August 5, 2016
WB CM chairs administrative review meeting for Bardhaman district

West Bengal Chief Minister Mamata Banerjee, as part of her three-day visit to the districts, today chaired her third consecutive administrative district review meeting in Bardhaman. Earlier, the Chief Minister had chaired meetings for the districts of Purulia and Birbhum.
Besides chairing the meeting and taking stock of developmental projects, the Chief Minister inaugurated projects, including BSC Nursing College at the Asansol ESI Hospital campus.
Yesterday, after the administrative meeting for Birbhum district in Bolpur, the Chief Minister, on an invitation extended by Visva-Bharati University, visited the campus. She was felicitated by the Visva-Bharati authorities.
আজ বর্ধমানে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনদিনের জেলা সফরে তৃতীয়দিনে আজ বর্ধমানে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। এর আগে গত দুদিনে তিনি পুরুলিয়া ও বীরভূমে প্রশাসনিক বৈঠক করেছেন।
বৈঠকের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্পের খোঁজখবর নেন। এর পাশাপাশি আসানসোল ইএসআই হাসপাতাল ও ক্যাম্পাসে বিএসসি নার্সিং কলেজের উদ্বোধন করেন।
গতকাল, বীরভূম জেলার বোলপুরে প্রশাসনিক বৈঠকের পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। সেখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁকে সংবর্ধনা দিয়েছেন। এরপর তিনি ক্যাম্পাস পরিদর্শন করেন।