August 2, 2016
WB CM to begin three-day tour of districts today

West Bengal Chief Minister Mamata Banerjee will leave for three-day tour of districts on Tuesday to hold administrative meetings. She will be visiting Purulia, Birbhum and Burdwan to hold administrative meetings and will be accompanied by senior officials and ministers.
Banerjee will hold the cabinet meeting at Nabanna Tuesday afternoon. This will the sixth cabinet meet since the new government took over in May. She will also hold two important meetings, one of which concerns the spread of dengue. Senior officials of the Kolkata Municipal Corporation (KMC) and Bidhannagar Municipal Corporation (BMC) will be present at the meeting too. Another important meeting on industry will be held on Tuesday.
The Chief Minister will leave for Durgapur Tuesday evening and will spend the night there. On August 3, she will go to Purulia to hold the administrative meeting. The administrative meeting at Bolpur will be held on August 4, while the one in Burdwan will be held on August 5. She will leave for Kolkata from Burdwan on August 5, and will meet party leaders at her residence on August 6.
আজ থেকে তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনদিনের জেলা সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পুরুলিয়া, বীরভূম ও বর্ধমান জেলা পরিদর্শন করবেন এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তিন জেলার উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা রয়েছে৷
মঙ্গলবার বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মে মাসে নতুন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এটি ষষ্ঠ মন্ত্রিসভার বৈঠক। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ডেঙ্গু প্রতিরোধের জন্য মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন। শিল্প নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হবে।
মুখ্যমন্ত্রী বিকেলে দুর্গাপুর যাবেন এবং সেখানেই রাত্রিবাস করবেন। ৩ আগস্ট পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন, ৪ আগস্ট বোলপুরে, ৫ আগস্ট বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ৬ আগস্ট তিনি তার বাসভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।