সাম্প্রতিক খবর

নভেম্বর ১৯, ২০১৯

ধুলো কমাতে রাস্তায় জল ছেটাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

ধুলো কমাতে রাস্তায় জল ছেটাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে ধুলো কমাতে কলকাতার রাস্তায় সোডিয়াম লিগ্নোসালফোনেট মিশ্রিত জল ছেটাবে।

সম্প্রতি পরিবেশ দূষণের বিষয়ে একটি অনুষ্ঠানে পর্ষদের চেয়ারম্যান তিনটি স্প্রিঙ্কলার যান উদ্বোধন করেন যা প্রতিদিন ৫০ কিলোমিটার রাস্তায় জল ছেটাবে। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে শহরের পূর্ব প্রান্তে এই গাড়িগুলি চলবে। পরবর্তী সময়ে এরকম আরও গাড়ি আনা হবে।

পর্ষদ ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে ১০টি স্প্রিঙ্কলার ট্যাঙ্ক ও ১০টি রাস্তা পরিষ্কারের যন্ত্রের জন্য ৬ কোটি টাকা দিয়েছে। হাওড়ার জন্য পর্ষদ খুব শীঘ্রই টাকা দেবে।

প্রাথমিকভাবে এই গাড়িগুলি রুবী মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলবে।