August 19, 2016
WB CM inaugurates Kolkata Police Law Institute

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Kolkata Police Law Institute today. This institute is yet another milestone in human resource development and skill development in West Bengal.
Located on Diamond Harbour Road, this institute will commence a special three-year LLB course from the 2016-17 academic session. The institute has been granted affiliation by Calcutta University.
The LLB course has been approved for serving officers of Kolkata Police and West Bengal Police, and is designed to enhance the standards of public service delivery by the police forces. The inauguration of this institute is yet another step towards providing an efficient, people-friendly administration.
আজ কলকাতা পুলিশ ল ইন্সটিটিউটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
দ্য কলকাতা পুলিশ ল ইন্সটিটিউটের আজ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইনস্টিটিউটটি এখন পশ্চিমবঙ্গের মানবসম্পদ উন্নয়নের আরেকটি মাইলস্টোন।
এই ইন্সটিটিউটটি ৭ ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। এই এল এল বি পাঠ্যক্রম পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে একটি বিশেষ তিন বছরের এল এল বি পাঠ্যক্রম চালু হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই পাঠ্যক্রমের অনুমোদন প্রদান করা হয়েছে।
কেবলমাত্র কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ কৃত্যকের কর্মরত আধিকারিকদের জন্য এই এল এল বি পাঠ্যক্রম অনুমোদিত হয়েছে। কর্মতৎপরতা, দক্ষ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে এটি আরও একটি পদক্ষেপ।