সাম্প্রতিক খবর

অক্টোবর ২৫, ২০১৯

বিভেদ নয়, ঐক্য চাই: কালীপুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

বিভেদ নয়, ঐক্য চাই: কালীপুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মত এবছরেও কালীপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শিলিগুড়িতে একটি পুজো উদ্বোধন করেন তিনি। আজ তিনি উত্তর কলকাতায় বেশ কিছু পুজো উদ্বোধন করেন।

প্রত্যেকটি প্যান্ডেলেই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি সকলকে শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা দেন।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

সকল ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষ একসাথে উৎসব পালন করেন। আমাদের সব পুজো, সব উৎসব আপনাদের উৎসব। সুন্দর ভাবে আনন্দের মধ্য দিয়ে আপনারা এই আলোর উৎসব পালন করুন।

আগামী ২৭ তারিখ আলোর দেবতা মা কালী সবার হৃদয়টাকে যেন আলোকিত করেন। আসুন আমরাও নিজেদের প্রাণটাকে আলোকিত করি।

আমরা যেন এমন কোনও বাজি না ফাটাই যাতে অন্য কারও ক্ষতি হয়।

মা সকলকে ভালো রাখুক, সকলের মঙ্গল করুক। মঙ্গল প্রদীপ যেন বাংলার ঘরে ঘরে জ্বলে। বাংলা যেন আবার প্রমাণ করতে পারে আমরাই বিশ্ব সেরা। আমরা একতা, সম্প্রীতি, সংহতির পথ দেখাই।

আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই। আমরা বিভেদ চাই না; আমরা ঐক্য চাই। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা দানবিকতার সাথে লড়াই করে মানবিকতার জয় দেখতে চাই।

বাংলার শুভ জাগ্রত বিবেক এই উৎসবের মধ্য দিয়ে সাফল্যমন্ডিত হোক।