমরা দেখেছি। বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করার লোক আমরা।
হঠাৎ করে আমাদের ধর্ম শেখাচ্ছে। আমরা দুর্গাপুজো করি না? কালীপুজো করি না? বাঙালীরা লক্ষ্মীপুজো করি না? সরস্বতী পুজো হয় না? ছট পুজো হয় না? ঈদ হয় না? বড়দিন হয় না? যা ইচ্ছে তাই মিথ্যা বলছে। আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। আমি সংবিধান মেনে চলা লোক।
ধর্মের, ভাষার, বর্ণের, জাতির ভিত্তিতে এনআরসি মানবো না। যারা বাংলায় আছে, সবাই বাংলার নাগরিক। এটাই বাংলার কৃষ্টি। বিজেপিকে ধিক্কার জানাই।