August 23, 2016
WB CM inaugurates India’s first 10 MW Canal Bank Solar PV Plant

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated India’s first 10 MW Canal Bank Solar PV Plant today during an administrative review meeting at Chopra, North Dinajpur. The project, which has been successfully implemented by WBSEDCL, incurred a cost of Rs 65.88 lakh.
Chief minister Mamata Banerjee arrived at Bagdogra airport Monday afternoon for a three-day tour of north Bengal. She proceeded straight towards Sukuna Guest House.
Today’s meeting was a crucial one as she will take stock of three districts at a time.
Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.
দেশের প্রথম ক্যানাল ব্যাংক সোলার পিভি পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
উত্তর দিনাজপুরের চোপরায় ভারতের প্রথম ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্যানাল ব্যাঙ্ক সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট-এর আজ শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। WBSEDCL এর এই প্রকল্পের রূপায়ক। প্রকল্পটির জন্য বরাদ্দ খরচের পরিমাণ ৬৫ কোটি ৮৮ লক্ষ টাকা।
আজ চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা করেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে শুকনা গেস্ট হাউসে যান মুখ্যমন্ত্রী। আজ প্রশাসনিক বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামীকাল মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।
যেহেতু তিনটি জেলার অধিকর্তাদের নিয়ে একসঙ্গে এই বৈঠক তাই আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভার মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলাগুলির সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পেরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।