January 3, 2017
We will fight till the finish: Trinamool
Statement by Derek O’Brien, Chief National Spokesperson, Member of Parliament and Leader of the Parliamentary Party in Rajya Sabha:
20 MPs and senior Ministers met Sudip Da from outside. We gave him the confidence that we are all together. We are fighting this Modi Govt and Amit Shah. We will continue out fight against Note Bandi. This is not the end. We will fight this till the finish. We will sit on a dharna at our Parliamentary Party Office in Delhi tomorrow.
Statement by Partha Chatterjee, Secretary General:
Our leader Mamata Banerjee asked us to stand beside Sudip Da. We will not bow down our heads. Our movement cannot be stopped by politics of vendetta. We will launch series of protests from tomorrow in Bengal & other states.
This is a dark chapter in the history of Indian politics.
আমরা শেষ পর্যন্ত লড়াই করবঃ তৃণমূল
তৃণমূলের রাজ্যসভার মুখপাত্র ও দলনেতা ডেরেক ও ব্রায়েনের বিবৃতি
২০ জন সাংসদ এবং দলের মন্ত্রীরা সুদীপ দার সঙ্গে দেখা করেছেন। আমরা ওনাকে জানিয়েছি যে আমরা সকলে ওনার পাশে আছি। আমরা সকলে একসাথে এই মোদী সরকার ও অমিত শাহর বিরুদ্ধে লড়াই করব। নোট বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটাই শেষ নয়। আমরা এর শেষ দেখে ছাড়ব। আগামীকাল দিল্লিতে সংসদে দলীয় অফিসের সামনে আমরা ধর্নায় বসব।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিবৃতি
আমাদের দলনেত্রী বলেছেন সুদীপ দার পাশে থাকতে। আমরা ওনার মাথা নত হতে দেব না। আমাদের আন্দোলন চলবে। রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। আগামীকাল থেকে সমগ্র বাংলা ও অন্যান্য রাজ্য জুড়ে প্রতিবাদ হবে। এটা ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায়।