July 5, 2016
WB CM to inaugurate Van Mahotsav on July 14

West Bengal Chief Minister Mamata Banerjee will inaugurate the week-long Van Mahotsav programme by planting tree saplings in New Town on July 14. The State forest department will plant 14,000 tree saplings as part of the programme. The state government has proposed to make New Town a Green City. West Bengal Housing and Infrastructure Development Corporation (WBHIDCO) has already taken steps to provide green cover to city with intensify eco-friendly measures to make the area pollution free.
The primary aim of HIDCO was to sell land and construct a road connecting Salt Lake. New Town looked like a desert with a couple of tall buildings coming up at different places. No steps were taken to plant trees along the road, now known as Biswa Banga Sarani. Many trees were uprooted and no policy was formulated to replace them.
However, the scenario changed after Mamata Banerjee became the chief minister in 2011. Eco Park, which she renamed as Prakriti Tirtha, has attracted more than 50 lakh people since its inception. The park has a water body which has been preserved. Road side trees have been planted and children’s park and senior citizens’ park have come up.
The area is now functioning as the lungs of Kolkata. Steps have already been taken to set up nurseries to raise tall trees which would be set up along the canal. Schemes have been taken to set up a dedicated pathway for cyclists and introduce electric buses and cars to reduce carbon emission. Green buildings are coming up in the area, where energy efficient measures are being taken. The HIDCO has also decided to replace sodium vapour lamps with LED lamps in phases.
১৪ই জুলাই বন মহোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী
আগামী ১৪ই জুলাই নিউ টাউন গাছের চারা রোপণ করে সপ্তাহব্যাপী বন মহোৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে ১৪০০০ চারাগাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে রাজ্য বন বিভাগের। রাজ্য সরকার নিউ টাউনকে গ্রিন সিটি করার প্রস্তাব এনেছে। পশ্চিমবঙ্গ রাষ্ট্র ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন (WBHIDCO) ইতিমধ্যে শহরকে দূষণমুক্ত করতে পরিবেশ বান্ধব ব্যবস্থার ওপর জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে।
হিডকোর প্রধান উদ্দেশ্য হল জমি বিক্রি এবং সল্টলেককে জুড়ে দেওয়ার জন্য একটি সংযোগ পথ তৈরি করা। কয়েকটি বড় বাড়ি ছাড়া নিউ টাউন পুরো মরুভূমি মনে হত। বর্তমানে যে রাস্তাটি বিশ্ব বঙ্গ সরণি নামে পরিচিতসেখানে রাস্তা বরাবর গাছ লাগানোর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক গাছ উপড়ে গেছে এবং সেগুলি পুনঃস্থাপন করার কোন নীতি প্রণয়ন হয়নি।
২০১১ সালে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চিত্রটা একেবারেই বদলে গেছে। ইকো পার্ক যার নাম দেওয়া হয়েছে প্রকৃতি তীর্থ এটি ৫০ লাখের বেশি মানুষকে আকর্ষণ করেছে। এখানে একটি সংরক্ষিত জলাশয় আছে। রাস্তার ধারে লাগানো হয়েছে ছত ছোট বিভিন্ন রকমের গাছ। ছোটদের জন্য ও বয়স্কদের জন্য একটি পার্ক তৈরি হবে।
কলকাতার মধ্যমণি এখন এই এলাকা। বড় গাছের সংখ্যা বাড়ানোর জন্য ইতিমধ্যেই ছোট ছোট চারা গাছ লাগানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকায় গ্রিন বিল্ডিং স্থাপন করা হবে। এছাড়া সোডিয়াম ভেপার ল্যাম্প গুলির পরিবর্তে এল ই ডি ল্যাম্প লাগানোর সিদ্ধান্ত নিয়েছে হিডকো।