নভেম্বর ২১, ২০১৯
বিশ্বব্যাঙ্কের ঋণে সংস্কার ২৯ জেটির

শহরের বায়ুদূষণ ও যানজট নিয়ন্ত্রণে আনতে জলপথ বিকাশের জন্য দেওয়া বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় প্রাথমিক ভাবে কলকাতার আশপাশের ২৯টি জেটির আমূল সংস্কারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
তালিকায় থাকা ফেরিঘাটগুলির মধ্যে রয়েছে কুটিঘাট, কাশীপুর, শোভাবাজার, রতনবাবুর ঘাট, মেটিয়াবুরুজ ঘাট, বজবজ ঘাট। পরবর্তী কালে ধাপে ধাপে আরও ৫০টি ফেরিঘাট এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে হুগলি ও বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি ঘাট রয়েছে। একই সঙ্গে তৈরি করা হবে রো রো পরিষেবা দেওয়ার উপযুক্ত কয়েকটি নতুন ফেরি ঘাটও।
এই প্রকল্পে বিচ্ছিন্ন ভাবে শুধু জেটি নয়, জেটি লাগোয়া রাস্তার সংস্কার ও ফেরিঘাট থেকে যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।