সেপ্টেম্বর ১৮, ২০১৯
রাজ্যের পরিবর্তিত নাম অনুমোদন করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছিঃ দিদি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নতুন দিল্লীতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলার অনেকগুলি বিষয় তিনি এই বৈঠকে তুলে ধরেন। এই বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা হয়েছে। বিপুল ঋণের বোঝা থাকা সত্ত্বেও বাংলার জিডিপি বৃদ্ধির হার দেশে সর্বোচ্চ।
রাজ্যের নাম পরিবর্তনের দাবি জানিয়েছি। ‘বাংলা’ নামটার সাথে মানুষের আবেগ জড়িয়ে আছে। আমরা আবেদন করেছি যাতে দ্রুত এই ব্যাপারে কেন্দ্র পদক্ষেপ নেয়।
বাংলা আবারও কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে। অতীতেও আমরা পরপর ৫ বছর এই পুরস্কার পেয়েছি।
বাংলায় গত আট বছরে যে উন্নয়ন হয়েছে, এবং রাজ্যের অর্থনৈতিক যে বিকাশ ঘটেছে সেই সংক্রান্ত একটি পেপার আমরা প্রধানমন্ত্রীকে দিয়েছি
দেওচা পাঁচামিতে অবস্থিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক বাংলাকে বণ্টন করা হয়েছে। এই প্রকল্পে ১২,০০০ কোটি টাকার বিনিয়োগ হবে এবং এক লক্ষ কর্মসংস্থান হবে।
দুর্গা পুজোর পর দেওচা পাঁচামি প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া, দেশের উন্নয়নের জন্য অন্যান্য বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।
এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা কোনও রাজনৈতিক বৈঠক ছিল না।