Latest News

April 25, 2017

Won’t compromise with the interests of Bengal: CM in Cooch Behar

Won’t compromise with the interests of Bengal: CM in Cooch Behar

On Monday, Chief Minister Mamata Banerjee  held an administrative meeting in Cooch Behar and expressed satisfaction over the performance of Cooch Behar’s district administration. During the administrative meeting, Banerjee said air services to Cooch Behar is likely to start in July.

There will be a nine-seater plane and both state government officials and public will be able to avail the services of the aircraft. The state government is considering to introduce the service in a public private partnership model. “This will benefit  both the government and public and  will improve the communication in North Bengal,” she maintained.

Chief Minister Banerjee said houses for the chitmahal residents who have recently become a part of India would be built and the infrastructure of the area would be developed. She said the communication system in Cooch Behar had become better with the construction of new bridges, roads and culverts. In future, more developmental works will be undertaken, she said.

The CM added that people from Cooch Behar who to go for work to other states but lost jobs due to demonetisation in November 2016. The government stood beside these people and gave Rs 50,000 each to start businesses under the Samarpan project.

She also reiterated that her proposal to share water from other rivers of North Bengal with Bangladesh should be considered and no step should be taken that affects the interest of Bengal.

 

বাংলার মানুষকে বঞ্চনা নয়: কুচবিহারে মুখ্যমন্ত্রী

সোমবার কুচবিহারে নেতাজি সুভাষ ইনডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান ছিটমহলের অস্থায়ী শিবিরে থাকা ছিটমহলবাসীদের পাকাবাড়ি তৈরি করে দেওয়া হবে। ছিটমহলগুলিতে বিদ্যুত, রাস্তাঘাট তৈরির কাজ শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কুচবিহারে ভাল কাজ হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নে কাজ চলছে। জুলাই থেকে কুচবিহার বিমানবন্দর থেকে নয় আসনের বিমান চালু হবে। এর আগে কুচবিহার বিমানবন্দরের উন্নয়নে রাজ্য সরকার ৩৫কোটি টাকা দিয়েছে। এছাড়াও ভর্তুকি দিয়ে আরও একটি বিমান চালুর চেষ্টা চলছে। রাজ্য সরকার এই বিমান চালু করবে।
তিনি আরও বলেন, কুচবিহার জেলা দু’টি মেডিক্যাল কলেজ পাচ্ছে। একটি সরকারি মেডিক্যাল কলেজ মহারাজ নৃপেন্দ্রনারায়ণের নামে হচ্ছে। আরেকটি মেডিক্যাল কলেজ পিপিপি মডেলে হচ্ছে।
মুখ্যমন্ত্রী এদিন কুচবিহারের সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব তৈরি করে দিতে জেলাশাসককে নির্দেশ দেন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক আনুকূল্যে এই প্রেস ক্লাব তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠকে বেসরকারি নার্সিংহোম নিয়েও আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশকে খুব ভালবাসি। বাংলাদেশের সঙ্গে খুবই ভাল সম্পর্ক। ফরাক্কা থেকে বাংলাদেশকে জল দেওয়া হচ্ছে। তোর্সা, মানসাই থেকে জল দেওয়ার বিকল্প প্রস্তাব দিয়েছি। ওটা নিয়ে ভাবা হোক।