Latest News

May 29, 2017

Bengal govt to launch new rehabilitation scheme – ‘Banglar Bari’

Bengal govt to launch new rehabilitation scheme – ‘Banglar Bari’

The Trinamool Congress-led Bengal Government has set up a new rehabilitation scheme named ‘Banglar Bari’, under which slum-dwelling families of Kolkata and other municipalities in the State would be given a flat each.

The pilot project for the scheme has already been completed – a multi-storied flat for the families from Dattabad in Salt Lake, which had to give away their homes and land to make way for the East-West Metro Railway.

In the second stage of the project, such apartment complexes would be constructed in Chetla, Khidderpore and Howrah.

Each floor of a six-storied complex would have four flats, with each 1BHK flat being of approximately 300 square feet.

This is the second housing scheme by the Bengal Government, after the hugely successful Gitanjali Scheme. Chief Minister Mamata Banerjee has been a messiah for the people of Bengal, after the 34-year misrule of the Left Front.

 

পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্প ‘বাংলার বাড়ি’

পুনর্বাসনের জন্যও আরও একটি প্রকল্প নিল রাজ্য সরকার যার নাম – ‘বাংলার বাড়ি’। এই প্রকল্পে কলকাতা মিউনিসিপালিটি ও অন্যান্য মিউনিসিপালিটির অন্তর্গত গৃহহীন বস্তিবাসীরা একটি করে ফ্ল্যাট পাবেন।

এই প্রকল্পের পাইলট প্রজেক্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সল্টলেকের দত্তাবাদে। যেখানে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যে সকল বস্তিবাসীরা তাদের বাড়ি হারিয়েছেন তারা সকলেই পেয়েছে বহুতল বাড়িতে একটি করে ফ্ল্যাট।

চেতলা, খিদিরপুর ও হাওড়া অঞ্চলেও এই রকম বাড়ি তৈরী হবে। এই বাড়ি গুলিতে থাকবে ৬টি তলা, প্রতি তলায় থাকবে ৪টি করে ফ্ল্যাট। ১টি শোবার ঘর সম্বলিত প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৩০০ বর্গ ফুট।

গীতাঞ্জলী প্রকল্পের পর এটি রাজ্য সরকারের দ্বিতীয় সফল আবাসন প্রকল্প।