সাম্প্রতিক খবর

নভেম্বর ৫, ২০১৯

আমরা বাংলাকে শিক্ষার হাব করতে চাইঃ দিদি

আমরা বাংলাকে শিক্ষার হাব করতে চাইঃ দিদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাক্ষাৎ করেন। তিনি তাঁর বক্তব্যে রাজ্য সরকার অধ্যাপকদের উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে, তা তিনি তুলে ধরেন।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

বাংলার মেধা, বিজ্ঞান, চেতনা, শিক্ষায়তন সারা পৃথিবীর গর্বের বিষয়। তাদের শিকড় বাংলার শিক্ষক শিক্ষিকারা তৈরী করে দিয়েছেন তাই তারা হার্ভাড এ সুযোগ পেয়েছে

এই সাড়ে ৮ বছরে রাজ্যে ৫০ টি নতুন কলেজ হয়েছে

১ লক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে

শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের বয়স ও অবসরের বয়স বাড়ানো হয়েছে

প্রাথমিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেওন বাড়ানো হয়েছে

ই-পেনশন চালু হয়েছে

শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য সাথীর আওতায় আনা হয়েছে

বংলায় উচ্চ শিক্ষার হার বেড়েছে

কলেজের শিক্ষকদের জন্য এলটিসি চালু হচ্ছে

বাংলাকে এডুকেশন হাব করাই আমাদের লক্ষ্য

বিরোধী দলে থাকাকালীন আমরা এমন কিছু চাইতাম না যা সরকারের পক্ষে করা সম্ভব না

কেন্দ্রীয় সরকারের একটা রিজার্ভ ব্যাঙ্ক আছে, যখন ইচ্ছে নোট ছাপায়। কিন্তু রাজ্য সরকারের টাকা লিমিটেড

নির্বাচনের সময় আমি এমন কিছু বলি না, যেকথা রাখতে পারি না। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করি , কারণ এটাই আমার বিশ্বাসযোগ্যতা

আমরা ক্ষমতায় আসার পর রাজস্ব বেড়েছে ৯০ হাজার কোটি টাকা কিন্তু এর মধ্যে ৫০ হাজার কোটি টাকা দেনা শোধ করতেই চলে যায়

সর্ব  শিক্ষা মিশন সহ বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র

কেন্দ্র রাজ্য দুই সরকারই মানুষ  দ্বারা নিরবাচিত, তাই কারো কোন প্ররোচনায় পা দেবেন না

আমাদের সরকার শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্ভরশীল, আমাদের সরকার আপনাদের কখনো বিরক্ত করবে না, কোনও কাজে কখনো হস্তক্ষেপ করবে না, আমরা চাই আপনারা ভালো থাকুন

আগামীদিনে মা মাটি মানুষের সরকার থাকবে গর্বের সঙ্গে। কিন্তু দাঙ্গা, বিভেদ, বিভাজন, গণ্ডগোল করে নয়, ব্যাঙ্ক বন্ধ করে নয়, ইতিহাস বদল করে নয়।

আজ মানুষের গোপনীয়তা বলে কিছু নেই। অনেক রাজ্যেই টাকা তোলার অঙ্কের লিমিট বেঁধে দেওয়া হয়েছে।  অনেক ব্যাঙ্ক মার্জ করে দেওয়া হচ্ছে, তুলে দেওয়া হচ্ছে। বলছে টাকা পাওয়া যাবে না। মনে রাখবেন সংকটটা খুব ঘনীভূত । এখন ব্যাঙ্কেও মানুষের টাকা সুরক্ষিত নয়, তাই সাবধানে থাকবেন আর নিজেদের টাকা সামলে রাখবেন। আমাদের এই লড়াই মানুষের বাঁচার জন্য, উন্নয়ন আর নিরাপত্তার জন্য

নতুন ঘোষণাঃ

ইউজিসি-র সংশোধিত বেতনক্রম কার্যকর হবে আগামী ১ লা জানুয়ারি ২০২০ সাল থেকে। প্রত্যেকের ৫০০০ টাকা মাসিক বেতন বাড়বে। ২০১৬ থেকে ৩% ইনক্রিমেন্ট দেওয়া হবে। গেস্ট লেকচারার, পার্ট টাইম শিক্ষকদের জন্য ভাবা হচ্ছে।