Latest News

July 4, 2016

West Bengal Govt to set up watersheds in drought-prone areas

West Bengal Govt to set up watersheds in drought-prone areas

The West Bengal Government is setting up watersheds in the drought-prone areas of the State to enhance the infrastructure in cultivation and pisciculture.

The new project, which has been taken up for the drought-susceptible areas of Bankura, Purulia, Paschim Medinipur and some other districts, will strengthen the rural economy. A considerable volume of rainwater is wasted in these areas and hence, the State Fisheries Department has stressed on the setting up of watersheds in these areas. If the rainwater is harnessed by small dams it can be used for pisciculture and cultivation, as well as for domestic purposes during lean seasons.

The district of Bankura has been selected for delineating watershed boundaries and for building check dams for water harvesting on a pilot basis.

 

This image is representative (source)

 

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা রাজ্য সরকারের

খরা প্রবণ এলাকায় ওয়াটারশেড তৈরি করার পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষিক্ষেত্রে ও মৎস্য চাষের পরিকাঠামো উন্নয়নের জন্যও এই নতুন পরিকল্পনা।

বিশেষত বাঁকুড়া ও পুরুলিয়ার মত খরা প্রবণ এলাকায় এই বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়া এই প্রকল্প পশ্চিম মেদিনীপুর ও কিছু অন্যান্য জেলার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে। এই এলাকায় অনেক পরিমান বৃষ্টির জল নষ্ট হচ্ছে। রাজ্যের মৎস্য বিভাগ এইসব এলাকায় ওয়াটারশেড তৈরি করার ওপর জোর দিচ্ছে।

এই বৃষ্টির জল ছোট বাঁধ দ্বারা সংগ্রহ করলে তা অন্যান্য মরসুমে রেশম চাষ, কৃষিক্ষেত্রে এবং অন্যান্য বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে।

এই ভিত্তিতে কাজ শুরু হয়ে হয়ে গেছে বাঁকুড়ায়।